কলারোয়ায় আর্সেনিক ঝুঁকিমুক্ত ইউনিয়ন কুশোডাঙ্গা
নিজস্ব প্রতিনিধি : কলারোয়ায় জিওবি ইউনিসেফ প্রকল্পের আর্সেনিক ঝুঁকি নিরসণে কমিউনিটির সক্ষমতা বৃদ্ধি এবং সকলের জন্য নিরাপদ পানি নিশ্চিতকরণ প্রকল্পের ইউনিয়ন ফেইজ আউট মিটিং অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং এনভায়রনমেন্ট এন্ড পপুলেশন রিসার্চ সেন্টার (ইপিআরসির) আয়োজনে ২ বছর মেয়াদী প্রকল্পের সার্বিক আলোচনা সভা শেষ হয়। ফেইজ আউট-মিটিং সভায় (ইপিআরসি) এরিয়া ম্যানেজার আহসান কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা জনস্বাস্থ্য সহকারী ইঞ্জিনিয়ার মুনিরুজ্জামান, ইপিআরসি প্রোগ্রাম পরিচালক তোফায়েল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন ইপিআরসি প্রকল্প মনিটারিং অফিসার (ঢাকা) আবু জাহিদ শিপন, কয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সোহেল রানা, কুশোডাঙ্গা প্যানেল চেয়ারম্যান আহসান হাবীবসহ বিভিন্ন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, ইউপি সদস্যবৃন্দ। সভায় ৪ টি ইউনিয়নের মধ্যে কুশোডাঙ্গাকে আর্সেনিক ঝুঁকিমুক্ত মুক্ত ইউনিয়ন ঘোষণা ও সনদ দেওয়া হয়।
এছাড়া নিরাপদ পানি ব্যবহার, উন্নত স্যানিটেশন, স্বাস্থ্যবিধি অনুশীলন বিবিধ বিষয়ে পরিকল্পনা সভা ও উন্মুক্ত আলোচনা করা হয়েছে। সবশেষে প্রকল্পের সাথে যুক্ত সদস্যদের কাজের দক্ষতা আর্সেনিক মুক্ত ঘোষণায় সার্টিফিকেট ও ক্রেস্ট পুরস্কার প্রদান করা হয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)