রবিবার, মার্চ ১৬, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালীগঞ্জে চাঞ্চল্যকর স্কুলছাত্রী সাহারা হত্যা মামলার তদন্তে সিআইডি

কালীগঞ্জের বহুল আলোচিত চাঞ্চল্যকর তৃতীয় শ্রেণীর ছাত্রী সাহারা খাতুন হত্যা মামলার তদন্তে সিআইডি সাতক্ষীরা জেলার অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার কাজী দাউদ হোসেন এবং উপ-পরিদর্শক এনামুল হকের নেতৃত্বে একটি দল সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বাতুয়া ডাঙ্গা গ্রামে।

বুধবার ২ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১০ টা হতে দিনভর মামলার তদন্তকাজ সম্পন্ন করেন। তদন্তের সময় তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন, মামলার বাদী স্কুলছাত্রী সাহারার পিতা জাহিদ হাসান, মাতা খাদিজা বেগম ও দাদি আনোয়ারা বেগম সহ গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে ঘটনার বিশদ জানার চেষ্টা করেন।

তবে তদন্তের বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার দাউদ হোসেন সাংবাদিকদের বলেন, যেহেতু মামলাটি সবেমাত্র হাতে পেয়েছি স্পর্শ কাতর এ মামলাটি তদন্ত করে মূল ঘাতকদের সনাক্ত করতে সময়ের প্রয়োজন।

তবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন শেষে মূল আসামিদের গ্রেপ্তার পূর্বক আদালতে অভিযোগ পত্র জমা দেওয়া হবে। আমাদের কাজ করতে দিন এবং কাজের সাহায্যের আহ্বান জানান।

প্রসঙ্গতঃ কালীগঞ্জ উপজেলার বাথুয়া ডাঙ্গা গ্রামের আব্দুল খালেক এর পুত্র জাহিদ হাসানের শিশু কন্যা সাহারা খাতুন ডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর তৃতীয় শ্রেণীতে অধ্যায়নরত ছিল করোনাকালীন স্কুল বন্ধ থাকায় গত ২০২১ সালের ১৪ এপ্রিল অর্থাৎ পহেলা রমজান এর দিন সকাল থেকে একই গ্রামের শফিকুল ইসলাম ওরফে শফিকের কন্যা জান্নাতুল(৯) এবং মিজানুর রহমানের পুত্র সিয়াম মিলে বাড়ির পাশে একটি তেঁতুল গাছ তলায় খেলা করছিল।

ঐদিন দুপুর ১ টার সময় তেঁতুল গাছ তলায় একটি ঘরের হতে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সাহারার মৃতদেহ মেঝেতে দেখা যায়। খবর পেয়ে তার মা খাদিজা খাতুন আনোয়ারা খাতুন সাপে কাটা সন্দেহে দ্রুত উদ্ধার করে ইঞ্জিনভ্যান যোগে কালিগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

পরবর্তীতে হাসপাতালে বাবা জাহিদ এবং দাদা খালেক উপস্থিত হয় খবর পেয়ে থানার উপ পরিদর্শক ওয়াহিদুর রহমান লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
উক্ত ঘটনায় ওইদিনই কালিগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করে মামলা নাম্বার-১৮।

পরবর্তীতে সাতক্ষীরা সদর হাসপাতালে মেডিকেল অফিসার ডাক্তার আসাদুজ্জামান মেডিকেল অফিসার শিহাব উদ্দিন এবং ডাক্তার নাসির উদ্দিন সমন্বয় গঠিত বোর্ডের ময়নাতদন্তে শ্বাসরোধ করে হত্যার প্রতিবেদন আসে উক্ত প্রতিবেদনে প্রেক্ষিতে গত ২২/১০/ ২০২১ তারিখে কন্যা হত্যার বিচার চেয়ে বাবা জাহিদ হাসান বাদী হয়ে ৯ জনকে আসামী করে।

নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি হত্যা মামলা দায়ের করে মামলা নাম্বার-২৫ উক্ত মামলায় মামলার ১ নাম্বার আসামী পাথরডাঙ্গা গ্রামের মৃত পিয়ার আলীর পুত্র শফিকুল ইসলাম ওরফে সফিককে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মোরশেদ আলী মামলার অন্য আসামিরা এছাক গাজীর পুত্র মিজানুর রহমান(৪০), মৃত জিয়াদ আলী গাজীর পুত্র একাধিক চুরি ছিনতাই চাঁদাবাজি মামলার আসামি নেতা ফারুক(৪৫), তার ভাই রফিকুল ইসলাম রফিক (৩৬), জেহের শাহিনুর গাজী (৫৫), শফিকুলের স্ত্রী জয়নাব পারভীন মিজানুরের স্ত্রী কেয়া পারভীন এবং পিয়ার আলীর স্ত্রী রাশিদা বেগম ও রফিকুলের স্ত্রী নুরুন্নাহার সহ অজ্ঞাত আরও পাঁচ ছয় জনের নামে মামলা হয়।

উক্ত মামলায় মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের সখ্যতা তৈরি করে গ্রেফতার না করায় বাদীর অভিযোগের ভিত্তিতে মামলাটি বিজ্ঞ আদালত কর্তৃক সিআইডিতে ন্যস্ত হয়।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের ধলবাড়িয়ায় বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা বিএনপির কার্যক্রমকে গতিশীল করতে ১ ডজন সিদ্ধান্ত

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও স্বচ্ছ রাখতে গুরুত্বপূর্ণবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আহ্ছানিয়া মিশনের ৯০তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: আহ্ছানিয়া মিশন প্রতিষ্ঠার ৯০তম বর্ষপূতি উপলক্ষে ১৫ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বনজীবিদের দক্ষতা উন্নয়ন কর্মশালা
  • কালিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন
  • কালিগঞ্জের সাংবাদিক ফারুক রহমানের পিতার দাফন সম্পন্ন
  • কালিগঞ্জ উপজেলা প্রশাসন বাজার কমিটি ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা
  • কলারোয়ায় এই প্রথম অনুষ্ঠিত হলো ডে-নাইট ভলিবল টুর্নামেন্টে
  • কালিগঞ্জের বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা
  • সাতক্ষীরার কালিগঞ্জে ২৪ দিনে সড়কের কার্পেটিং শেষ
  • সাতক্ষীরার কালিগঞ্জে রাস্তা নির্মাণে অনিয়ম: তোপের মুখে কাজ বন্ধ
  • কালিগঞ্জে পলিথিনের বিকল্প ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের সাথে অ্যাডভোকেসি
  • কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
  • কালিগঞ্জে স্বামীর উপর অভিমান করে গৃহবধূর আ*ত্ম*হ*ত্যা
  • কালিগঞ্জে ১১ টি চোরাই সাইকেল উদ্ধার!চোরসহ আটক ৩