আকাশে উড়তেই পড়ে গেল চাকা, তারপর বিমানে যা ঘটল (ভিডিও)
যুক্তরাষ্ট্রে উড়ার সময় বোয়িং ৭৫৭-২০০ বিমানের একটি চাকা মাটিতে পড়ে যায়। সোমবার লস অ্যাঞ্জেলেস বিমানবন্দর থেকে ইউনাইটেড এয়ারলাইন্সের বিমান টেকঅফ করে। বিমানটি আকাশে উড়তেই একটি চাকা মাটিতে আছড়ে পড়ে। সেই ঘটনার ভিডিও ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
এরপরই আশঙ্কা তৈরি হয়, চাকা ছাড়া কীভাবে নিরাপদে সেই বিমানটি নিজের গন্তব্যস্থলে অবতরণ করবে? পরে অবশ্য ইউনাইটেড এয়ারলাইন্স জানায়, সেই বিমানটি নিরাপদে ডেনভার বিমানবন্দরে অবতরণ করে। বিমানে থাকা সব যাত্রী এবং ক্রু সদস্যই অক্ষত আছেন। হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
জানা যায়, লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডেনভারের উদ্দেশে টেকঅফ করেছিল ইউনাইটেড এয়ারলাইন্সের ১০০১ নং বিমানটি। আর টেকঅফের কয়েক সেকেন্ড পরই আকাশ থেকে বিমানের একটি চাকা খসে পড়তে দেখা যায়।
ইউনইটেড এয়ারলাইন্স জানায়, সংশ্লিষ্ট বিমানটি টেকঅফের তিন ঘণ্টা পরে নিরাপদেই ডেনভার বিমানবন্দরে অবতরণ করেছে।
এদিকে ওই বিমান সংস্থার এক মুখপাত্র জানান, চাকাটি পরে লস অ্যাঞ্জেলেস থেকে উদ্ধার করা হয়েছে। এদিকে কী কারণে এমন একটি ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়।
চাকা পড়ে যাওয়ার ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, টেকঅফ করার কয়েক মুহূর্ত পরই পেছনের সারি থেকে একটি চাকা পড়ে যায় নিচে। এদিকে বিমানের পেছনে দুদিকে একাধিক চাকা থাকায় অবতরণের সময় ব্যালেন্সে কোনো সমস্যা হয়নি। তাই বিমানটি নিরাপদে অবতরণ করতে পেরেছিল। তবে এ ক্ষেত্রে বড়সড় দুর্ঘটনার মুখেও পড়তে পারত বিমানটি।
✈️United flight UA35 diverted to Los Angeles today after losing a wheel on takeoff 🚨 Via @FlightEmergency
View #UA35's data at
https://t.co/F63EfWkMAN pic.twitter.com/0bSSQE6UKu— RadarBox (@RadarBoxCom) March 7, 2024
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)