বুধবার, মে ১৪, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থার প্রতিবাদ কলারোয়ার সাংবাদিকদের

দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা করে আটকের প্রতিবাদ জানিয়েছে কলারোয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি ও তার সাথে অনৈতিক আচরণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘সচিবালয়ে রাষ্ট্রীয় গোপন নথি নিশ্চয় অনিরাপদ ভাবে টেবিলের উপর পড়ে থাকবে না। যদি হয়েও থাকে তবে যারা অনিরাপদে রেখেছেন তাদের বিরুদ্ধে আগে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। সুতরাং চুরির অপবাদ নিছক হাস্যকর। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির বিরুদ্ধে কয়েকটি রিপোর্ট করায় দুর্নীতিবাজদের রক্ষায় সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা করে আটক করা হয়েছে। একজন রোজিনার টুটি চেপে ধরে সমগ্র সাংবাদিক সমাজের টুটি চেপে ধরার অপচেষ্টা করা হয়েছে। এর ফল শুভ হবে না।’

‘কতিপয় দুর্নীতিগ্রস্থ আমলাদের’ উচ্চাভিলাষী গ্রাস থেকে রাষ্ট্রকে নিরাপদ রাখার আহবান জানান বক্তারা।

বুধবার বিকালে কলারোয়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কের পাশে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‘কলারোয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে কলারোয়া প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, পৌরসভা প্রেসক্লাব ও সাধারণ সাংবাদিকদের পাশাপাশি সামাজিক-ক্রীড়া সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ.সভাপতি এস এম জাকির হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এড.শেখ কামাল রেজা, সাতক্ষীরা জজ আদালতের আইনজীবী এড.কাজী আব্দুল্লাহ আল হাবিব, ক্রীড়া সংগঠক মাস্টার শেখ শাহজাহান আলী শাহিন, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, দপ্তর সম্পাদক সুজাউল হক, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, সহ.সভাপতি প্রধান শিক্ষক এমএ কাশেম, যুগ্ম সম্পাদক মোস্তাক আহমেদ, অর্থ সম্পাদক মোস্তফা হোসেন বাবলু, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক আরিফুল হক চৌধুরী, নির্বাহী সদস্য আইয়ুব হোসেন ও শিক্ষক শামসুর রহমান লাল্টু, প্রেসক্লাবের আরেক অংশের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু ও প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন প্রমুখ।

এসময় সাংবাদিক জুলফিকার আলী, মুজাহিদুল ইসলাম, মোজাফফর হোসেন পলাশ, আতাউর রহমান, এমএ সাজেদ, ফারুক রাজ, তাজউদ্দীন আহমদ রিপন, এসএম ফারুক হোসেন, সেলিম খান, নাজমুল হোসেন, শিক্ষক সাইফুল ইসলাম, জিয়াউর রহমান জিয়া, রেজোয়ান উল্যাহ, রাজু রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সাংবাদিকরা আরো বলেন, ‘নির্ভীক সাংবাদিক রোজিনা ইসলামকে যেভাবে নির্যাতন করা হয়েছে সেটি নির্মম ও বর্বর। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ সচিব জেবুন্নেচ্ছা খানম সাংবাদিকের গলার টুটি চেপে ধরে হত্যাচেষ্টা করে সরকারকেই বেকায়দায় ফেলানোর অপচেষ্টা চালিয়েছেন। উপ সচিব জেবুন্নেচ্ছা খানমের নামে স্থাবর অস্থাবর সম্পত্তির পাহাড় গড়ে তুলেছেন। যা দুর্নীতির একটি বড় প্রমাণ। অথচ তার বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা বা শাস্তি না হয়ে দুর্নীতির সংবাদ প্রকাশ করায় উল্টো সাংবাদিক রোজিনা ইসলামের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। রিমান্ড আবেদন করা হয়েছে।’

আমরা সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া সীমান্তে ৭ লক্ষ টাকার ভারতীয় ওষুধসহ বিভিন্ন পণ্য উদ্ধার

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে প্রায়বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেরালকাতায় মানব পাচার প্রতিরোধ কমিটির সভা

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ার কেরালকাতায় ইউনিয়ন পরিষদে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়া সীমান্তে ৭ লক্ষ টাকার ভারতীয় ওষুধসহ পণ্য উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ৭বিস্তারিত পড়ুন

  • কলারোয়া সীমান্তে ভারতীয় ওষুধ ও শাড়ি উদ্ধার
  • সীমান্ত অপরাধরোধে সাতক্ষীরায় বিজিবির সচেতনতা মূলক সভা
  • ‘সাতক্ষীরা জেলায় কোন ঘুষ চলবে না’ : ডিসি মোস্তাক আহমেদ
  • মালয়েশিয়ায় তালা-কলারোয়ার প্রবাসীদের সাথে মতবিনিময় সভায় সাবেক এমপি হাবিব
  • কলারোয়ায় প্রাইমারি স্কুল শিক্ষক সমিতির কমিটি।। সভাপতি কাঁকন, সম্পাদক মামুন
  • কলারোয়া সীমান্তে ৭ লক্ষাধিক টাকার ভারতীয় ওষুধ ও শাড়ি উদ্ধার
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মদসহ প্রায় ১২ লক্ষ টাকার মালামাল জব্দ
  • কলারোয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন
  • কলারোয়া সীমান্তে ভারতীয় ওষুধ ও শাড়ি উদ্ধার
  • কলারোয়ায় যুবদলের প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে ১১ লক্ষ টাকার ভারতীয় ঔষধ জব্দ
  • কলারোয়ার তুলসিডাঙ্গায় দীর্ঘদিনের জলাবদ্ধতা ও দুর্ভোগের অবসান