ফেনসিডিল রাখার দায়ে সাতক্ষীরায় যুবকের ১০ বছরের কা/রা/দ/ণ্ড


সাতক্ষীরা প্রতিনিধি: মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে ৭৫ বোতল ফেনসিডিল রাখার দায়ে সাতক্ষীরায় মো. লিয়াকত গাজী (৩০) নামে এক যুবককে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
সোমবার (২৮ জুলাই) সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত লিয়াকত গাজী সদর উপজেলার হাড়দ্দহা গ্রামের মৃত নুর আলী গাজীর ছেলে।
রায় ঘোষণার সময় তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, র্যাব-৬ এর সুবেদার মো. আব্দুর রহিম গোপন সংবাদের ভিত্তিতে ২০২২ সালের ৩০ মে রাতে দেবহাটার কুলিয়া ইউনিয়নের কুলতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি প্লাস্টিকের বস্তায় রাখা ৭৫ বোতল ফেনসিডিলসহ লিয়াকত গাজীকে গ্রেপ্তার করেন। এ ঘটনায় তিনি নিজে বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে তদন্ত কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম মামলাটি তদন্ত শেষে একই বছরের ২৯ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচারিক কার্যক্রম চলাকালে রাষ্ট্রপক্ষে ৭ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়। সাক্ষ্যপ্রমাণ এবং নথিপত্র পর্যালোচনা শেষে বিচারক আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ রায় দেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট শেখ আব্দুর সাত্তার।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)

একই রকম সংবাদ সমূহ

নানা আয়োজনে সাতক্ষীরায় পালিত হলো মাছরাঙা টেলিভিশনের ১৪তম বষপূর্তি
নিজস্ব প্রতিবেদক : নানা আয়োজনে আলোচনা সভা, কেককাটা ও গাছ বিতরনের মধ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় “আমার চোখে জুলাই বিপ্লব” শীর্ষক প্রতিযোগিতা
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা: সাতক্ষীরায় তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থান বর্ষপূর্তি পালন শীর্ষক “আমাদরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার খেজুরডাঙ্গা হাইস্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
নিজস্ব প্রতিনিধি : ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ পাস করে গৌরবজনক সাফল্যবিস্তারিত পড়ুন