রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দরগাহপুর কলেজিয়েট স্কুলে হ-য-ব-র-ল অবস্থা, অভিভাবক-শিক্ষার্থীদের উদ্বেগ

আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার গুণীজন পল্লী হিসাবে এক সময়ের সুপরিচিত দরগাহপুর গ্রামে অবস্থিত দরগাহপুর শ্রীধরপুর খাসবাগান রামনগর হোসেনপুর (এসকেআরএইচ) কলেজিয়েট স্কুলের পরিবেশ আবারও শিক্ষাদানের প্রতিকূলে অবস্থান নিয়েছে। ফলে নিয়মিত ক্লাশ পরিচালনা, শৃংখলা বজায় রাখা ও অফিস পরিচালনায় কালোমেঘের ঘনঘটা লক্ষ্য করা যাচ্ছে।

প্রতিষ্ঠানটির সুনাম সুখ্যাতি অনেক দূর গড়িয়েছিল। সাবেক অধ্যক্ষ প্রয়াত আবুল কাশেম দায়িত্ব পালনকালে প্রতিষ্ঠানের শনৈঃ শনৈঃ উন্নতি নজরে এসেছিল। প্রতিষ্ঠানটিতে এলাকার বাইরের শিক্ষার্থীদের আগমন বেশ বেড়ে গিয়েছিল। তাঁর মৃত্যুর পর বেশ কিছুদিন ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্ব পালন করেন। তিনিও পূর্বের অবস্থা ধরে রাখতে চেষ্টায় কার্পণ্য করেননি। গভর্ণিং বডিও প্রতিষ্ঠানের শুরু থেকে দরদদিয়ে দায়িত্ব পালন করে এসেছেন। এক পর্যায়ে জুলফিকর আলী গাজী অধ্যক্ষ হিসাবে যোগদান করেন। কিছুদিনের মধ্যে অন্তঃকলহ ও অভিভাবক-সচেতন মানুষের সাথে নানান দ্ব›েদ্বর বহিঃ প্রকাশ ঘটতে থাকে। শিক্ষকদের মধ্যেও বিভাজন শুরু হয়। বিষয়টি আইন আদালত পর্যন্ত গড়ায়। এবং মহামান্য হাইকোর্ট কর্তৃক তাকে বরখাস্ত করা হয়। এসব ছিল বেশ আগের ঘটনা। এরপর ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব প্রাপ্ত হন শিক্ষক গৌরপদ মন্ডল। সামান্য কিছু সমস্যা থাকলেও ভালভাবে চলে আসছিল প্রতিষ্ঠানটি। কিন্তু সম্প্রতি আবার দেখাদিয়েছে দুর্গতি, দুঃসংবাদ ও বিশৃংখলা।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ শারীরিক অসুস্থতার কারণে গত ২ আগষ্ট হতে ৩০ আগস্ট পর্যন্ত ছুটি নিয়ে প্রতিষ্ঠানে অনুপস্থিত আছেন। গত ৬ আগস্ট স্কুল এন্ড কলেজ খোলা হয়। ৬, ৭ ও ৮ আগস্ট শিক্ষকরা হাজিরা খাতায় স্বাক্ষর করেন। ১১ আগস্ট থেকে ১৫ আগস্ট খাতা বাইরে না থাকায় কলেজ সেকশানের শিক্ষকরা হাজিরা খাতায় স্বাক্ষর করতে পারেননি বলে শিক্ষকরা জানান। স্কুল শাখার ন্যায় কলেজ শাখাও যথারীতি পরিচালিত হলেও শিক্ষার্থীদের অনীহা লক্ষ্য করা গেছে। অধ্যক্ষ না থাকায় নবীণ বরণ অনুষ্ঠান এখনো করা সম্ভব হয়নি। নানাবিধ পরিবেশ এর প্রকাশ্য রূপ দেখা যায় ২৮ আগস্ট বুধবার। একাধিক সূত্রে জানাগেছে, এদিন কলেজ শাখার বাঁকা এলাকার শিক্ষার্থীদের সাথে দরগাহপুর এলাকার শিক্ষার্থীদের মধ্যে বাদানুবাদ ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন ছাত্র আহত হয়েছে বলে জানাগেছে। সেনা বাহিনীর কর্মকর্তা ও সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
একই সূত্রে জানাগেছে, অপরদিকে মহামান্য হাইকোর্ট পর্যন্ত গড়ান মামলায় বরখাস্ত হওয়া সাবেক অধ্যক্ষ জুলফিকর আলী গাজী গত ১১ আগস্ট প্রতিষ্ঠানে আকস্মিক ভাবে উপস্থিত হয়েছেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষের কার্যালয় তালাবদ্ধ থাকায় তিনি শিক্ষকদের সাথে বসে সময় কাটাচ্ছেন। তার আগমনের ফলে প্রতিষ্ঠানে নতুন আলোচনার উদ্ভব হয়েছে। সবমিলে প্রতিষ্ঠানটিতে নানা ঘটনা, দুর্ঘটনা ও কার্যক্রম দেখা দেওয়ায় কেমন যেন হ-য-ব-র-ল পরিস্থিতির পূর্বাভাস আছড়ে পড়তে চাইছে। সংশ্লিষ্টরা ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ প্রতিষ্ঠানের সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

অটোরিকশা চালকদের কর্মসূচি স্থগিত

ব্যাটারিচালিত রিকশা চালুসহ ১২ দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত গণঅবস্থানবিস্তারিত পড়ুন

নির্বাচন কখন হবে, জানালেন প্রধান নির্বাচন কমিশনার

‘সংস্কার একটি চলমান প্রক্রিয়া। কিন্তু নির্বাচন করতে গেলে আবশ্যকীয় কিছু সংস্কার তোবিস্তারিত পড়ুন

কদমতলা বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে আইয়ুব সভাপতি, রফিকুল সম্পাদক

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : দীর্ঘ ১৫ বছর পর ব্যাপক- উৎসাহ উদ্দীপনার মধ্যবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জমি না দেওয়ায় মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানি প্রতিবাদের সংবাদ সম্মেলন
  • সার্বিক গ্রাম উন্নয়ন সেচ্ছাসেবী সংগঠন এর আয়োজনে ও আবু সাঈদ এর অর্থায়নে টিউবওয়েল প্রদান
  • কলারোয়ার মডেল মসজিদটি উদ্বোধনের আড়াই বছর পরও প্রস্তত হয়নি নামাজের জন্য
  • এমপি হয়ে অঢেল সম্পদের মালিক খুলনা-৬ আসনের বাবু
  • সাতক্ষীরা জেলা স্কাউটস’র কমিটি গঠন জেলা প্রশাসক সভাপতি, সম্পাদক জাহাঙ্গীর হোসেন
  • কামালনগর ঈদগাহ বাজার কমিটির দ্বি- বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি হাবিবুর – সম্পাদক – মিজানুর
  • তালায় আট দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলায় দেবু সরকার ক্লাব বিজয়ী
  • যশোরের শার্শায় কর্মরত সাংবাদিকদের সাথে জামায়াতের মত বিনিময় সভা
  • তালায় কপোতাক্ষ নদী থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
  • কেশবপুরে পিএইচডি- ডিগ্রী অর্জনকারী প্রভাষক ডক্টর হাদীউজ্জামান সোহাগকে সংবর্ধনা প্রদান
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার -১