বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাকিস্তানে গণতন্ত্র এখন ‘সর্বকালের সর্বনিম্ন’ পর্যায়ে: ইমরান খান

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান বলেছেন, পাকিস্তানে গণতন্ত্র এখন সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এমন অভিযোগ করেন তিনি।

সম্প্রতি আল কাদির খান ট্রাস্ট মামলায় গ্রেফতারের দুই দিন পর জামিনে মুক্তি পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এর পর প্রথমবারের মতো ওই বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন তিনি।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক্সক্লুসিভ ইন্টারভিউয়ে পিটিআই প্রধান পাকিস্তানের বর্তমান গণতন্ত্রের অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। দুঃখ প্রকাশ করে তিনি বলেছেন, পাকিস্তানে এখন গণতন্ত্র ‘সর্বকালের সর্বনিম্ন’ পর্যায়ে রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জামিনে মুক্তি পাওয়ার পর প্রথম বিশদ সাক্ষাৎকারে ইমরান খান জনগণের অধিকার ও স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য আদালতকে দেশের ‘একমাত্র ভরসা’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, কেবল বিচার বিভাগেই তার বিশ্বাসের প্রতিফলন ঘটেছে।

পিটিআই চেয়ারম্যান বলেন, ‘গণতন্ত্র সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। আমাদের একমাত্র আশা বিচার বিভাগ।’

ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খান গত বছরের এপ্রিলে সংসদে অনাস্থা ভোটে ক্ষমতা হারান। তার পর থেকেই আগাম নির্বাচনের দাবিতে বড় বড় সমাবেশ ও অন্যান্য কর্মসূচি পালন করে আসছিলেন তিনি।

পিটিআই নেতা সম্প্রতি তাকে পুলিশি হেফাজতে নেওয়ার পর নিজের কষ্টদায়ক অভিজ্ঞতাও শেয়ার করেন সাক্ষাৎকারে। তিনি বর্ণনা করেছেন- কীভাবে তার বাসভবনে দুইবার পুলিশ অভিযান চালিয়েছিল।

তিনি বলেছেন, এর মধ্যে একটি অভিযানের সময় কর্তৃপক্ষ তার স্ত্রীর উপস্থিতিতে তার বাড়ির দরজা জোরপূর্বক ভেঙে ফেলেছিল এবং এটিকে নিজের জন্য একটি ‘অভূতপূর্ব এবং অস্থির পরিস্থিতি’ বলে অভিহিত করেন তিনি।

পাকিস্তানে গণতন্ত্রের অবনতিশীল অবস্থার উপর জোর দিয়ে সাবেক প্রধানমন্ত্রী জানিয়েছেন, তার বিরুদ্ধে প্রায় ১৫০টি মামলা দায়ের করা হয়েছে। এত বিশাল সংখ্যক মামলা এর আগে দেশের অন্য কোনো রাজনীতিবিদের বিরুদ্ধে দায়ের করা হয়নি।

সরকার নির্বাচনে ভয় পাচ্ছে অভিযোগ করে খান বলেন, তারা (ক্ষমতাসীন জোট) বিশ্বাস করে যে, নির্বাচনে একটি উল্লেখযোগ্য পরাজয়ের সম্মুখীন হবে তারা।

‘সরকার নির্বাচনের ভয়ে ভীত এবং তারা নির্বাচনে পিটিআইয়ের মাধ্যমে নিশ্চিহ্ন হওয়ার আশঙ্কা করছে,’ বলেন ইমরান খান।

একই রকম সংবাদ সমূহ

৭ রানে অলআউট হয়ে বিব্রতকর বিশ্বরেকর্ড

টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে ক্রিকেট পরিধি ছড়িয়েছে বেশ। কিন্তু এর ফলে অনেক আনাড়িবিস্তারিত পড়ুন

ভারতে মসজিদ ঘিরে সংঘর্ষ, ৪০০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২৫

ভারতের উত্তরপ্রদেশের সামভালে একটি মসজিদে জরিপকে কেন্দ্র করে সহিংসতায় পুলিশের গুলিতে চারবিস্তারিত পড়ুন

ভিক্ষা না করার মুচলেকা দিয়ে হজ-ওমরায় যেতে হবে পাকিস্তানিদের

সৌদি আরবে গিয়ে ভিক্ষাবৃত্তি ঠেকাতে নিজ নাগরিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে পাকিস্তান।বিস্তারিত পড়ুন

  • যে দেশে কয়েদির বেতন কারারক্ষী ও শিক্ষকের চেয়েও বেশি
  • দেড় ঘণ্টার ভিডিওতে হাসিনাকে নিয়ে একটি কথাও বলেননি ট্রাম্প
  • পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে বন্দুক হামলায় নিহত ৩৮
  • বাংলাদেশের ১০০ শিক্ষার্থীকে স্কলারশিপ দেবে পাকিস্তান
  • আগামী নির্বাচনের সময় জানালেন উপদেষ্টা সাখাওয়াত
  • জনবল সংকট : দক্ষ কর্মী ভিসার সংখ্যা বাড়াচ্ছে জার্মানি
  • জ্বালানি তেল নিয়ে সুসংবাদ, নেপথ্যে চীন
  • বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে কাজ করবে ভারতীয় মার্কিনিরা!
  • আন্তর্জাতিক বাজারে আরো কমলো জ্বালানি তেলের দাম
  • হাত কাঁপছিলো-কপাল ঘর্মাক্ত, কালিমা পাঠ শেষেই হেসে উঠলেন
  • সোলেইমানি হত্যার বিচার নিশ্চিত করার অঙ্গীকার তেহরানের
  • বাংলাদেশ-পাকিস্তান সমুদ্র যোগাযোগ চালু, উদ্বিগ্ন ভারত