বিপজ্জনক যে ৭ অ্যাপ ভুলেও ডাউনলোড করবেন না
হ্যাকারদের কারণে এখন নিজের স্মার্টফোনটি সুরক্ষিত রাখা বেশ চ্যালেঞ্জিং বিষয় হয়ে উঠেছে। তবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা যাতে ক্ষতিকর অ্যাপ থেকে দূরে থাকতে পারেন, তার জন্য সচেষ্ট গুগল।
তাই এবার ক্ষতিকর সাতটি অ্যাপকে সরিয়ে ফেলা হলো গুগল প্লে স্টোর থেকে। সঙ্গে ব্যবহারকারীদের সতর্ক করা হলো, তারা যেন ভুল করেও এসব অ্যাপ ডাউনলোড না করেন।
আসলে একাধিক অ্যাপের মাধ্যমে ‘ত্রোজন’ জোকার ম্যালওয়্যার অজান্তেই আপনার স্মার্টফোনে প্রবেশ করছে বলে জানিয়েছে সাইবার বিশেষজ্ঞরা। কখন পাসওয়ার্ড হাতিয়ে আপনার অ্যাকাউন্ট খালি করে দেবে, আপনি টের পাবেন না। আর যখন জানতে পারবেন অনেক দেরি হয়ে যাবে।
সে কারণেই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের বিপদ থেকে রক্ষা করতে সাতটি অ্যাপ সরিয়ে দেওয়া হয়েছে প্লে স্টোর থেকে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন অ্যাপগুলো বিপজ্জনক হয়ে উঠেছে।
১. নাও QR কোড স্ক্যান (Now QR code Scan)
২. ইমোজি ওয়ান কিবোর্ড (EmojiOne Keyboard)
৩. ব্যাটারি চার্জিং অ্যানিমেশনস ব্যাটারি ওয়ালপেপার (Battery Charging Animations Battery Wallpaper)
৫. ড্যাজলিং কিবোর্ড (Dazzling Keyboard)
৬. ভলিউম বুস্টার লাউডার সাউন্ড ইকুয়ালাইজার (Volume Booster Louder Sound Equalizer)
৭. ক্লাসিক ইমোজি কিবোর্ড (Classic Emoji Keyboard)
এ অ্যাপগুলো আপনার স্মার্টফোনে থাকলে এখনই ডিলিট করে ফেলুন। পাশাপাশি জেনে রাখুন কীভাবে ত্রোজন জোকার ম্যালওয়্যারের হাত থেকে বাঁচবে আপনার ফোন। আর অজানা কোনো সোর্স থেকে কোনো অ্যাপ ডাউনলোড না করাই ভালো। সেইসঙ্গে যে অ্যাপগুলো কম সংখ্যায় ডাউনলোড হয়েছে, সেগুলোও এড়িয়ে চলুন।
অ্যাপ ডাউনলোড করার সময় বিস্তারিত তথ্যে অনেক সময় অনেক বানান এবং ইংরেজি লেখায় ভুল থাকে। সেগুলো ডাউনলোড না করাই ভালো। ছয় মাস ধরে ডাউনলোড করা কোনো অ্যাপ ব্যবহার না করে থাকলে তা এখনই ডিলিট করে ফেলুন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)