শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া, উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ


এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক—কর্মচারীদের ৫০ শতাংশ বাড়ি ভাড়া, ১০০ শতাংশ উৎসব ভাতা, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা, ইবতেদায়ী মাদ্রাসা ও নন—এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণসহ অবসরপ্রাপ্ত শিক্ষকদের কল্যাণ তহবিল ও অবসর সুবিধার অর্থ দ্রুত পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন (বাআশিফ) সাতক্ষীরা জেলা শাখা।
শনিবার (১১ অক্টোবর) বিকেলে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন (বাআশিফ) সাতক্ষীরা জেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ আব্দুস সবুরের সভাপতিত্বে ও সেক্রেটারী প্রভাষক আব্দুল জলিলের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, আগরদাড়ি আমিনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড.রুহুল আমিন, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি আখতারুজ্জামান, দেবহাটা সখিপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ ইয়াকুব আলী, সরাপপুর হাইস্কুলের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া, জেলা আদর্শ ফেডারেশেনর সহসভাপিত অধ্যাপক আব্দুল ওয়ারেশ, অধ্যাপক বক্ষতিয়ার উদ্দীন, অধ্যাপক আকবর হোসেন, অধ্যাপক গোলাম আজম, মাষ্টার শফিকুল ইসলাম, ড.মিজানুর রহমান, অধ্যাপক শাহজান কবির, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা আব্দুল বারী,উপাধ্যক্ষ আব্দুল মুজিত, অধ্যক্ষ আনারুল ইসলাম, মাওলানা দেলওয়ার হোসেন প্রমুখ।
সমাবেশ শেষে বিকাল সাড়ে ৫টার দিকে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে আবারও একই স্থানে গিয়ে সমাবেশে শেষ হয়।
শিক্ষকদের অধিকার,মর্যাদা সুরক্ষা ও সুষ্ঠ সুন্দর পরিবেশে শিক্ষা কার্যক্রম পরিচালনার পরিবেশ নিশ্চিত করণ,সর্বস্তরের শিক্ষকদের বৈষম্য দূরীকরণ এবং বেসরকারি শিক্ষকদের চাকুরি জাতীয়করণের দাবি জানিয়ে প্রধান অতিথি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন,আমাদের দেশে শিক্ষার কোন পরিবর্তন হয় নাই। শিক্ষায় এখনো পাহাড় সমান বৈষম্য রয়েছে, এ বৈষম থেকে মুক্তি পেতে শিক্ষকদের ঐক্যবদ্ধ আন্দোলন—সংগ্রামের কোনো বিকল্প নাই। তিনি আরো বলেন, শিক্ষকদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে, অন্যথায় সারাদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন। অন্যান্য কমিশনের মতো শিক্ষা কমিশন গঠন করতে হবে।
সভায় বক্তরা বলেন, শিক্ষকরা জাতির মেরুদণ্ড। একটি দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি হলো মানসম্পন্ন শিক্ষা, আর সেই শিক্ষার চালিকাশক্তি শিক্ষক সমাজ। শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও সুশিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করতে হবে। বক্তরা আরও বলেন, শিক্ষক সমাজের মর্যাদা, দায়িত্ববোধ ও শিক্ষার মানোন্নয়নে তাদের অবদান অনন্য। ভবিষ্যৎ প্রজন্মকে মানবিক, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে জেলা সক্রিয় কর্মীদের) প্রশিক্ষণ
মানব পাচার হতে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের সহায়তা প্রদান এবং পাচার প্রতিরোধবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশে জেলা পর্যায়ে অনুষ্ঠিত ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসাবিস্তারিত পড়ুন

মেহেরপুরের ক্যাসিনো সম্রাট মোরশেদুল আলম লিপু সাতক্ষীরায় আটক
সাতক্ষীরা প্রতিনিধি: অনলাইন ক্যাসিনো সম্রাট মোরশেদুল আলম লিপুসহ দুই ব্যক্তিকে সাতক্ষীরায় আটকবিস্তারিত পড়ুন