মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘এই মেয়ে তোমার লজ্জা শরম নাই, এসব পোশাক পরো’

রাজধানীর বাসে উঠে নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছেন অনেক নারী। ছিনতাই, গায়ে হাত দেয়া, বাস চালক ও সহকারীর অশালীন আচরণসহ নিপীড়নের শিকার হচ্ছেন অনেকেই। এসব অনেক ঘটনাই সোশ্যাল মিডিয়ায় শেয়ার হচ্ছে। তেমনি এমন একটি ঘটনার বর্ণনা দিয়েছেন হিমিকা নামের এক তরুণী।

ওই তরুণী অভিযোগ করেছেন, এক লোক বাসে উঠে অশালীন ভাষায় কথা বলেছেন একদম অকারণে, অপ্রয়োজনে। যার প্রতিবাদও করেছেন তিনি। তিনি এও জানান, এমন ঘটনা একাধিকবার ঘটছে।

হিমিকা নামের ওই তরুণী নিজের ফেসবুক হ্যান্ডেলে লিখেছেন, ‘আমি আর আমার বান্ধবী (!) মহাখালী যাই একটা কাজে। আমার বান্ধবী সাধারণত ওয়েস্টার্ন পরেই কমফোর্ট ফিল করে। কিন্তু আমিই ওকে বলি থ্রি পিস পরতে। ও থ্রি পিস পরেও এবং ওড়নাও নেয় সাথে। কিন্তু মাথায় কোনো কাপড় ছিল না আর হাতাটা ছিল জর্জেট কাপড়ের। তো মহাখালী পৌঁছানোর একটু আগে এক লোক বাসে উঠলো। উঠে আমাদের পেছনের সিটে বসলো তারপর পাঁচ মিনিটও হয়নি হঠাৎ করেই আমার বান্ধবীকে ডেকে প্রথমেই বলল ‘এই মেয়ে তোমার লজ্জা শরম নাই, এসব পোশাক পরে বাসে উঠো, তোমার বাপ-মা কি কিছু শেখায় নাই’ তারপর আমি বললাম তাতে আপনার কী সমস্যা চাচা, আপনি তো তাকে খাওয়ান না পরানও না। তখন সে বলল ‘তাই বলে কি এইরকম উলঙ্গ হয়ে রাস্তায় বের হবি’ তারপর সে আরো বিশ্রি ভাষায় বলল, ‘এটা বাংলাদেশ না হলে এতোক্ষণ মাইরাই ফেলতাম’ এবং হেলপারকে বলল বাসে উঠায় কেন এই রকম মেয়েদের।’

হিমিকার ভাষায়, ‘চাচা মনে হয় ভাবছিলো আমরা অনেক ভদ্র। দুঃখজনক ভাবে আমি তো মোটেও ভদ্র না। বাসে সবাই তখনও চুপ ছিলো। তারপর আমি শুরু করলাম। বললাম আপনাকে এতো বড় স্পর্ধা কে দিছে? আপনি আমাকে বলেন কোরআন শরীফের কোন আয়াতে লেখা আছে কোনো বেপর্দা নারীর দিকে চোখ বড় বড় করে তাকায় থাকতে হবে। তারপর সে থামলো, আমি আরো অনেক কিছু বলছি বলতে বলতে হাপায় গেছি আমার মনেও নাই এতো কথা কিন্তু একটা মানুষও তাকে কিছু বলে নাই আমাকে এক আংকেল বলছে মা তুমি থামো এই লোক পাগল।’

ওই তরুণী বলেন, ‘তারপর আমার বান্ধবী বলল আপনার নামে যদি এখন আমি কমপ্লেইন করি? পুলিশকে ফোন দেই। তারপর বাসের বাকিদের মেবি তখন টনক নড়ছে। তারপর তাকে বাস থেকে নেমে যেতে বলছে। যদিও এ বিষয়ে আমি কনফিউজড সে নিজে থেকে নামছে নাকি তারা নামায় দিছে। তো এই ছিলো ঘটনা।’

ঘটনাগুলো বারবার হচ্ছে উল্লেখ করে তরুণী বলেন, ‘যেটা গত দেড় মাসে পর পর তিনবার চোখে পড়লো। আরো কতবার কতজনের সাথে হইছে জানি না। এই ভদ্রলোকটার ছবি তুলে রাখছি। এনাকে চিনে রাখুন। এনারে দেখে অনেকের মনে হতে পারে আমার উচিত হয়নি তার সাথে এমন করার। হয়তো উচিত হয়নি। কিন্তু তার কাছে অপমানিত হয়ে বাস থেকে নেমে গিয়ে নিজের বান্ধবীরে একটা মেন্টাল ট্রমায় ফেলে দেওয়ার চেয়ে তার সাথে বেয়াদবী করে বেয়াদব হওয়াটা আমার কাছে উচিত মনে হইছে। কারণ আমি কাওরেই ছাড় দিতে পারি না। জানিনা এই লোক আরো কত মেয়েকে রাস্তা ঘাটে কিংবা বাসে এভাবে অপমান করছে। কিন্তু আশা করি গতকালকের ঘটনাটার পর হয়তো একটু ভাববে কিছু বলার আগে।’
তথ্যসূত্র: সময় টিভি নিউজ।

একই রকম সংবাদ সমূহ

ঢাবির ৪০৩ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্তবিস্তারিত পড়ুন

তিন আসন থেকে নির্বাচন করবেন খালেদা জিয়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন আসন থেকে নির্বাচন করবেন বিএনপি চেয়ারপারসনবিস্তারিত পড়ুন

প্রাথমিকে শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি আসছে

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে ১৩ হাজার সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দ্রুতইবিস্তারিত পড়ুন

  • বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম
  • এবার সঠিক সময়েই বই পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা: উপদেষ্টা
  • বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জামায়াতের
  • ‘জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে পুরো প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে’
  • জুলাই সনদের স্বাক্ষরিত কপি বদলে বিএনপির সঙ্গে প্রতারণা করা হয়েছে: রিজভী
  • প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করল ইসি
  • ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা
  • সারাদেশে ভিক্ষাবৃত্তি বন্ধে সমাজসেবা কার্যালয় কাজ করছে: ধর্ম উপদেষ্টা
  • বন্ধ হচ্ছে অননুমোদিত মোবাইল ফোন
  • ফ্যাসিস্ট দলের দোসররা বিএনপির সদস্য হতে পারবে না: রিজভী
  • আহত না হয়েও ‘জুলাই যোদ্ধা’, বাতিল হলো ১২৮ জনের গেজেট
  • যেভাবে মাথাব্যথা থেকে মুক্তি পাওয়া যায়