শুক্রবার, আগস্ট ২২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী

কলারোয়ায় পেশাজীবী ক্রিকেট টুর্নামেন্টে পুলিশ একাদশ চ্যাম্পিয়ন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষ্যে সাতক্ষীরার কলারোয়ায়ায় পেশাজীবী টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে থানা পুলিশ একাদশ।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামানের নেতৃত্বে থানা একাদশ ২৭ রানে ইউএনও জুবায়ের হোসেন চৌধুরীর নেতৃত্বাধীন একাদশকে পরাজিত করে।

শনিবার (১২ মার্চ) বিকেলে সরকারি পাইলট হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজিত ৪ দলীয় পেশাজীবী ওই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

টসে জিতে কলারোয়া থানা একাদশ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
তারা নির্ধারিত ১৮ ওভারের খেলায় ১৭ ওভার ২ বল খেলে সবকটি উইকেট হারিয়ে ১৭৮ রান করতে সক্ষম হয়।
দলের পক্ষে তুষার ২৬ বলে ৪৮ রান, সাব্বির ২৪ বলে ৪৩ রান, আশিক ৭ বলে ২৪ রান ও রুহুল ১০ বলে ২১ রান করেন।

বোলিংয়ে উপজেলা প্রশাসনের পক্ষে রাজিব ৪ ওভারে ৪ উইকেট, আশরাফুল ৪ ওভারে ২ উইকেট এবং সোহেল ও রনি ১টি করে উইকেট লাভ করেন।

১৭৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একাদশ নির্ধারিত ওভারে ৮ উইকেট ১৫১ রান করতে সক্ষম হয়।

ফলে থানা একাদশ ২৭ রানে বিজয়ী হয়।

ইউএনও একাদশের পক্ষে আসাদ ৪২ বলে ৬৯ রান, আশরাফুল ১৬ বলে ২০ রান, লিটন ১১ বলে ১৫ রান, রনি ৬ বলে ১৩ রান করেন।

বোলিংয়ে পুলিশ একাদশের শামীম ৪ ওভার বল করে ২৬ রান দিয়ে ৩ উইকেট, সৌরভ ৪ ওভার বল করে ২৯ রান দিয়ে ২ উইকেট, সাব্বির ৩ ওভার বল করে ২৪ রান দিয়ে ১ উইকেট লাভ করেন।

ম্যাচ ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের সাব্বির।
ম্যান অফ দ্যা টুর্নামেন্ট ও সুবর্ণ অর্ধশত রান করায় দুটি পুরস্কার পান রানার্সআপ দলের অল রাউন্ডার আসাদ।
৪টি অসাধারণ ক্যাচ তালুবন্ধি করায় বিশেষ পুরস্কার লাভ করেন রানার্সআপ দলের মাসুদ পারভেজ মিলন।
অপরদিকে, প্রথম ম্যাচের ম্যান অফ দ্যা ম্যাচ আবু তাহের, ২য় ম্যাচের ম্যান অব দ্যা ম্যাচ রিয়াদকেও পুরস্কৃত করা হয়।

খেলাটি পরিচালনা করেন সাজু হালদার ও মিয়া ফারুক হোসেন স্বপন।

স্কোরারের দায়িত্বে ছিলেন সাজেদুল করিম তপু। বোর্ড স্কোরার ছিলেন সাঈফ ও রনি।

বাংলায় ধারাভাষ্য দেন সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম ও মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন।
ইংরেজিতে ধারাভাষ্য দেন সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল।

পড়ন্ত বিকেলে অসংখ্য দর্শক খেলা উপভোগ করেন।

খেলায় অংশগ্রহণ, উপভোগ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী, থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা, পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান, সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, সাবেক ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলাম, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, সাংবাদিক শিক্ষক দীপক শেঠ, প্রভাষক আরিফ মাহমুদ, কলারোয়া নিউজের ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান রনি, সাংবাদিক সোহাগ হোসেন, জাহাঙ্গীর হোসেন, মোর্তাজা হাসান, ক্রীড়া সংগঠক নাজমুল হাসনাইন মিলন প্রমুখ।

উল্লেখ্য, পেশাজীবী এই ক্রিকেট টুর্নামেন্টে ৪টি দল অংশগ্রহণ করে। তারা হলো- উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীর নেতৃত্বাধীন উপজেলা প্রশাসন একাদশ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামানের নেতৃত্বাধীন কলারোয়া থানা একাদশ, কলারোয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শফিকুল ইসলামের নেতৃত্বাধীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একাদশ ও মাহফুজ হোসেনের নেতৃত্বাধীন কলারোয়া ব্যাংকার্স একাদশ।

আগামি ঈদের পর ৮টি দল নিয়ে অনুরূপভাবে পেশাজীবী ক্রিকেট টুর্নামেন্টের২য় আসরের আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী।

একই রকম সংবাদ সমূহ

সততা-নিষ্ঠা দিয়ে মানুষের মন জয় করতে হবে: জামায়াত নেতা ইজ্জত উল্লাহ

আসাদুজ্জামান ফারুকী: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও তালা-কলারোয়ার জামায়াত সমর্থিতবিস্তারিত পড়ুন

বৃষ্টির মাঝেও থেমে নেই কলারোয়া বাজারের পানি নিস্কাশন ব্যবস্থার সংস্কার কাজ

জাহাঙ্গীর হোসেন : দিনভর টানা বর্ষণ উপেক্ষা করে কলারোয়া পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা,বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সিন্ডিকেটের মাধ্যমে খাতা বিক্রয়সহ দুর্নীতির অভিযোগ

কে এম আনিছুর রহমান, কলারোয়া (সাতক্ষীরা): সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে সভা ও র‌্যালি
  • কলারোয়া বাজারে ১৮ নৈশপ্রহরীকে রেইনকোট প্রদান
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে নানা বিষয়ের প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ায় মৎস্য সপ্তাহ পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছি‌ ফুটবল টুর্নামেন্টে স্বাগতিকরা ফাইনালে
  • কলারোয়ার যুগিখালীতে বিএনপির ওয়ার্ড সম্মেলনে ধানের শীষে ভোট প্রার্থনা
  • কলারোয়ায় সাংবাদিক আব্দুর রহমান মোটরসাইকেল দু/র্ঘ/ট/না/য় আ/হ/ত
  • কলারোয়ায় খালেদা জিয়ার জন্মদিনে দোয়ানুষ্ঠান
  • কলারোয়ায় শিবিরের দায়িত্বশীল কর্মশালা
  • কলারোয়ায় গভীর রাতে শেখ মুজিবের প্রতিকৃতিতে পুষ্পমাল্য, অতঃপর..
  • বিএনপি দু’শোর অধিক সিট নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে : সাবেক এমপি হাবিব
  • কলারোয়ায় বালু উত্তোলন করায় ৭০ হাজার টাকা জরিমানা