শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অল্প সময়েই জনপ্রিয়তায় শীর্ষে শ্যামনগরের ইউএনও রনী খাতুন

এবিএম কাইয়ুম রাজ: সাতক্ষীরার দক্ষিণ-পশ্চিম উপকূলীয় উপজেলা শ্যামনগরে অল্প সময়ের মধ্যেই আলোচনায় এসেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ রনী খাতুন। দায়িত্ব গ্রহণের পর থেকে কর্মদক্ষতা, মানবিকতা ও জনবান্ধব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সাধারণ মানুষের কাছে একজন জনপ্রিয় প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

২০২৪ সালের ১৪ নভেম্বর শ্যামনগর উপজেলায় যোগদান করেন ইউএনও রনী খাতুন। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি উন্নয়ন ও জনসেবাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ শুরু করেন। স্থানীয়রা জানান, উপজেলার রাস্তাঘাট সংস্কার, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, ধর্মীয় উপাসনালয়— মসজিদ, মন্দির ও মাদ্রাসায় সরকারি সহায়তা নিশ্চিত করার ক্ষেত্রে তার ভূমিকা প্রশংসিত হচ্ছে। পাশাপাশি বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছেন।

উপজেলা অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষের অভিজ্ঞতা নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন অনেকেই। অভিযোগ, পরামর্শ বা প্রয়োজনীয় দাবি নিয়ে কেউ গেলে ইউএনও রনী খাতুন মনোযোগ দিয়ে কথা শোনেন এবং দ্রুত সময়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন। এতে একদিকে যেমন মানুষের ভোগান্তি কমেছে, অন্যদিকে বেড়েছে প্রশাসনের প্রতি আস্থা।

শুধু প্রশাসনিক দায়িত্ব নয়, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেও তিনি নিজেকে প্রমাণ করেছেন। অসহায়, গরিব ও দুঃস্থ মানুষের জন্য নিয়মিতভাবে ঢেউটিন, কম্বল, খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করছেন তিনি। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার, অসুস্থ রোগী কিংবা দুর্ঘটনায় আহত ব্যক্তির পাশে দাঁড়ানোও এখন তার নিয়মিত কার্যক্রমের অংশ হয়ে দাঁড়িয়েছে। এসব মানবিক উদ্যোগে হতদরিদ্র মানুষের মুখে ফুটেছে হাসি।

শ্যামনগরের অনেক স্থানীয় ব্যক্তি মনে করেন, প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে এ ধরনের জনবান্ধব মনোভাব বিরল। তাদের ভাষায়, “মানুষের জন্য যে গুণাবলি থাকা দরকার, তার সবই রনী খাতুনের মধ্যে আছে। তিনি একজন সৎ, নিষ্ঠাবান এবং দায়িত্বশীল কর্মকর্তা।”

নিজের কর্মনীতি ও দর্শন সম্পর্কে ইউএনও রনী খাতুন বলেন, “সরকারি নীতিমালার মধ্যে থেকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করা এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই আমার প্রধান লক্ষ্য।”

অল্প সময়েই উন্নয়নকামী, মানবিক ও জনবান্ধব কর্মকাণ্ডের মাধ্যমে মোছাঃ রনী খাতুন শুধু প্রশাসনের একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবেই নয়, শ্যামনগরের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

যশোর বোর্ডের এসএসসি পরীক্ষার ১৪০ ভেন্যুকেন্দ্রের সবগুলোই বাতিল

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ১৪০টি ভেন্যুকেন্দ্রের সবগুলোই বাতিল করছে যশোর শিক্ষাবোর্ড। একইসঙ্গেবিস্তারিত পড়ুন

‘কেউ যেন বিএনপির নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে’ : তারেক রহমান

কেউ যেন বিএনপির নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে- সেবিস্তারিত পড়ুন

  • ৭৭টি অতি গুরুত্বপূর্ণ সংস্কারের মধ্যে বাস্তবায়িত হয়েছে ২৪টি : প্রেস সচিব
  • দুর্গাপূজা নিয়ে দেশে কোনো হুমকি বা চ্যালেঞ্জ নেই: ধর্ম উপদেষ্টা
  • মাটি খুঁড়তেই বেরিয়ে এলো হাঁড়িভর্তি ব্রিটিশ আমলের ধাতব মুদ্রা
  • আধুনিক বাংলাদেশের ভিত্তি স্থাপন করেছেন জিয়াউর রহমান: মির্জা ফখরুল
  • পিআর ইস্যুতে সিদ্ধান্ত নেবে জনগণ: সালাহউদ্দিন
  • যাদের সদ্যজন্ম কিংবা স্বাধীনতা প্রশ্নে ভিন্নমত ছিল তারাও আজ বিএনপির সমালোচনা করে- মির্জা ফখরুল
  • গায়ের জোরে দেশ শাসনের দিন শেষ: মিয়া গোলাম পরওয়ার
  • নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ: আইজিপি
  • নিম্নকক্ষ আসন ভিত্তিক, উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতিতে : বদিউল আলম মজুমদার
  • পেনশন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
  • ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ : শেখ হাসিনাসহ দায়ীদের কঠোর শাস্তি চাইলেন নাহিদ
  • নির্বাচনী দায়িত্বে অবহেলা ও অপরাধের সাজা বাড়ছে