বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা: পোশাককে দুষলেন এমপি রাঙ্গা

ঢাকা বোট ক্লাবে চিত্রনায়িকা পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় তার পোশাককে দোষ দিয়েছেন জাতীয় পার্টির নেতা ও রংপুর-১ আসনের সংসদ সদস্য (এমপি) মসিউর রহমান রাঙ্গা। বাংলাদেশের কেউ পরীমণির মতো কাপড় পরে কি না, সেই প্রশ্নও তুলেছেন তিনি।

বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের বিশ্লেষণধর্মী অনুষ্ঠানে এসব কথা বলেন মসিউর রহমান রাঙ্গা। এসময় ধর্ষণকাণ্ডের মতো ঘটনায় যদি তার দলের কেউ থাকে তাকে আইনের আওতায় দিতে বলেছেন তিনি।

দোষ প্রমাণ হলে তার যদি মৃত্যুদণ্ডও হয়, এ বিষয়ে তিনি কিছু বলবেন না।

অনুষ্ঠানে পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার খবরটি গণমাধ্যমে ফলাও করে প্রচার করেছে ইঙ্গিত দিয়ে মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘তার কথায় বিচার হবে? সাক্ষী লাগবে না? সিসি ক্যামেরা আছে, কোন জায়গায় নাই? সব জায়গায় সিসি ক্যামেরা আছে। ’

অনুষ্ঠানে প্রশ্নকারীর উদ্দেশে রাঙ্গা বলেন, ‘আল্লাহ না করুক, এটা যদি আপনার ওপর হতো, সবার আগে এগিয়ে আসতাম আমি। কারণ, আপনার কথা বলা, চলা সবকিছুই বাংলাদেশের… আমরা যে বাঙালি ললনা বলি, আপনি তার মধ্যে আছেন।

আপনাকে তো আমরা কোনো দিন এই অবস্থায় দেখি নাই। কোনো সাংবাদিক মহিলাকে আমি এই অবস্থায় দেখি নাই। এসব কাপড় চোপড়… আমার মোবাইলে কে যেন পাঠাইসে। ’
রাঙ্গা আরও বলেন, ‘সে নায়িকা, বাংলাদেশে কি ওই কাপড় পরে কোনো… ছবি আছে? এমন তো কোনো ছবি নাই।

এটা তো সেন্সর বোর্ডে কাট করে দেবে। একটা নারীর ভূষণ নিয়ে অবশ্যই কথা বলার জায়গা আছে। আমিও চাই নাসির যদি অন্যায় করে থাকে, হি স্যুড বি পানিশড অনডাউডেটলি। আমার এখানে কোনো ভুল নাই। কিন্তু এটা প্রমাণ করতে হবে; সে এটা করেছে।

সিসি ক্যামেরা বলবে। বহু কিছু আছে গর্ভনমেন্ট’র তথ্য প্রযুক্তির মধ্যে। এর মধ্যে প্রমাণ হয়ে যাবে দুধ কা দুধ, পানি কা পানি। এটা হোক, এটা আমরাও চাই যে, আসল ঘটনা বের হোক।

অনুষ্ঠানে পরিবহনে ধর্ষণ ও নারীর শ্লীলতাহানির প্রশ্নে রাঙ্গা বলেন, ‘যদি এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে কেউ জড়িত থাকে, আমি স্পষ্ট ভাষায় বলছি, তাদের আইনের আওতায় দিয়ে দেন। আইন যদি দেখে কেউ এটা করেছে, এসব প্রমাণ করার অনেক কিছু আছে, যদি এটা প্রমাণ হয়-সে দোষী, আর সেই দোষে তার মৃত্যুদণ্ডও হয় আমরা একটা আন্দোলনও তার জন্য করবো না। একটা কথাও সেই শ্রমিকের জন্য বলবো না। এটা শুধু আমি নয়, শাহজাহান খানের দায়িত্ব নিয়েও বলছি, তিনিও এ ব্যাপারে কোনো কথা বলবেন না। বলতে দিব না আমি। ’

প্রতিনিয়ত এমন ঘটনা ঘটছে। কয়েকটি অঞ্চলের উদাহরণ দিয়ে রাঙাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমাদের কাছে আসলেই না আমরা এ ব্যাপারে কথা বলবো। আমাদের কাছে না এসে তারা যাচ্ছে পুলিশের কাছে। আমাকে দেন না, কোন গাড়িতে এসব হচ্ছে সেই গাড়ির নম্বর দেন। দেখেন আমি ব্যবস্থা নেই কি না। ’

এদিকে, ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে চিত্রনায়িকা পরীমণির দায়ের করা মামলায় গ্রেফতার নাসির উদ্দিন মাহমুদের মুক্তি দাবি করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে দাঁড়িয়ে নাসির উদ্দিনকে ওই অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার দাবি করেন তিনি।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাংসদ টিপু বলেন, ‘গত কয়েকদিন ধরে একজন চিত্রনায়িকা ও আমাদের প্রেসিডিয়াম সদস্যকে নিয়ে ঘটনা দেখছি। নাসির উদ্দিনকে আমি প্রায় ৩৫ বছর ধরে চিনি। প্রায় ছাত্র অবস্থা থেকে। সে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সরকারকে খাজনা দেয়। ওই ক্লাবে যে নায়িকা গিয়েছিলেন, তারা তো অভিনয় করতে জানেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম তাকে কোলে করে একটা গাড়িতে তোলা হচ্ছে। তাদের এই সমস্ত দিকে লক্ষ্য রেখে আমি সরকারের কাছে আবেদন রাখবো, আইন আইনের মতো চলবে। অবিলম্বে নাসির মাহমুদকে যাতে এই ইসের থেকে অব্যাহতি দেওয়া হয়। আইন চলবে, তাকে যেন মুক্তি দেওয়া হয়। ’

গত ৮ জুন উত্তরার কাছের বিরুলিয়ায় ঢাকা বোট ক্লাবে পরীমণিকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় আবাসন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ, অমিসহ ছয়জনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন এই চিত্রনায়িকা। মামলায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের কেউ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরাবিস্তারিত পড়ুন

ফিলিস্তিনের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করল বাংলাদেশ

কাতারের সার্বভৌম ভূখণ্ডে ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এই হামলাকেবিস্তারিত পড়ুন

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩০.৮৯ বিলিয়ন ডলার

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সামান্য বেড়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সোমবার (১৫ সেপ্টেম্বর)বিস্তারিত পড়ুন

  • ট্রাইব্যুনালের বিচারকাজে আমরা সন্তুষ্ট : নাহিদ
  • ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন পেল ৩৭ প্রতিষ্ঠান
  • পদ্মা সেতুতে গাড়ি থামানো ছাড়াই স্বয়ংক্রিয় টোল আদায়
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আরো গভীর করতে চান প্রধান উপদেষ্টা
  • ৭ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার
  • প্রবাসীরা পোস্টাল ব্যালটে কীভাবে ভোট দেবেন, জানালেন ইসি
  • নতুন বেতন কাঠামোতে যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে
  • সহিংসতার অভিযোগে ৫ বাংলাদেশি শিক্ষার্থীকে ফেরত পাঠাচ্ছে ভারত
  • কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা
  • ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে ‘মহোৎসবের নির্বাচন’: প্রধান উপদেষ্টা
  • ১২ অক্টোবর থেকে দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন
  • নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে: প্রধান উপদেষ্টাকে কমিশন চেয়ারম্যান