রবিবার, আগস্ট ২৪, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাহমুদউল্লাহ-শহিদুলে চ্যাম্পিয়ন জেমকন খুলনা

মাত্র চারটি ম্যাচ জিতেই প্লে-অফ খেলার সুযোগ পেয়েছিল জেমকন খুলনা। সেই তারাই পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলকে পর পর দুইবার হারিয়ে শিরোপা জিতলো। প্রথম কোয়ালিফায়ারে গাজী গ্রুপ চট্টগ্রামকে ৪৭ রানে হারিয়ে ফাইনালে উঠেছিল খুলনা। শুক্রবার জমজমাট ফাইনালেও খুলনার কাছে পাত্তা পায়নি চট্টগ্রাম। ৫ রানে হারিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কপের প্রথম শিরোপা ঘরে তোলে জেমকন খুলনা। দলকে শিরোপা জেতাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন মাহমুদউল্লাহ ও শহিদুল। ব্যাটিংয়ে মাহমুদউল্লাহর পর বোলিংয়ে শহিদুল ম্যাচের নিয়ন্ত্রণ রাখতে ভূমিকা রাখেন।

শেষ ওভারে জয়ের জন্য চট্টগ্রামের প্রয়োজন ছিল ১৬ রানের। ক্রিজে মোসাদ্দেক-সৈকত আলী। মাশরাফি ও মাহমুদউল্লাহ মিলে শহিদুলকে খানিকক্ষণ বোঝালেন! পুরো ওভারটিই অভিজ্ঞ দুই ক্রিকেটারের কথামতো করলেন এই পেসার। ১৬ রানের জায়গায় মিঠুনরা নিতে পারলেন ১০ রান। চট্টগ্রাম জয়ী ৫ রানে।

সাকিব-মাহমুদউল্লাহ-ইমরুল-এনামুল-আলআমিন-শুভাগতদের নিয়ে শক্তিশালী দলই গড়েছিল খুলনা। টুর্নামেন্টের শেষের দিকে মাশরাফির অন্তর্ভুক্তি খুলনাকে আরও শক্তিশালী করেছে। তবুও লিগ পর্বে প্রত্যাশামতো পারফরম্যান্স করতে পারেনি খুলনা। ৮ ম্যাচের চারটিতে জিতে পয়েন্ট টেবিলের দুই নম্বরে থেকে প্লে-অফ খেলে মাহমুদউল্লাহর খুলনা। কোয়ালিফায়ার ম্যাচে ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে দুর্দান্ত ক্রিকেট খেলে আগের ব্যর্থতা ভুলিয়ে দেন তার। ফাইনালে টপ অর্ডার ব্যর্থ হলেও মাহমুদউল্লাহর দুর্দান্ত ব্যাটিং চট্টগ্রামকে ১৫৬ রানের সন্তোষজনক লক্ষ্য দিতে সক্ষম হয়।

১৫৬ রানের লক্ষ্যে খেলতে নেমে চট্টগ্রামের শুরুটা একদমই ভালো হয়নি। পুরো টুর্নামেন্ট জুড়েই দলের প্রাণভোমরা হয়ে ছিলেন সৌম্য-লিটন। দলীয় ২৬ রানে সৌম্যর বিদায়ে কিছুটা কোণঠাসা হয়ে পড়েন বিপিএলে দুইবারের চ্যাম্পিয়ন মোহাম্মদ সালাউদ্দিনের শিষ্যরা। এরপর ৫ বলে ৭ রান করে আল আমিনের লেগ বিফরের ফাঁদে পড়ে মিঠুন বিদায় নিলে আরও চাপে পড়ে যায় চট্টগ্রাম।

তৃতীয় উইকেটে সৈকত আলীকে সঙ্গে নিয়ে ভলো শুরু কররে ছিলেন লিটন। কিন্তু ১৬ রানের জুটিতে আবারো ভাঙ্গণ ধরে চট্টগ্রামের ব্যাটিং লাইনে। শহিদুলের দূর্দান্ত এক থ্রোতে ২৩ বলে ২৩ রান নিয়ে বিদায় নেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান করা লিটন। শুরুতে ধীর-স্থির ব্যাটিং করা সৈকত আলী অবশ্য শেষ পর্যন্ত চেষ্টা করে গেছেন। যদিও সেই চেষ্টা সফল হয়নি। ৬ উইকেট হারিয়ে ১৫০ রান তুলে চট্টগ্রামের ইনিংস থেমে যায়। লিটনের বিদায়ের পর শামসুরকে নিয়ে ৪৫ রানের জুটি গড়েন সৈকত। শামসুর ২১ বলে ৩ চারে ২৩ রান করে আউট হন। দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রানের ইনিংসটি খেলেন সৈকত। ৪৫ বলে ৪ ছক্কায় সৈকত ৫৩ রানে আউট হন। এর আগে মোসাদ্দেক আউট হয়েছেন ১৯ রান করে।

খুলনার বোলারদের মধ্যে মাশরাফি আজকে সেরা ছন্দে ছিলেন না। ৪ ওভার বোলিং করে ৪০ রান খরচায় উইকেট শূন্য ছিলেন মাশরাফি। শহিদুল ৩৩ রান খরচায় সর্বোচ্চ দুটি উইকেট নেন। শুভাগত হোম, হাসান মাহমুদ ও আল আমিন একটি করে উইকেট নিয়েছেন।

এর আগে অধিনায়ক মাহমুদউল্লাহর দূর্দান্ত ব্যাটিয়ে খুলনার সংগ্রহ দাঁড়ায় ১৫৫ রান। শেষ ৫ ওভারে মাহমুদউল্লাহর ঝড়ে খুলনার স্কোরবোর্ডে জমা পড়ে ৪১ রান। টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচেই টপ অর্ডারের ব্যর্থতায় কঠিন পরিস্থিতে পড়তে হয়েছিল খুলনাকে। শেষ পর্যন্ত অধিনায়কের ৭০ রানে মান বাঁচে খুলনার।

ইনিংসের প্রথম বলে ওপেনার জহুরুল মিডঅফে ক্যাচ দিয়ে বিদায় নেন। শূন্য রানে উইকেট হারানো খুলনা পুরো ইনিংস জুড়েই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। চতুর্থ উইকেটে কেবল আরিফুলকে সঙ্গে নিয়ে মাহমুদউল্লাহ তাদের ইনিংসের সবচেয়ে বড় জুটি গড়ে। এর আগে ইমরুল ৮ বলে ৮ এবং জাকির হাসান ২০ বলে ২৫ রান করে আউট হয়েছেন। এরপর আরিফুল ২৩ বলে ২১ রানের ইনিংস খেলে বিদায় নিলে মাহমুদউল্লাহ-আরিফুলের ৪০ রানের জুটি ভাঙে।

এক চার ও এক ছক্কায় ভালো শুরু পাওয়া শুভাগত হোমও ইনিংসটি বড় করতে পারেননি। শরিফুলের বলে লংঅনে ক্যাচ দিয়ে বিদায়ের আগে ১২ বলে ১৫ রান করেন এই অলরাউন্ডার। এদিকে এক প্রান্ত আগলে রাখা মাহমুদউল্লাহ টুর্নামেন্টের প্রথম হাফসেঞ্চুরি তুলেছেন। শরিফুলকে স্কুপ করে চারের সাহায্যে হাফসেঞ্চুরির কোটা পূর্ণ করেন এই অলরাউন্ডার। তার ব্যাটের ওপর ভর করে খুলনা ৭ উইকেট হারিয়ে ১৫৫ রান তোলে। ইনিংসের শেষ ওভারে সৌম্যকে ২ চার ও এক ছক্কায় মাহমুদউল্লাহ তোলের ১৭ রান। নয়তো খুলনার ইনিংস দেড়শ’র নিচেই আটকে যেত! মাহমুদউল্লাহ ৪৮ বলে ৮ চার ও ২ ছক্কায় ৭০ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন।

চট্টগ্রামের বোলারদের মধ্যে নাহিদুল ১৯ রানে দুটি এবং শরিফুল ৩৩ রানে দুটি উইকেট নেন। এছাড়া মোস্তাফিজ ও মোসাদ্দেক একটি করে উইকেট নিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

নারী বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচের ভেন্যু পরিবর্তন

আইপিএলের বিজয় অনুষ্ঠানে পদপিষ্টের জের। বেঙ্গালুরু থেকে সরিয়ে নেওয়া হলো নারী ওয়ানডেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রশিবিরের শহীদ স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট

মুহাম্মদ হাফিজ : সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হলো জুলাই শহীদ স্মৃতিবিস্তারিত পড়ুন

ক্রিকেটারদের সঙ্গে পাঁচ ঘণ্টা আলোচনার পর যা বললেন বিসিবি সভাপতি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার ক্রিকেটারদের সঙ্গেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ক্রীড়া ধারাভাষ্যকার ফোরামের কাউন্সিল ও প্রশিক্ষণ কর্মশালা
  • শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে সাকিবের পোস্ট
  • কলারোয়ার কেঁড়াগাছি‌তে ফুটবল টুর্নামেন্টের ৩য় খেলায় সপ্তগ্রামের জয়
  • কলারোয়ার‌ কেঁড়াগাছিতে ফুটবল টুর্নামেন্টের ২য় খেলোয় স্বাগতিকদের জয়
  • ফিফা নারী র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের ইতিহাস
  • বিরল ঘটনা ফুটবলে, দ্বিতীয়ার্ধে ভিন্ন মাঠে বাংলাদেশ-ভুটান ম্যাচ
  • তালায় জুলাই আহ*ত-নিহ*তদের স্মরণে ফুটবল টুর্নামেন্ট
  • ‘সাকিব অবৈধ সরকারের এমপি, তা ভুলে গেলে শহীদদের সঙ্গে বেঈমানি হবে’
  • মিয়ানমারকে হারিয়ে ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশের মেয়েরা
  • কলারোয়ার ধানদিয়ায় ৮ দলীয় ফুলবল টুর্নামেন্টে সরসকাটি চ্যাম্পিয়ন
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিকদের সাথে ড্র আটুলিয়ার
  • ক্রীড়াঙ্গন রাজনীতি মুক্ত হওয়া উচিত: মির্জা ফখরুল