শুক্রবার, আগস্ট ২২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া বাজারে ১৮ নৈশপ্রহরীকে রেইনকোট প্রদান

কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ১৮ জন নৈশপ্রহরীর মাঝে রেইনকোট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় বাজার ব্যবসায়ী সমিতির নিজস্ব কার্যালয়ে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ষায় নৈশপ্রহরীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সমিতি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এস এম শওকত হোসেন। তিনি বলেন,
“নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পর থেকেই আমরা বাজারের সার্বিক উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতে অগ্রাধিকার দিয়েছি। নৈশপ্রহরীদের বেতন বৃদ্ধি, ইউনিফর্ম ও রেইনকোট সরবরাহসহ নানাবিধ সুবিধা দেওয়া হয়েছে। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, বাজার এলাকা পরিচ্ছন্ন ও যানজটমুক্ত রাখতে কমিটি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। বাজারের ড্রেনসমূহ ইতোমধ্যে পরিস্কার করা হচ্ছে এবং এই কার্যক্রম চলমান রয়েছে। বেত্রাবতী নদীর ওপর কাঠের সেতু পুনর্নির্মাণ করা হয়েছে, যা সাধারণ মানুষের যাতায়াতকে সহজ করেছে। এছাড়া উপজেলা মোড় থেকে সরকারি কলেজ পর্যন্ত সড়কের যানজট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।

সভাপতি শওকত হোসেন ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান যেন কেউ রাস্তার উপর ময়লা না ফেলে। তিনি আরো বলেন
“বাজার ও রাস্তার পরিবেশ নষ্ট করলে প্রশাসনের সহায়তায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম। এছাড়াও সমিতির সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

নতুন রেইনকোট পেয়ে নৈশপ্রহরীরা সন্তোষ প্রকাশ করেন এবং বাজার কমিটির প্রতি কৃতজ্ঞতা জানান। একজন নৈশপ্রহরী বলেন,
“বৃষ্টি হলে কাজ করা কষ্টকর হয়ে যেত। এখন রেইনকোট পেয়ে নিরাপদে কাজ করতে পারব। এই সহযোগিতায় আমরা অনেক খুশি।”

বাজার ব্যবসায়ী সমিতির বর্তমান কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকেই বাজার উন্নয়নে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে। পরিস্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, অবকাঠামো উন্নয়ন—সব ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

সততা-নিষ্ঠা দিয়ে মানুষের মন জয় করতে হবে: জামায়াত নেতা ইজ্জত উল্লাহ

আসাদুজ্জামান ফারুকী: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও তালা-কলারোয়ার জামায়াত সমর্থিতবিস্তারিত পড়ুন

বৃষ্টির মাঝেও থেমে নেই কলারোয়া বাজারের পানি নিস্কাশন ব্যবস্থার সংস্কার কাজ

জাহাঙ্গীর হোসেন : দিনভর টানা বর্ষণ উপেক্ষা করে কলারোয়া পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা,বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সিন্ডিকেটের মাধ্যমে খাতা বিক্রয়সহ দুর্নীতির অভিযোগ

কে এম আনিছুর রহমান, কলারোয়া (সাতক্ষীরা): সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে সভা ও র‌্যালি
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে নানা বিষয়ের প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ায় মৎস্য সপ্তাহ পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছি‌ ফুটবল টুর্নামেন্টে স্বাগতিকরা ফাইনালে
  • কলারোয়ার যুগিখালীতে বিএনপির ওয়ার্ড সম্মেলনে ধানের শীষে ভোট প্রার্থনা
  • কলারোয়ায় সাংবাদিক আব্দুর রহমান মোটরসাইকেল দু/র্ঘ/ট/না/য় আ/হ/ত
  • কলারোয়ায় খালেদা জিয়ার জন্মদিনে দোয়ানুষ্ঠান
  • কলারোয়ায় শিবিরের দায়িত্বশীল কর্মশালা
  • কলারোয়ায় গভীর রাতে শেখ মুজিবের প্রতিকৃতিতে পুষ্পমাল্য, অতঃপর..
  • বিএনপি দু’শোর অধিক সিট নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে : সাবেক এমপি হাবিব
  • কলারোয়ায় বালু উত্তোলন করায় ৭০ হাজার টাকা জরিমানা