শুক্রবার, জুলাই ৪, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার স্বাস্থ্য বিভাগের চেহারা পাল্টানো বিদায়ী টিএইচও’র মতবিনিময়

কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান বদলি হয়েছেন শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে। বুধবার (৯ মার্চ) ছিলো কলারোয়ায় তার শেষ কর্মদিবস। এদিন তিনি মতবিনিময় করলেন সাংবাদিকদের সাথে।

২০১৯ সালের ৩১ ডিসেম্বর কলারোয়ায় যোগদান করেন ডাক্তার জিয়াউর রহমান। ২ বছর ২ মাস ১০ দিনের দায়িত্ব পালনকালে তার কর্মযজ্ঞতা নিয়ে মতবিনিময়ে তিনি বলেন, ‘এখানে যোগদান করে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছিলাম, শেষ কর্মদিবসেও মতবিনিময় করে যাচ্ছি। সকলের সহযোগিতায় কলারোয়া হাসপাতালসহ উপজেলার স্বাস্থ্য খাতকে পরিমার্জন করার চেষ্টা করছি। বৈশ্বিক মহামারী কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার প্রদত্ত নির্দেশনা বাস্তবায়নের চেষ্টা করেছি। প্রাতিষ্ঠানিক, অবকাঠামো, সেবার পাশাপাশি উপজেলা স্বাস্থ্য দপ্তরের আমূল পরিবর্তনসহ প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করেছি।’

তিনি আরো বলেন, গতকাল পর্যন্ত ২ লক্ষ ৬ হাজার ২৮৫ জনকে করোনা টিকার ১ম ডোজ দেয়া হয়েছে। জনসংখ্যার হিসেবে যা সাতক্ষীরা জেলার অন্য উপজেলার মধ্যে শীর্ষ, শতকরা ৭৩ ভাগ আর ১২বছরের শিশু ধরলে ৯৯ ভাগ। ২য় ডোজ ৬২ ভাগ আর বুস্টার ডোজ চলমান।

ডাক্তার জিয়াউর রহমান বলেন, হাসপাতালে ডিজিটাল এক্সরে মেশিনে, টিবি রোগিদের জিন এক্সপার্ট বিভাগ স্থাপন, র্যাঙ্কিংয়ে দেশের শীর্ষ ৪ এ অবস্থান, অপারেশন (ওটি) কার্যক্রম শুরু, ফুল, বনজ ও ফলজ গাছ গাছালি রোপণ করা, আবাসিক কম্পাউন্ড আলাদা করা, যা অচিরেই কাজ শুরু হবে, হাসপাতালের গেটের সামনের ক্যানেল পুনরুদ্ধার করে প্রাচীর নির্মাণের প্রক্রিয়া চলমান রয়েছে। সার্বিক কার্যক্রমে সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, বর্তমান ও সাবেক উপজেলা চেয়ারম্যান, ইউএনও, সাংবাদিক, পুলিশ, ইউনিয়ন পর্যায়ে জনপ্রতিনিধিসহ অনেকেই সহযোগিতা করেছেন।

অনুষ্ঠানে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শফিকুল ইসলাম ও মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ- এমওডিসি) ডাক্তার গাজী আশিক বাহার বক্তব্য রাখেন।

ডাক্তার শফিকুল ইসলাম ও ডাক্তার গাজী আশিক বাহার বলেন, নতুন মসজিদ স্থাপন, স্বাস্থ্য কমপ্লেক্সের গেট, রাস্তা, ডিজিটাল নামফলক, রাতে ভুতুড়ে অবস্থা কাটিয়ে হ্যালোজেন লাইটে আলোর ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন, ফুলের বাগান, সিসি ক্যামেরা স্থাপন করা, ডাক্তার ও স্বাস্থ্যসেবার তালিকা, সুশাসন নিশ্চিত করা, হাসপাতালের জরুরি বিভাগের আধুনিকরণ, বহি:বিভাগসহ অবকাঠামোগত উন্নয়ন, বিষ খাওয়া রোগিদের ওয়াশ শেড স্থাপন, নতুন শয্যা, বাজেট, সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম, কোয়ার্টার, পুকুর পাড় সংস্কার, নতুন চেয়ার টেবিল সংযোজন, টিকিট কাউন্টার ও ফার্মাসি পৃথকীকরণ, হেল্প ডেস্ক কর্নার স্থাপন, ইপিআই কর্নারে, শিশু ও গর্ভবতী ডেস্ক, কমিউনিটি ক্লিনিক, ইপিআই ভ্যাকসিন, ইন্টারনেট আওতায়, কনফারেন্স রুম, অফিস টাইম মেইন্টেন নিশ্চিতকরণ, স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশের মধ্যে কলারোয়া উপজেলা স্বাস্থ্য দপ্তরের অবস্থান চতুর্থ, নতুন এম্বুলেন্স, সিজারিয়ান অপারেশনসহ স্বাস্থ্য সেবা দিতে গিয়ে সার্বিক পরিবেশ পরিবর্তন করেছেন বিদায়ী ইউএইচ এন্ড এফপিও ডাক্তার জিয়াউর রহমান।

মতবিনিময়ে আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, এসএম জাকির হোসেন, প্রভাষক আরিফ মাহমুদ, সরদার জিল্লুর রহমান, আরিফুল হক চৌধুরী, মোর্তাজা হাসান, ফারুক হোসেন রাজ, এসএম ফারুক হোসেন, জাহিদুল ইসলামসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত এবং কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবে সম্পৃক্ত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া সরকারি কলেজে শিবিরের বৃক্ষরোপন কর্মসূচি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কলারোয়া সরকারি কলেজ শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে।বিস্তারিত পড়ুন

নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্য কলারোয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

কৃষি ও কৃষকের উন্নয়ন, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন, প্রদর্শনীসহ নানান সময়োপযোগীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় চক্ষু সেবা শিবির বাস্তবায়নে মতবিনিময় সভা

শেখ শাহাজাহান আলী শাহীন: কলারোয়ায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের আয়োজনে জেলা সমন্নিত চক্ষু সেবাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ঔষুধ ফার্মেসীতে টাস্কফোর্স এর অভিযান : ৩০ হাজার টাকা জরিমানা
  • কলারোয়ায় শিম চাষে স্বাবলম্বী যুগিখালীর সাত্তার সানা
  • কলারোয়ায় আইসক্রিম ফ্যাক্টরিতে ট্যাক্সফোর্সের অভিযান
  • কলারোয়ার ধানদিয়ায় ৮ দলীয় ফুলবল টুর্নামেন্টে সরসকাটি চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় কলেজ শিক্ষক-কর্মচারী সমাবেশ ও মতবিনিময় সভা
  • কলারোয়ায় নব্বই দশকের ছাত্রনেতাদের মিলনমেলার প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার ধানদিয়া হাইস্কুল ফুটবল মাঠে ফাইনাল খেলায় সরসকাটি জয়ী
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিকদের সাথে ড্র আটুলিয়ার
  • কলারোয়ায় অনুষ্ঠিত হলো উৎসবমুখর রথযাত্রা উৎসব
  • কলারোয়ায় বিএনপি’র লিফলেট বিতরণ করলেন সাবেক মেয়র আক্তারুল
  • কলারোয়ায় শহর প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে প্রায় ১০ লক্ষ টাকার ভা*রতীয় মালামাল জব্দ