শনিবার, মে ৪, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জমি নিয়ে আলোচিত সেই সোনাভান বিবি’র মৃত্যু ।। লাশ উদ্ধার

কলারোয়ায় জমি নিয়ে আলোচিত সেই সোনাভান বিবি (৬৫) মারা গেছেন। মৃত্যু নিয়ে অভিযোগের ভিত্তিতে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।

শনিবার (২৯ আগস্ট) বেলা দেড়টার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের দক্ষিন বহুড়া গ্রামে ভাইপোর বাড়িতে তিনি মারা যান (ইন্নালিল্লাহে ওয়া ইন্নালিল্লাহে রাজিউন)।
তিনি ওই গ্রামের মৃত হাজের বিশ্বাসের কন্যা।

এদিকে, সোনাভান বিবির মৃত্যুর পর দাফন প্রস্তুতির সময় তার মৃত্যু অস্বাভাবিক হয়েছে এমনটি দাবি করে মরহুমার ভাইপো রফিকুল ইসলামের অভিযোগের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম সেখানে উপস্থিত হন। সত্যতা নিরুপণের লক্ষ্যে পুলিশ পরে সোনাভান বিবির লাশ সেখান থেকে থানায় নিয়ে আসে।

অভিযোগকারী রফিকুল ইসলাম জানান, ‘আমার ফুফু তার আরেক ভাইপো ইসরাফিলের বাড়িতে থাকতেন। সেখানে তার মৃত্যু হয়। তার মৃত্যু স্বাভাবিক মনে না হওয়ায় আমি থানা পুলিশের সাহায্য চেয়েছি।’

এদিকে, মরহুমার আরেক ভাইপো ইসরাফিল ও জাহাঙ্গীর আলম জানান, ফুপু দীর্ঘদিন যাবত টিবি সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি সাতক্ষীরার ডাক্তার মামুনুর রশীদের কাছ থেকে চিকিৎসা নিতেন ও ঔষধ খেতেন। শনিবার বেলা দেড়টার দিকে তিনি মারা যান।’
তারা অভিযোগ করে আরো বলেন, ‘জমিজমা সংক্রান্ত বিরোধ থাকায় আমাদের চাচাতো ভাইয়েরা ফুপুর মৃত্যু নিয়ে বিভ্রান্তি করছেন।’

শনিবার রাত ১০টার দিকে এ রিপোর্ট লেখার সময় কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস জানান, ‘অভিযোগের ভিত্তিতে লাশ ময়না তদন্তের লক্ষ্যে সাতক্ষীরায় মর্গে প্রেরণের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।’

উল্লেখ্য, ভাইপোদের নামে জমি লিখে দেয়া বা জমি লিখে নেয়ার ঘটনায় মাস কয়েক আগে আলোচনায় আসেন সোনাভান বিবি। মামলা, আটকের ঘটনাও ঘটেছিলো।
তখন ভাইপোরা দাবি করেন যে, ফুপু সোনাভান স্বেচ্ছায় তাদের জমি লিখে দিয়েছেন।
আর সোনাভান বিবি জমি রেজিষ্ট্রি করে দেওয়ার প্রায় মাস দুয়েক পরে অভিযোগ করেছিলেন যে, ভাইপোরা কৌশলে জমি লিখে নিয়েছেন। রেজিস্ট্রি বাতিল, জমি ফেরতের দাবি করা হয়েছিলো।
এমনকি প্রতারণাসহ ওই ঘটনার জেরে কলারোয়া থানায় দায়েরকৃত মামলায় এক ভাইপোকে পুলিশ আটক করেছিলো। কিছুদিন কারাগারে থেকে তিনি বর্তমানে জামিনে আছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার অপরূপ পুরাকীর্তি শ্যামসুন্দর মঠ-মন্দির, সংরক্ষণে নেই কার্যকরী উদ্যোগ

শেখ জিল্লু : প্রকৃতির সাথে পুরাকীর্তি যাদের সমানভাবে আকর্ষণ করে তাদের আসতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় তৃষ্ণার্তদের মাঝে শরবত ও পানি বিতরণ করলো ‘মানবতার কল্যাণে আমরা ফাউন্ডেশন’

কলারোয়ায় প্রচন্ড তাপদাহে তৃষ্ণার্ত সাধারণ মানুষের মাঝে ঠান্ডা শরবত ও পানি বিতরণবিস্তারিত পড়ুন

কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে ৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা

দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে ৯ প্রার্থী মনোনয়নপত্র জমাবিস্তারিত পড়ুন

  • হিট ষ্ট্রোকে আতঙ্কে আছেন কলারোয়ার পোল্ট্রি খামারীরা
  • কলারোয়ায় ক্লাইমেট- স্মার্ট প্রযুক্তির মাধ্যমে কৃষিতে পরিকল্পনা প্রনয়ণ ও মূল্যায়ন কর্মশালা
  • ৮ মাস বন্ধ কলারোয়ার বেত্রবতী সেতু নির্মাণ কাজ, ভাঙা সেতু দিয়ে ঝুঁকিতে পারাপার
  • একই দিনে কলারোয়ার দেয়াড়া হাইস্কুলে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের যোগদান
  • কলারোয়ায় কৃষির জলবায়ু পরিবর্তন প্রকল্পের কর্মশালা
  • কলারোয়ায় আস্থা প্রকল্পের যুব ফোরামের ত্রৈমাসিক সভা
  • ‘কলারোয়ায় শুদ্ধাচার ও ভদ্র রাজনীতির সূচনা করতে চাই’: স্বপন এমপি
  • কলারোয়ায় ইলেকট্রিশিয়ান ও ভ্যান শ্রমিক ইউনিয়নের মে দিবস উদযাপন
  • কলারোয়ায় তৃষ্ণার্ত পথচারীদের পানি ও স্যালাইন দিলেন স্বপন এমপি
  • কলারোয়ার পালপাড়া গণহত্যা দিবসে গভীর শ্রদ্ধায় শহীদদের স্মরণ
  • কলারোয়ায় ঔষধ ব্যববসায়ীদেরকে নিয়ে জনসচেতনামূলক সভা
  • ২১ বছরর মধ্যে সাতক্ষীরায় সর্বোচ্চ ৪২.২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড