কলারোয়ায় টিসিবি পণ্য বিক্রি কার্যক্রমে সাংবাদিকদের সাথে মতবিনিময়
কলারোয়ায় টিসিবি পণ্য সরবরাহ ও বিক্রি কার্যক্রমে ইউএনও’র সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১৯ মার্চ) বিকাল সাড়ে ৪ টায় ইউএনও কার্যালয়ে ্ওই সভাটি অনুষ্ঠিত হয়।
সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী জানান, সরকারের নির্দেশনায় ্উপজেলার ১২ টি ইউনিয়ন সহ ১টি পৌর সভায় অসহায়-দুস্থদের মাঝে স্বল্প মূল্যে পণ্য বিক্রয়ের লক্ষ্যে তালিকা প্রণয়ন করা হয়েছে। টিসিবি পণ্য বিক্রয়ে প্রকাশিত ক্যালেন্ডার অনুযায়ী তালিকাভূক্ত কার্ডধারী কলারোয়া পৌরসভায়-১১০৭ জন, ইউনিয়ন ভিত্তিক যথাক্রমে, জয়নগর- ৪৪৫, জালালাবাদ- ৬০০, কয়লা- ৩৮০, লাঙ্গলঝাড়া -৪৫১, কেঁড়াগাছি- ৮০০, সোনাবাড়িয়- ৭৫৬, চন্দনপুর- ৯৩৮, কেরালকাতা- ৭০৫, হেলাতলা- ৬৯৪, কুশোডাঙ্গা- ৬৫৩, দেয়াড়া- ৬৩৩ ও যুগিখালী ইউনিয়নে ৪৫৮ জন সহ মোট ৮৬২০ জন অসহায়-দুস্থ ব্যক্তি তালিকাভ’ক্ত হয়েছেন।
তিনি আরো জানান, উপজেলার ৭ জন সরকার কতৃক অনুমোদিত টিসিবি ডিলারদের কাছ থেকে উপকারভোগীরা পবিত্র রমজান মাসের মধ্যে দুই কিস্তিতে স্বল্পমূল্যে ২ কেজি চিনি (প্রতি কেজি ৫৫ টাকা), ২ কেজি মুসুর ডাল (প্রতি কেজি ৬৫ টাকা) ও ২ লিটার সোয়াবিন তেল (প্রতি লিটার ১১০ টাকা) মোট- ৪৬০ টাকা প্যাকেজ মূল্যে পণ্য ক্রয় করতে পারবেন। পৌরসভা ও উপজেলা ব্যাপি টিসিবি ডিলারদের পণ্য বিক্রয় কার্যক্রমে পরিচালনায় উপজেলার বিভিন্ন দপ্তরের ১৩ জন অভিজ্ঞ কর্মকর্তাদেরকে ট্যাগ অফিসার হিসাবে নিয়োগ (দায়িত্ব) দেয়া হয়েছে। আগামীকাল রবিবার (২০ মার্চ) সকাল ৮ টায় পৌরসভার কার্ডধারীদের উপজেলা পরিষদ চত্বর ও জালালাবাদ ইউনিয়নের কার্ডধারীদের সিংহলাল আদর্শ দাখিল মাদ্রাসা চত্বরে কার্যক্রম উদ্বোধন শেষে পণ্য বিক্রয় করা হবে বলে জানা যায়।
আগামী ২৪ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত পর্যায়ক্রমে ইউনিয়ন ভিত্তিক প্রণীত তালিকা অনুযায়ী বিক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক ও শিক্ষক দীপক শেঠ, সাংবাদিক সহকারী অধ্যাপক কে,এম,আনিছুর রহমান, জাকির হোসেন, সরদার জিল্লুর রহমান, অরিফুল হক চৌধুরী, জুলফিকার আলী, ফারুক হোসেন রাজ, তরিকুল ইসলাম, ফারুক হোসেন, অফিস স্টাফ আ: মান্নান,আকাশ সহ ডিলার ওহিদুজ্জামান, ডিলার রফিকুল ইসলাম ও সাংবাদিকবৃন্দ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)