শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে সমাধানের উদ্যোগে বিভিন্ন প্রতিযোগিতার পুরষ্কার বিরতণ

যশোরের কেশবপুর উপজেলার সাতাইশকাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে সমাধান সংস্থার উদ্যোগে পল্লী কর্ম-সংস্থান ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শিশু-কিশোরদের কবিতা আবৃত্তি, রচনা, চিত্রাংকন, হামন-নাথ প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল ২৫ আগস্ট বিকালে অনুষ্ঠিত হয়েছে।

পাঁজিয়া ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি মাওঃ কফিল উদ্দিনের সভাপতিত্বে ও সমাধানের সিনিয়র ম্যানেজার রোম্য উপস্থাপক কবি মুনছুর আলীর সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, রাজনগর বিএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত কুমার কুন্ডু, সাতাইশকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ ও মুক্তিযোদ্ধা অলোক দে।

ধানের চারা রোপনকে কেন্দ্র করে বিরোধ, কৃষক আহত

যশোরের কেশবপুরের কোমরপোল গ্রামে আমন ধানের চারা রোপনকে কেন্দ্র করে বিরোধে হামলায় আজিম উদ্দিন (৩০) নামে এক কৃষক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় আজিমের ভাই নাসির উদ্দিন বাদী হয়ে আসামীদের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেছে।


কেশবপুর থানায় অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার কোমরপোল গ্রামের মৃত কেরামত সরদারে পূত্র আজিম উদ্দিনের সাথে আমন ধানের চারা রোপনকে কেন্দ্র করে সম্প্রতি একই গ্রামের মৃত আব্দুস সাত্তারের পূত্র শাসছুল হক, শাহজালাল, আনোয়ার হোসেন, মইনুল ইসলাম ও আবু বক্কার এর সাথে বিরোধ সৃষ্টি হয়। তারই জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ২৫ আগস্ট ১২ টার দিকে পার্শ্ববর্তী আব্দুল মজিদের ওল ক্ষেতে আজিম উদ্দিনের উপর তারা হামলা চালায়। এলাকাবাসি মারাত্মক আহতাবস্থায় আজিম উদ্দিনকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করে।
এব্যাপারে থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন জানান, কোমরপোল গ্রামে কৃষক আহতের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি, যা তদন্ত পূর্বক আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলকোটে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালিত

যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদের পরিচালনায় মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ২৬ আগস্ট দুপুরে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মঙ্গলকোট ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন, সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান শাহাদৎ হোসেন, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, সাংগঠনিক সম্পাদক সাগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্তো ও দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইকবাল, সাধারণ সম্পাদক মমতাজ খাতুন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মিনু রানী হালদার, সাংগঠনিক সম্পাদক রেহেনা ফিরোজ, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগনেতা আব্দুল কাদের বিশ্বাস, আলী আহসান বাচ্চু, মুনছুর আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আব্দুল গফ্ফার, মঙ্গলকোট ইউনিয়ন যুবলীগের আহবায়ক আল আলাল দিলু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের শেখ আসাদ, ইউপি সদস্য নাদিরা বেগম প্রমুখ।

হাসানপুরে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালিত

কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ওবায়দুর রহমান ওহাবের সভাপতিত্বে ও যুগ্ম-েআহবায়ক সিরাজুল ইসলামের পরিচালনায় বগা আর এন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ২৫ আগস্ট সন্ধ্যায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান শাহাদৎ হোসেন, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এস এম বাবর আলী ও উপজেলা যুবলীগের আহবায়ক বি এম শহিদুজ্জামান শহিদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগনেতা জি এম আলতাফ হোসেন, হাসানপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক তুহিন রেজা, হাসানপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রায়হান সুমন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

মনিরামপুরে পিকআপের ধাক্কায় ইজিবাইক চালক নিহ*ত, আহ*ত ৩

হেলাল উদ্দিন : যশোরের মনিরামপুরে মাছ বহনকারী একটি পিকআপ ভ্যানের ধাক্কায় আব্দুলবিস্তারিত পড়ুন

দুর্ঘটনায় যশোরের রাজগঞ্জের যুবকের মৃ*ত্যু

হেলাল উদ্দিন : দুর্ঘটনায় আহত শান্ত চিকিৎসাধীন অবস্থায় ৬দিন পর হাসপাতালে মৃত্যুবিস্তারিত পড়ুন

শার্শায় তারুণ্যের পিঠা উৎসব অনুষ্ঠিত

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): উৎসব মূখর পরিবেশে গ্রাম বাংলার বিলুপ্ত হওয়াবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন
  • বেনাপোলে দুই বছর পর কবর থেকে বিএনপি নেতার লা*শ উত্তোলন
  • ভিসা জটিলতায় ফাঁকা বেনাপোল ও ভোমরা ইমিগ্রেশন!
  • শার্শায় ৪৬তম জাতীয় প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন
  • মনিরামপুরে প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার সময় দুর্ঘটনায় প্রেমিকার মৃ*ত্যু
  • যশোরের রাজগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন
  • কলারোয়ায় সরিষার ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত মৌচাষিরা
  • ভারতে এইচএমপিভি ভাইরাস শনাক্ত, বেনাপোল ইমিগ্রেশনে নেই কোনো সতর্কতা
  • সমাজে আদাব শিষ্টাচার, ভালোগুণের দুর্ভিক্ষ চলছে : শায়খ আহমাদুল্লাহ
  • একদল যায়, আরেক দল এসে লুটে খায়: মিজানুর রহমান আজহারী
  • শার্শায় ইউনিয়ন বিএনপি’র কমিটি গঠন।। সভাপতি সাহেব আলী, সম্পাদক রবি
  • একমাত্র কন্যার ভবিষ্যতের জন্য স্বামীর সঙ্গে সংসার করার দাবিতে সাতক্ষীরায় গৃহবধূর সংবাদ সম্মেলন