করোনায় পশ্চিমবঙ্গে আরও ১১৮ মৃত্যু, কলকাতায় আক্রান্ত ৩ লাখ পার
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা কমেছে ভারতের পশ্চিমবঙ্গে।
গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে মারা গেছেন ১১৮ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ১৫২।
সেই সঙ্গে রাজ্যের রাজধানী কলকাতায় আক্রান্ত ছাড়িয়েছে তিন লাখ। কলকাতায় নতুন সংক্রমণ ৭৮৬ জনের। এখন পর্যন্ত এ শহরের মোট আক্রান্ত হয়েছেন তিন লাখ ১৮৯ জন।
শনিবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন সাত হাজার ৬৮২ জন। এর মধ্যে শুধু উত্তর ২৪ পরগনায় এক হাজার ৬৬৪ জন সংক্রমিত হয়েছেন।
এছাড়া জলপাইগুড়ি জেলায় ৬৯২ জন, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর ৪৮৪ জন করে, হুগলিতে ৪৭৭ জন, হাওড়ায় ৪৬৩ জন ও নদিয়া ৪৫৮ জন। সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ১৯ হাজার ১৩০ জন।
শনিবারের বুলেটিনে দৈনিক মৃত্যুর সংখ্যার নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা ২৮ জন। কলকাতায় মারা গেছেন ২৩ জন, নদিয়ায় ১৩, জলপাইগুড়িতে ১২ জন, দক্ষিণ ২৪ পরগনায় ১১ জন, হাওড়ায় ছয়জন, পশ্চিম মেদিনীপুর ও হুগলিতে পাঁচজন করে সংক্রমিতের মৃত্যু হয়েছে।
মুর্শিদাবাদে চারজন, পশ্চিম বর্ধমানে তিনজন, দার্জিলিং ও পূর্ব বর্ধমানে দুই জন করে আক্রান্ত মারা গেছেন। এছাড়া কালিম্পং, বাঁকুড়া, বীরভূম ও পূর্ব মেদিনীপুরে একজন করে রোগীর মৃত্যু হয়েছে।
এ দিন রাজ্যটিতে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৭২ হাজার ৬৭২টি। দৈনিক সংক্রমণের হার নিম্নমুখী হয়ে দাঁড়িয়েছে ১০.৮৯ শতাংশে। ২৪ ঘণ্টায় এ রাজ্যে দুই লাখ ৯৩ হাজার ৬৪২ জনকে টিকা দেয়া হয়েছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)