বুধবার, মে ১৪, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিনম্র শ্রদ্ধায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

সাতক্ষীরার কলারোয়ায় নানান কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, স্থানীয় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, গণকবরে পুষ্পমাল্য অপর্ণ ও বিশেষ দোয়া, আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শিক্ষার্থীদের ক্রীড়া অনুষ্ঠান, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, প্রীতি ফুটবল ম্যাচসহ বিভিন্ন কর্মসুচি পালন শেষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষে শনিবার (২৬ মার্চ) সকাল ৭টায় স্থানীয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে, গণকবরে পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।

উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষে পুষ্পমাল্য অপর্ণ করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় কাজী সাহাজাদা ও শাহানাজ নাজনীন খুকু, কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, পরিদর্শক হাফিজুর রহমান, পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুলসহ কাউন্সিলরবৃন্দ, উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক আলিমুর রহমানসহ নেতৃবৃন্দ এবং অন্যান্যরা।

মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর অশোর কুমার রায় ও থানার এসআই রেজাউল ইসলাম।

পুষ্প মাল্যদান শেষে স্থানীয় বলফিল্ডে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ প্রদর্শন করা হয়।

 

পরে উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বিভিন্ন কর্মসূচিতে সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব বিএম নজরুল ইসলাম, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, আ.লীগ নেতা মজনু চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা অমল কুমার সরকার, আইসিটি’র সহকারি প্রোগ্রামার মোতাহার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, রবিউল আলম মল্লিক রবি, পৌর আ.লীগের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে ডাক্তার শফিকুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির পক্ষে কমরেড আব্দুর রউফ, অধ্যাপক আবুল খায়ের, জাসদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষে প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক রুহুল আমিন, শরিফুল ইসলাম, শিক্ষক নেতা সাংবাদিক দীপক শেঠ, মোস্তফা বাকী বিল্লাহ শাহী, সাংবাদিক শামসুর রহমান লাল্টু, কলারোয়া প্রেসক্লাবের সহ.সভাপতি শেখ জাকির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, দপ্তর সম্পাদক সুজাউল হক, সদস্য সরদার জিল্লুর রহমান, প্রিমিয়ার ছাত্র সংঘের পক্ষে প্রধান উপদেষ্টা অস্ট্রেলিয়ান প্রবাসী এসএম আলতাফ হোসেন লাল্টু, সভাপতি ফুয়াদ হোসেন অভি, প্রেসক্লাবের (একাংশ) সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, শেখ জুলফিাকুরুজ্জামান জিল্লু, আসাদুজ্জামান আসাদ, জাহাঙ্গীর আলম লিটন, তরিকুল ইসলাম, পাবলিক ইনস্টিটিউট’র পক্ষে সাধারণ সম্পাদক এডভোকেট শেখ কামাল রেজা, শ্যামল, রিপোটার্স ক্লাবের পক্ষে জাকির হোসেন, আরিফুল হক চৌধুরী, গার্লস পাইলট হাইস্কুলের পক্ষে প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, সরকারি পাইলট হাইস্কুলের পক্ষে প্রধান শিক্ষক আব্দর রব, মডেল হাইস্কুলের পক্ষে প্রধান শিক্ষক রুহুল আমিন, আলিয়া মাদ্রাসার পক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বজলুর রহমান, মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন, সুজনের পক্ষে সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয় পতাকা উত্তোলন ও কচুকাওয়াজের ধারাভাষ্যে ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর অশোর কুমার রায়, কপাই সাধারণ সম্পাদক এডভোকেট শেখ কামাল রেজা, সহকারি অধ্যাপক রফিকুল ইসলাম ও মাস্টার শেখ শাহাজাহান আলী শাহিন।

বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ শেষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এদিকে, উপজেলার সকল ইউনিয়নে অনুরূপভাবে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। রাজনৈতিক সংগঠনসহ স্থানীয় সামাজিক, শিক্ষা ও অন্যান্য প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয় বলে জানা গেছে।

আরো ছবি..

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেরালকাতা ইউনিয়ন পরিষদের সমস্যা ও উন্নয়ন বিষয়ে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ার কেরালকাতা ইউনিয়ন পরিষদের সমস্যা ও উন্নয়নের বিষয়ে নিয়ে একবিস্তারিত পড়ুন

কলারোয়া সীমান্তে ৭ লক্ষ টাকার ভারতীয় ওষুধসহ বিভিন্ন পণ্য উদ্ধার

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে প্রায়বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেরালকাতায় মানব পাচার প্রতিরোধ কমিটির সভা

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ার কেরালকাতায় ইউনিয়ন পরিষদে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

  • কলারোয়া সীমান্তে ৭ লক্ষ টাকার ভারতীয় ওষুধসহ পণ্য উদ্ধার
  • কলারোয়া সীমান্তে ভারতীয় ওষুধ ও শাড়ি উদ্ধার
  • সীমান্ত অপরাধরোধে সাতক্ষীরায় বিজিবির সচেতনতা মূলক সভা
  • ‘সাতক্ষীরা জেলায় কোন ঘুষ চলবে না’ : ডিসি মোস্তাক আহমেদ
  • মালয়েশিয়ায় তালা-কলারোয়ার প্রবাসীদের সাথে মতবিনিময় সভায় সাবেক এমপি হাবিব
  • কলারোয়ায় প্রাইমারি স্কুল শিক্ষক সমিতির কমিটি।। সভাপতি কাঁকন, সম্পাদক মামুন
  • কলারোয়া সীমান্তে ৭ লক্ষাধিক টাকার ভারতীয় ওষুধ ও শাড়ি উদ্ধার
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মদসহ প্রায় ১২ লক্ষ টাকার মালামাল জব্দ
  • কলারোয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন
  • কলারোয়া সীমান্তে ভারতীয় ওষুধ ও শাড়ি উদ্ধার
  • কলারোয়ায় যুবদলের প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে ১১ লক্ষ টাকার ভারতীয় ঔষধ জব্দ