শুক্রবার, মে ৩, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় করোনায় দুই ব্যক্তির মৃত্যু || শনাক্ত ৬

কলারোয়ায় করোনা আক্রান্ত হয়ে আরো দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আর নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরো ৬ জন।

শনিবার (১৯ জুন) এ খবর নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, সাতক্ষীরা মেডিকেল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ও শনিবার ভোর রাতে করোনা আক্রান্ত দু’জন ব্যক্তি মারা যান (ইন্না..রাজিউন)।

মৃত্যু হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামের মৃত বাবর আলী গাজীর ছেলে আব্বাস উদ্দিন গাজী (৬৪) ও কয়লা ইউনিয়নের আলাইপুর গ্রামের আব্দুল মজিদের স্ত্রী আছিয়া খাতুন (৬০)।

গয়ড়ার আব্বাস উদ্দিন গাজীর করোনা শনাক্ত হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার পুত্র উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য গাজী শফিকুল ইসলাম।
তিনি জানান, ‘তার পিতা হার্ট, ফুসফুস, লিভারসহ বিভিন্ন রোগে অসুস্থ হয়ে গত ৮জুন থেকে খুলনা গাজী মেডিকেল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৯ জুন) ভোর রাত পৌনে ৪টার দিকে মারা যান। খুলনায় গত ১০জুন করোনা পরীক্ষায় তার পজিটিভ রিপোর্ট আসে।’

তিনি আরো জানান, ‘শনিবার জোহরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। কলারোয়ার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সেবা’র দাফন টিমের সদস্যরা লাশ গোসল-দাফনের কাজ সম্পাদন করেন।’

এদিকে, করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আলাইপুর গ্রামের আছিয়া খাতুন (৬০) শুক্রবার সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি গত ৮জুন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এ নিয়ে সাতক্ষীরার হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মৃত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬৪ জনে।

অপরদিকে, গত ২৪ ঘন্টায় নতুন করে কলারোয়ায় আরো ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৩জন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে নমুনা দিয়েছিলেন। আর কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড এন্টিজেন কিটস দিয়ে ১১জনের পরীক্ষায় ৩জনের করোনা শনাক্ত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এদিন করোনা শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন- র্যাপিড এন্টিজেন কিটসে উপজেলার আলাইপুরের ফাতেমা (৪৫), ওফাপুরের সকিনা (৬৫) ও খোরদো লাগোয়া মনিরামপুরের চাকলা গ্রামের শামিমা বেগম (৬৫) এবং পিসিআর ল্যাবে সরশকাটির ইদ্রিস আলী (৪৬), চন্দনপুরের মেনুকা (৪০) ও কলারোয়ার আব্দুল মজিদ (৫০)।

নতুন শনাক্তদের মধ্যে চন্দনপুরের মেনুকা রানীর স্বামী দেবকুমার (৪৫) একদিন আগে শুক্রবার করোনার উপসর্গে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওইদিন দুপুরের পর তার শেষকৃত্য সম্পন্ন হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার অপরূপ পুরাকীর্তি শ্যামসুন্দর মঠ-মন্দির, সংরক্ষণে নেই কার্যকরী উদ্যোগ

শেখ জিল্লু : প্রকৃতির সাথে পুরাকীর্তি যাদের সমানভাবে আকর্ষণ করে তাদের আসতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় তৃষ্ণার্তদের মাঝে শরবত ও পানি বিতরণ করলো ‘মানবতার কল্যাণে আমরা ফাউন্ডেশন’

কলারোয়ায় প্রচন্ড তাপদাহে তৃষ্ণার্ত সাধারণ মানুষের মাঝে ঠান্ডা শরবত ও পানি বিতরণবিস্তারিত পড়ুন

কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে ৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা

দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে ৯ প্রার্থী মনোনয়নপত্র জমাবিস্তারিত পড়ুন

  • হিট ষ্ট্রোকে আতঙ্কে আছেন কলারোয়ার পোল্ট্রি খামারীরা
  • কলারোয়ায় ক্লাইমেট- স্মার্ট প্রযুক্তির মাধ্যমে কৃষিতে পরিকল্পনা প্রনয়ণ ও মূল্যায়ন কর্মশালা
  • ৮ মাস বন্ধ কলারোয়ার বেত্রবতী সেতু নির্মাণ কাজ, ভাঙা সেতু দিয়ে ঝুঁকিতে পারাপার
  • একই দিনে কলারোয়ার দেয়াড়া হাইস্কুলে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের যোগদান
  • কলারোয়ায় কৃষির জলবায়ু পরিবর্তন প্রকল্পের কর্মশালা
  • কলারোয়ায় আস্থা প্রকল্পের যুব ফোরামের ত্রৈমাসিক সভা
  • ‘কলারোয়ায় শুদ্ধাচার ও ভদ্র রাজনীতির সূচনা করতে চাই’: স্বপন এমপি
  • কলারোয়ায় ইলেকট্রিশিয়ান ও ভ্যান শ্রমিক ইউনিয়নের মে দিবস উদযাপন
  • কলারোয়ায় তৃষ্ণার্ত পথচারীদের পানি ও স্যালাইন দিলেন স্বপন এমপি
  • কলারোয়ার পালপাড়া গণহত্যা দিবসে গভীর শ্রদ্ধায় শহীদদের স্মরণ
  • কলারোয়ায় ঔষধ ব্যববসায়ীদেরকে নিয়ে জনসচেতনামূলক সভা
  • ২১ বছরর মধ্যে সাতক্ষীরায় সর্বোচ্চ ৪২.২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড