শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অদৃশ্য শক্তির ষড়যন্ত্র নস্যাতে ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান

সব ধরনের বিতর্কিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি সরকার গঠন করেছে-কিছু নেতাকর্মীর এমন ধারণায় দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আগামী নির্বাচন অনেক কঠিন হবে। অনেক ষড়যন্ত্র হচ্ছে, অদৃশ্য শক্তির ষড়যন্ত্র নস্যাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বুধবার চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালার সমাপনী বক্তব্যে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, কেউ যদি ভেবে থাকি আমাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ যাদের ভাবতাম তারা মাঠে এখন দুর্বল বা মাঠে নেই, সেটা ঠিক হবে না। সেই ভাবনাটি মাথা থেকে সরিয়ে ফেলতে হবে। কারণ ৩৫ বছরের রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে আমি বুঝি, রাজনৈতিক প্রতিপক্ষ যদি থাকত বা থাকতে পারত সে ক্ষেত্রে নির্বাচন যতটুকু কঠিন হতো; তার চেয়েও আরও বেশি কঠিন হবে আগামী দিনের নির্বাচন। অনেক অদৃশ্য শক্তি কাজ করছে। ষড়যন্ত্র কাজ করছে। বহু ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রকে যদি উপড়ে ফেলতে হয়, আমাদের ধৈর্য ধরতে হবে। আচার-আচরণে পরিবর্তন আনতে হবে।

তিনি বলেন, বিগত ১৬ বছর অনেক অত্যাচার-নির্যাতন সহ্য করেছেন আপনারা। সবাই মিলে সহ্য করেছি। ছোট ছোট ভুলের জন্য যাতে আমাদের এই বিসর্জন নষ্ট হয়ে না যায়, কষ্ট যাতে নষ্ট না হয় সে ব্যাপারে সচেতন থাকতে হবে। জনগণের সঙ্গে আছি। জনগণের সঙ্গেই থাকব। জনগণই আমাদের শেষ ভরসা।

তারেক রহমান আরও বলেন, আমরা মনে করি ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। সেই জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনা করতে চাই। আমরা তাদের কাছে যেতে চাই। তাদের বলতে চাই আমাদের দেশ পরিচালনার সুযোগ দিন। আমাদের সহকর্মীদের মনে সরকারে এসেছি বলে এক অদ্ভুত অনুভ‚তি এসেছে। আমরা এখনো বিরোধী দলে আছি। তিনি বলেন, তাদের বিভিন্ন আচরণের জন্য দল ক্ষতিগ্রস্ত হচ্ছে। দলের ইমেজ ক্ষুণ্ন হচ্ছে। চট্টগ্রামে কিছু কিছু ঘটনা ঘটেছে। আপনারা একেকজন বিএনপির প্রতিনিধি। আপনি যেখানে থাকেন আপনাকে বিএনপি বা অঙ্গসংগঠনের নেতা হিসাবে চেনে। আপনি যখন আপনার নিকটাত্মীয়-স্বজনের কাছে যান পরিচয় দেওয়ার পর যাতে আপনার সম্পর্কে নেতিবাচক ধারণা না হয়। আপনার কাজের দ্বারা যাতে দল ক্ষতিগ্রস্ত না হয়। আজ বিতর্কিত কথা বা আচরণ করলে ভোটের সময় আপনি তার কাছে যেতে পাারবেন না। কোন মুখে তার কাছে ভোট চাইবেন। দেশের মা-বোন বিএনপিকে ভোট দেন। ধানের শীষে ভোট দেন। আমরা বিশ্বাস করি না নিশিরাতের নির্বাচনে। ব্যালট চুরির নির্বাচনে। তাই জনগণকে সঙ্গে রাখুন।

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা দেশ পরিচালনার সুযোগ পেতে চাই। যদি সেটি পেতে চান মানুষের আস্থা অর্জন করতে হবে। দিন শেষে আমাদের মানুষের আস্থা ধরে রাখতে হবে। না হলে ভোট পাবেন না। আস্থা ধরে রাখার দায়িত্ব আপনার। ভোটে জিতলে আপনাকে কাজ করতে হবে ৩১ দফা বাস্তবায়নে।

কর্মশালায় তারেক রহমান প্রশ্নোত্তর পর্বে বলেন, দুর্নীতির মাধ্যমে ১৫ বছরে আমাদের দেশের ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে অবৈধভাবে পাচার হয়ে গেছে। ১৫ দিনের মধ্যেই তা আবিষ্কার হয়েছে। এর মানে ভেতরে আরও অনেক কিছু আছে। যদি ভেতরে আরও গভীরভাবে দেখা হয়, তাহলে দেখা যাবে, দেশের কয়েক বছরের বাজেটের টাকার সমান চলে গেছে। পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনতে হবে।

বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপি নেতা ইসমাইল জবিউল্যা, ডা. মওদুদ আলমগীর পাভেল, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, সুলতান সালাউদ্দিন টুকু, মো. হারুনুর রশীদ, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, রেহানা আক্তার রানু, তালুকদার খোকন, ড. মাহাদী আমিন, ব্যারিস্টার আবু সাইম, মাহমুদা হাবিবা, অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল, ইসরাফিল খসরু, আতিকুর রহমান রুম্মান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এবিএম মোশাররফ।

একই রকম সংবাদ সমূহ

ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিকবিস্তারিত পড়ুন

দুর্গাপূজাকে ঘিরে পার্শ্ববর্তী দেশ মিথ্যা প্রচার চালাচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন দুর্গাপূজাকে ঘিরে পার্শ্ববর্তী দেশ মিথ্যা প্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রবিস্তারিত পড়ুন

‘বাংলাদেশ-চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে’

বাংলাদেশ-চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদবিস্তারিত পড়ুন

  • পেনশন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
  • ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ : শেখ হাসিনাসহ দায়ীদের কঠোর শাস্তি চাইলেন নাহিদ
  • নির্বাচনী দায়িত্বে অবহেলা ও অপরাধের সাজা বাড়ছে
  • স্কুল-কলেজের সভাপতির পদ নিয়ে নতুন নির্দেশনা
  • ছাব্বিশের বইমেলা পঁচিশের ১৭ ডিসেম্বর শুরু
  • প্রধান উপদেষ্টার সঙ্গে ফখরুলসহ ৪ নেতা যুক্তরাষ্ট্রে কেন যাচ্ছেন, জানালেন শফিকুল
  • দিনে ভোট, রাতে নয় আমার ভোট আমি দেব : আফরোজা আব্বাস
  • পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে নিউইয়র্কে প্রধান উপদেষ্টার বৈঠক
  • উপদেষ্টা পরিষদ অনুমোদন দিল নির্বাচন সংক্রান্ত দুই অধ্যাদেশ
  • ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু
  • লি‌বিয়া থে‌কে আজ দেশে ফিরেছেন আরও ১৭৬ বাংলা‌দে‌শি
  • ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের কেউ