শনিবার, আগস্ট ২৩, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হেলাতলা ও জয়নগর জয়ী

কলারোয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বালক-বালিকাদের অংশগ্রহণে সাতক্ষীরার কলারোয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্দ্ধ-১৭) এর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৮ মে) সকাল ১০টার দিকে কলারোয়া সরকারি হাইস্কুল ফুটবল মাঠে এর উদ্বোধন করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব ১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব ১৭) ২০২১ এর উপজেলা পর্যায়ে করোনা মহামারীর কারণে স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী।

ক্রীড়া সংগঠক রেজাউল করিম লাবলু, দীলিপ ঘোষ, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিল্পব, চন্দনপুরের ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, হেলাতলা ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম, ক্রীড়া সংগঠনক নাজমুল হাসনাইন মিলন, কলারোয়া নিউজের ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান রনিসহ সীমিত সংখ্যক দর্শক এসময় উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় হেলাতলা ও চন্দনপুর ইউনিয়ন।
খেলার প্রধমার্থে হেলাতলার পক্ষে আবু সাইদ গোল করে দলকে এগিয়ে নেন।
দ্বিতীয়ার্ধের শুরুতে গোল পরিশোধের জন্য মরিয়া খেলতে থাকে চন্দনপুর। কিন্তু উল্টো ৪৭ ও ৫০ মিনিটে আরোও দুটি গোল খেলে বসে চন্দনপুর।
নির্ধারিত সময়ে হেলাতলা ৩-০ গোলে জয়লাভ করে পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে।
হেলাতলার পক্ষে আবু সাইদ দু’টি ও সাগর মন্ডল ১টি করে গোল করেন।

বিকাল ৩টায় একই মাঠে জয়নগর ও সোনাবাড়িয়া ইউনিয়ন পরস্পরের মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকায় সরাসরি টাইব্রেকারে ৪-২ গোলে জয়নগর জয়লাভ করে।

সকাল ও বিকেলে বিজয়ী দুই দল ২য় রাউন্ডে উঠেছে।

খেলা পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন, ফারুক হোসেন স্বপন, মোশারফ হোসেন, সাইদুর রহমান ও সাইফুল ইসলাম।
৪র্থ রেফারির দায়িত্ব পালন করেন মোমিনুর রহমান।

ধারাভাষ্য ছিলেন অধ্যাপক রফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, মিজানুর রহমান ও শেখ শাহাজাহান আলী শাহিন।

করোনাভাইরাসের প্রেক্ষিতে সরকারি নির্দেশনা অনুযায়ী সীমিত দর্শকের উপস্থিতিতে খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার একই মাঠে টূর্ণামেন্টের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
শনিবার সকাল ৯টায় লাঙ্গলঝাড়া বনাম কেরালকাতা, ১২টায় কেঁড়াগাছি বনাম কলারোয়া পৌরসভা, দুপুর আড়াইটায় জালালাবাদ বনাম দেয়াড়া এবং বিকাল সাড়ে ৪টায় কয়লা বনাম কুশোডাঙ্গা ইউনিয়ন পরস্পরের মুখোমুখি হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছিতে রাস্তার কালভার্ট ভেঙ্গে মরন ফাঁদ!

অহিদুজ্জামান খোকা: কলারোয়ার কেঁড়াগাছি‌ বাজার থেকে গাড়াখালি রাস্তার বিলাত‌‌ আলী‌ গাজীর বাড়িরবিস্তারিত পড়ুন

সততা-নিষ্ঠা দিয়ে মানুষের মন জয় করতে হবে: জামায়াত নেতা ইজ্জত উল্লাহ

আসাদুজ্জামান ফারুকী: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও তালা-কলারোয়ার জামায়াত সমর্থিতবিস্তারিত পড়ুন

বৃষ্টির মাঝেও থেমে নেই কলারোয়া বাজারের পানি নিস্কাশন ব্যবস্থার সংস্কার কাজ

জাহাঙ্গীর হোসেন : দিনভর টানা বর্ষণ উপেক্ষা করে কলারোয়া পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা,বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় সিন্ডিকেটের মাধ্যমে খাতা বিক্রয়সহ দুর্নীতির অভিযোগ
  • কলারোয়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে সভা ও র‌্যালি
  • কলারোয়া বাজারে ১৮ নৈশপ্রহরীকে রেইনকোট প্রদান
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে নানা বিষয়ের প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ায় মৎস্য সপ্তাহ পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছি‌ ফুটবল টুর্নামেন্টে স্বাগতিকরা ফাইনালে
  • কলারোয়ার যুগিখালীতে বিএনপির ওয়ার্ড সম্মেলনে ধানের শীষে ভোট প্রার্থনা
  • কলারোয়ায় সাংবাদিক আব্দুর রহমান মোটরসাইকেল দু/র্ঘ/ট/না/য় আ/হ/ত
  • কলারোয়ায় খালেদা জিয়ার জন্মদিনে দোয়ানুষ্ঠান
  • কলারোয়ায় শিবিরের দায়িত্বশীল কর্মশালা
  • কলারোয়ায় গভীর রাতে শেখ মুজিবের প্রতিকৃতিতে পুষ্পমাল্য, অতঃপর..
  • বিএনপি দু’শোর অধিক সিট নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে : সাবেক এমপি হাবিব