কলারোয়ায় নানান আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২২’ উৎযাপিত
কলারোয়ায় যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানান কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২২’ উৎযাপিত হয়েছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) প্রত্যুষে তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি ভবন, দোকান ও প্রতিষ্ঠান সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শুক্রবার(১৬ ডিসেম্বর) সকাল ৭টায় মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
সকাল সাড়ে ৭ টায় স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা পরিষদের পক্ষে উপেজলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস, নবাগত সহকারি কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, পৌর সভার পক্ষে পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, থানা প্রশাসনের পক্ষে থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা, ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত) বাবুল আক্তার, কলারোয়া সরকরি কলেজের পক্ষ্য অধ্যক্ষ প্রফেসর এস,এম আনোয়ারুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের
পক্ষে সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, সাধারন সম্পাদক আলিমুর রহমান, সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল, উপজেলা যুবলীগের পক্ষে ভাইস
চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনিন খুকু, সাধারন সম্পাদক আসাদুজ্জামান তুহিন, মাসুমুজ্জামান মাসুম, কলারোয়া প্রেসক্লাবের পক্ষে সভাপিত শিক্ষক দীপক শেঠ, সাধারন সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাধারন সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারন সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, দপ্তর
সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, আজমল হোসেন বাবু, অপর অংশের প্রবীন সাংবাদিক মোসলেম আলী, আব্দুর রহমান, সহকারী অধ্যপক কে,এম আনিছুর রহমান,
রিপোটার্স ক্লাবের পক্ষে সভাপতি আজাদুর রহমান খাঁন চৌধুরী পলাশ, সাংবাদিক জাকির হোসেন, সাংবাদিক আরিফুল হক চৌধুরী, পৌর প্রেসক্লাবের সাংবাদিক জুলফিকার আলী, জাহাঙ্গীর হোসেন, পাবলিক ইনস্টিটিউটের পক্ষে সভাপতি শেখ সহিদুল ইসলাম, সাধারন সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজা, সাংবাদিক দীপক শেঠ, নিয়াজ খান, মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষে শিক্ষক নেতা প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, মোস্তফা বাকী বিল্লাহ শাহী, শিক্ষক দীপক শেঠ, সরকারি পাইলট হাইস্কুলের পক্ষে প্রধান শিক্ষক আ: রব, সহকারি প্রধান শিক্ষক আব্দুর রকিব, গার্লস পাইলট হাইস্কুলের পক্ষে প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষে প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষে প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, সহকারি প্রধান শিক্ষক
রফিকুল ইসলাম, মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষে প্রধান শিক্ষক রুহুল আমিন, ফ্রেন্ডস স্পোটিং ক্লাবের পক্ষে সভাপতি আব্দুর রশিদ কচি, সাধারন সম্পাদক
জাহিদুর রহমান খাঁন চৌধুরী জাহিদ, শেখ আমানুল্লাহ
ডিগ্রী কলেজের পক্ষে উপাধ্যক্ষ রেজাউল ইসলাম, বঙ্গবন্ধু মহিলা কলেজ অধ্যক্ষ মাহাবুবর রহমান, সহকারী অধ্যাপক রামাকান্ত সনকার, সহকারী অধ্যাপক তপন কুমার, প্রিমিয়র ছাত্র সংঘেরর পক্ষে সভাপতি আফজাল ফোয়াদ অভি, সাধারন সম্পাদক ইমদাদুল হক মিলন, সাংবাদিক সংস্থার সভাপতি কামরুজাজামান, সহ শিশু ল্যাব: নিন্ম মাধ্যমিক বিদ্যালয়, এম,আর ফাউন্ডেশন, জাতীয় পাটি,ওয়ার্কাস পার্টি, জাসদ, সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক,
সামাজিক, ব্যবসায়ীক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করা হয়।
পরে কলারোয়া পাইলট হাইস্কুল ফুটবল মাঠের পার্শ্বে
শহীদ বীর মুক্তিযোদ্ধাদের কবরে পুষ্পমাল্য অর্পণসহ কবর জিয়ারত ও রুহের মাগফেরাত কামনা করা হয়। সকাল সাড়ে ৮ টায় ফুটবল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে বাংলাদেশ পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস, বিএনসিসি, স্কাউটস, রোভার স্কাউটস, গার্লস গাইড,কাবদল সহ বিভিন্ন শবক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন শেষে পুরস্কার বিতরন করা হয়।
সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
এর আগে ১৫ ডিসেম্বর সকালে শিশুদের রচনা প্রতিযোগীতা, মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাংকন প্রতিযোগীতাসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুষ্পমাল্য অর্পন অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা শুভ্রাংসু শেখর দাস।
কুচকাওযাজ সহ মাঠের সকল কার্যক্রম পরিচালনায় ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা শুভ্রাংসু শেখর দাস, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম ও মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)