মঙ্গলবার, মে ২১, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কোভিড-১৯: সাতক্ষীরায় যৌনকর্মীদের জীবন ও জীবিকা শীর্ষক অ্যাডভোকেসি সভা

সাতক্ষীরায় ‘কোভিড-১৯: যৌনকর্মীদের জীবন ও জীবিকা নিয়ে আমাদের ভাবনা’ শীর্ষক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টায় সাতক্ষীরা সমাজ সেবা অধিদপ্তরের কনফারেন্স রুমে দ্য গ্লোবাল ফান্ড/সেভ দ্য চিলড্রেন এর সহায়তায় বেসরকারি সংস্থা লাইট হাউজ এই সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক দেবাশীষ সরদার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শফিউল আযম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান।

বক্তব্য রাখেন সেভ দ্য চিলড্রেন এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (এইচআইভি/এইড্স) সেলিমা সুলতানা।

মূল বক্তব্য উপস্থাপন করেন লাইট হাউজের উপ-নির্বাহী প্রধান কে এস এম তারিক।

তিনি বলেন, সাতক্ষীরা জেলায় ৫১৫ জন ভাসমান যৌনকর্মী আছে। এদের মধ্যে ২২৫ জন করোনা পরিস্থিতিতে ক্ষতির শিকার হয়েছে। ফলে তারা খেয়ে না খেয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। এছাড়া ত্রাণ সহায়তা গ্রহণের ক্ষেত্রে তাদের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা জাতীয় পরিচয়পত্রের সমস্যা। নারী যৌন কর্মীরা কোভিড-১৯ এর কারণে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ বিভিন্ন ধরনের সমস্যায় আছে। এ কারণে তাদের উপার্জন এবং স্বাস্থ্য দুটির উপরেই নেতিবাচক প্রভাব পড়ছে। এর ফলে তাদের উপার্জন অনেক হ্রাস পেয়েছে।

সভায় অতিথিবৃন্দ আলোচনায় অংশ নিয়ে বলেন, সমাজে যারা এই পেশায় এসেছে তারা কেউ স্বেচ্ছায় আসেনি। কাজেই তারা যেন কেউ অনাহারে না থাকে সেজন্য সরকার কাজ করে যাচ্ছে।

বক্তারা বলেন, যৌন কর্মীদের জন্য একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা প্রয়োজন। যেনো তারা নিজেদের উপার্জন জমা করতে পারে।

বক্তারা আরও বলেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্য দিয়ে যৌন কর্মীদের জন্য সহযোগিতার হাত বড়িয়ে দিতে হবে। এছাড়া বর্তমান পরিস্থিতিতে তাদের বিকল্প আয়ের সাথে যুক্ত করে সমাজের মূলধারায় নিয়ে অসার চেষ্টা করা যেতে পারে।

অ্যাডভোকেসি সভায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, যৌন কর্মীসহ ২৫ জন অংশ নেন।
সূত্র: পত্রদূত

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা “নারী ও কিশোরীদের স্বাস্থ্য এবং সুরক্ষা” প্রকল্পের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জি.এম আবুল হোসাইন, সাতক্ষীরা: ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে “নারী ও কিশোরীদের স্বাস্থ্যবিস্তারিত পড়ুন

দেবহাটায় সিভিএ গ্রুপের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা ৩টি ইউনিয়নের সিভিএ গ্রুপের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণবিস্তারিত পড়ুন

দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ গ্রহণের প্রস্তুতি, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে সামগ্রী

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচন আজ। শতভাগ স্বচ্ছ, জবাবদিহিতা মূলক নির্বাচনবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে উন্নয়ন কার্যক্রমের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিকরণ বিষয়ক মতবিনিময়
  • কলারোয়ায় বোরো ধান-চাল ক্রয় কার্যক্রমের উদ্বোধন
  • সাতক্ষীরা পৌরসভায় সংবর্ধনা ও মতবিনিময় সভায়- আ. ফ. ম রুহুল হক এমপি
  • বর্ষণের ভয়ে কলারোয়ায় বাড়তি ধান কাটা খরচ যোগাতে স্বল্প মূল্যে ধান বিক্রি
  • কলারোয়ায় বড়-ছোটোর লড়াইয়ে ‘লাল্টু’ নিশ্চিত উপজেলা চেয়ারম্যান!
  • সাতক্ষীরায় দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান
  • দেবহাটায় উপজেলা পরিষদ নির্বাচনে ভোটযুদ্ধ হবে মুজিবর-আলফা-রফিকুল
  • তালা উপজেলা পরিষদ নির্বাচন প্রচার শেষ, কাল দ্বিতীয় ধাপে ভোট
  • কালিগঞ্জে চিংড়িতে অপদ্রব্য পুশের সংবাদ সংগ্রহ করতে যেয়ে ৩ সংবাদকর্মী অবরুদ্ধ ও লাঞ্ছিত
  • সাতক্ষীরায় আইআরআই’র আয়োজনে ‘তর্কে বিতর্কে উপজেলা নির্বাচন’ নির্বাচনী বিতর্ক’
  • তালায় চিংড়ি মাছ প্রতীকের নির্বাচনী জনসভা
  • আশাশুনি পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন