সোমবার, অক্টোবর ২৭, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার চন্দনপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন।। ফজলু সভাপতি, মন্টু সেক্রেটারি, মগু সাংগঠনিক

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ার ৭নং চন্দনপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে চন্দনপুর ইউনাইটেড কলেজের হলরুমে স্থানীয় ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

চন্দনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক সরদারের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-০১ (তালা-কলারোয়া) আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
তিনি তার বক্তব্যে বলেন, জনগণ হাসিনার দুঃশাসনকে বাংলাদেশ থেকে বিতারিত করেছে। সকলে ঐক্যবদ্ধ হয়ে দলকে সংগঠিত করতে সংঘবদ্ধভাবে জিয়াউর রহমানের আদর্শ আর খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দলকে এগিয়ে নিতে হবে।
ধানের শীষে ভোট প্রার্থনা করে তিনি বলেন- ঐক্যবদ্ধ, একতা, শৃঙ্খলা সম্মিলিত প্রচেষ্টা ও সবাই কাঁধে কাঁধ মিলিয়ে তারেক রহমানের জন্য ভোট চাইতে হবে।
তিনি আরো বলেন, ধানের শীষে ভোট দিবেন। আগামি দিনে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন আর আমরা দু’শোর অধিক সিট নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবো ইনশাল্লাহ। এজন্য সবাই মিলেমিশে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন, সাধারণ মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, সালাম দিতে হবে। ভোট চাইতে হবে। আওয়ামী লীগের মতো আচরণ করা যাবে না। আগামীতে ভোট হবে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ।, দিনের ভোট রাতে হবে না। দিনের ভোট দিনই হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। কেবলমাত্র নিজের ভোট রক্ষা করলে চলবে না মা-বোনদের ভোটও রক্ষা করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও তালা কলারোয়া সংসদীয় আসনের সাংগঠনিক টিম প্রধান আবুল হাসান হাদী।

তিনি বলেন, সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আগামি নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ রইছ উদ্দিন, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল কাদের বাচ্চু, সাবেক যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক।

সম্মেলন অনুষ্ঠানে বিএনপি নেতা ফারুক আনছারী ও প্রভাষক আরিফ মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন চন্দনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক আশরাফুজ্জামান মন্টু, আশরাফুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা গোলাম কিবরিয়া, ছাত্রদল সভাপতি আহসান ঈমাম বাপ্পি, জিয়াউর রহমান প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় পর্বে চন্দনপুর ইউনিয়ন বিএনপি’র সম্মেলনে ০৯টি ওয়ার্ড বিএনপির কমিটির মতামতের ভিত্তিতে সভাপতি পদে ফজলুল হক সরদার, সাধারণ সম্পাদক পদে আশরাফুজ্জামান মন্টু, সাংগঠনিক সম্পাদক পদে আশরাফুল ইসলাম মগু নির্বাচিত হয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছিতে রাতব্যাপী ১৬দলীয় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

হাবিবুর রহমান সোহাগ: কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কেঁড়াগাছি ফুটবল মাঠে সোনামাটি যুববিস্তারিত পড়ুন

কলারোয়ায় কপাই ফুটবল টুর্নামেন্টে শ্যামনগরের শিরোপা জয়

কলারোয়ায় কপাই ফুটবল টুর্নামেন্টের শিরোপা জয় করলো শ্যামনগর ফুটবল একাডেমি। শনিবার (২৫বিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাছ ধরতে গিয়ে আর বাড়ি ফেরা হল না কিশোর নয়নের

সাতক্ষীরায় ভগ্নিপতির সাথে মাছ ধরতে গিয়ে আর বাড়ি ফেরা হল না কিশোরবিস্তারিত পড়ুন

  • কলারোয়া ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন শ্যামনগর
  • কলারোয়ায় হাবিবুল ইসলাম কলেজে মতবিনিময় সভায় কলেজ পরিদর্শক
  • শেখ হাসিনার গাড়িবহর মামলায় খালাসের রায়ে কলারোয়ায় বিএনপির আনন্দমিছিল
  • কলারোয়ায় শিশুর অধিকার সম্পর্কে আলোচনা সভা
  • কলারোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শ্যামনগর
  • কলারোয়ায় দুই মেয়ের পর তৃতীয় মেয়ের জন্ম, নবজাতককে পানিতে ফেলে হ*ত্যা, মা আটক
  • কলারোয়ার নাথপুর দিঘিরকান্দা থেকে সেগুন ও মেহগনি গাছ ও জ্বালানী কাঠ চুরি!
  • কলারোয়ার ওফাপুর মাঠপাড়া মাঝের খাল পুন:সংস্কারের উদ্বোধন
  • কলারোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ধুলিহর
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার
  • কলারোয়ায় তিন ইউনিয়নের ৪টি ওয়ার্ডে মহিলা দলের সমাবেশ
  • কলারোয়ায় সীমান্ত বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে ফলজ বৃক্ষের চারা বিতরণ