বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাতীয় সংসদ নির্বাচন

যশোর-৬ এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান

সোহেল পারভেজ, কেশবপুর: যশোরের কেশবপুরে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন এবি পার্টির দলীয় কার্যালয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় যশোর-৬ (কেশবপুর) আসনে দলটির সংসদ সদস্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসন থেকে ব্যারিস্টার মাহমুদ হাসানের নাম সংসদ সদস্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
উপজেলা এবি পার্টির আহবায়ক নুরুল ইসলাম রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ব্যারিস্টার খান আজম। বিশেষ অতিথির বক্তৃতা করেন, এবি পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ইয়ামিনুর রহমান। শুভেচ্ছা বক্তৃতা করেন, এবি পার্টির যশোর জেলা যুগ্ম আহবায়ক ব্যারিস্টার মাহমুদ হাসান। সভায় বক্তারা বলেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার জন্য ও জনগণের সেবক হিসেবে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে এবি পার্টি কাজ করছে’।
কে এই ব্যরিষ্টার মাহমুদ হাসান? যশোরের কেশবপুর উপজেলার বরনডালি গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান মাহমুদ হাসান। তার পিতা এ্যাডঃ এম, আব্দুল কাদের, প্রাক্তন সংসদ ও জেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্ত্রানের জনক। তার সহধর্মীনী ডাঃ সুমনা শারমিন খান একজন চিকিৎসক (MBBS)।
মাহমুদ হাসান ব্যারিস্টার-অ্যাট-ল ডিগ্রী অর্জন ছাড়াও দুইটা বিষয়ে স্নাতক (অনার্স) এবং তিনটি বিষয়ের উপর স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রী অর্জন করেন।
তিনি যশোর জেলা স্কুল থেকে মাধ্যমিক এবং রাজশাহী কলেজ, রাজশাহী থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাইকেল মধুসুদন (এম.এম) বিশ্ববিদ্যালয় কলেজ থেকে হিসাববিজ্ঞানে স্নাতক (বি.কম, অনার্স) এবং স্নাতকোত্তর (এম.কম) ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ইংল্যান্ড চলে যান ব্যরিষ্টার ডিগ্রী অর্জনের উদ্দেশ্যে। তিনি ইংল্যন্ডের সিটি, ইউনিভার্সিটি অব লন্ডন থেকে বার প্রফেশনাল ট্রেনিং কোর্স (বি.পি.টি.সি) এবং মিডল টেম্পল থেকে কল টু দ্য বার (ব্যারিস্টার-অ্যাট-ল) অর্জন করেন। এছাড়াও তিনি সিটি, ইউনিভার্সিটি অব লন্ডন থেকে লিগ্যাল প্রাকটিশ কোর্স (এল.পি.সি) সম্পন্ন করে ইংল্যান্ড এবং ওয়েলস্ এর উচ্চ আদালতে আইনজীবি হিসেবে যোগদান করেন। তিনি জানুয়ারি ২০২৩ সালে চার্টার্ড লিগ্যাল এক্সিকিউটিভ, কমিশনার ফর ওখস, সাইলেক্স (CILEX Fellow) প্রাকটিশনার হন। তিনি ইউনিভার্সিটি অব হাডার্সফিল্ড থেকে আইন বিষয়ে (এল.এল.বি) অনার্স ডিগ্রি এবং লিভারপুল জন মুরস ইউনিভার্সিটি থেকে ব্যবসা ও বাণিজ্যিক আইনে স্নাতকোত্তর (এল.এল.এম) ডিগ্রী অর্জন করেন। এছাড়াও তিনি ইউনিভার্সিটি অব লন্ডনের Birkbeck কলেজ থেকে সাধারণ আইনে স্নাতকোত্তর (এল.এল.এম) সম্পন্ন করেন।
ব্যারিষ্টার মাহমুদ হাসান Lexwin Solicitors, London UK এর অংশীদার এবং সিনিয়র আইনজীবি হিসাবে কর্মরত আছেন। তিনি ইংল্যান্ড ও ওয়েলসের সিনিয়র কোর্টেও একজন নিবন্ধিত সলিসিটর।২০০৮ সাল থেকে তিনি সিভিল আইনে গ্রাহকদের পরামর্শ ও প্রতিনিধিত্ব করে আসছেন। তার অভিজ্ঞতা সিভিল আইনের সকল ক্ষেত্র জুড়ে রয়েছে, যার মধ্যে আশ্রয়, মানবাধিকার, প্রোপার্টি এবং ইউরোপীয় আইন অন্তর্ভুক্ত হন। তিনি আইন পেশার পাশাপাশি নিয়মিত লেখালেখি করেন। তার উল্লেখযোগ্য কয়েকটি ছোট গল্প কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। ১৯৯৭ সালে তিনি “প্রিয় দর্শীনি” শিরোনামে একটি কবিত সমগ্র রচনা করেন। ২০০২ সালে ‘দীর্ঘশ্বাসের সৌরভ’ নামে তার একটি ছোট গল্প এবং কবিতা প্রকাশ পায়। ২০০৮ সালে ‘মরীচিকার উপর রঙের প্রলেপ’ শিরোনামে তার আরও একটি কাব্যগন্থ প্রকাশিত হয়। এছাড়াও ২০০৯ সালে ‘স্লাইডিং ডোরস’ নামে তার একটি ইংরেজি কাব্যগন্থ এবং ২০১৪ সালে ‘যে শেকড় ছিন্ন হয়েছে অজ্ঞতায়’ নামে একটি গল্পগ্রন্থ প্রকাশিত হয়। তিনি ১৯৯৭ সালে দর্পন (রেজি নং- স-৫৪০/৯৮) নামে একটি স্বেচ্ছাসেবী সমাজ কল্যান সংস্থ্য প্রতিষ্ঠা করেন যেটি ২০০১ সালে যশোর যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক শ্রেষ্ঠ যুব সংগঠন হিসেবে পুরস্কৃত হয়।
তিনি এইচ, কে ফাউন্ডেশন সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক। যা প্রতিনিয়ত নিজ এলাকা কেশবপুর উপজেলাবাসী উপকৃত হচ্ছে।
স্নাতক অধ্যয়নকালীন সময় ১৯৯৯-২০০১ সাল পর্যন্ত তিনি যশোর রেডক্রেসেন্ট সেসাইটির যুব শাখার প্রশিক্ষন কর্মশালার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এবং বি.এন.সি.সি. এর সদস্য হিসেবে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
তিনি যশোর রোটারেরি ক্লাব এর নির্বাচনে সর্বাধিক ভোট প্রাপ্ত হয়ে পরিচালক নির্বাচিত হোনএবং ১৯৯-২০০০ সাল পর্যন্ত দায়িত্ব পলন করেন।

আগামী জাতীয় নির্বাচনে যশোর-৬ কেশবপুর আসনের এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান প্রার্থী ঘোষণার পর উপজেলা ব্যাপী সাধারণ মানুষের ভিতরে উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। অনেকেই বলছেন দল মত নির্বিশেষে এমন প্রাপ্তিকেই ভোট দিলে এলাকার উন্নয়ন সম্ভব হবে।
সাধারণ মানুষ তার হয়ে কাজ করতে চান। তাছাড়াও বিভিন্ন দলের নির্যাতিত নিপীড়িত বঞ্চিত রাই এখন তাকে সমর্থন করেন এলাকার উন্নয়নের স্বার্থে।

একই রকম সংবাদ সমূহ

মালয়েশিয়ায় সড়ক দু*র্ঘ*ট*না*য় কলারোয়ার যুবকসহ নি*হ*ত-৩

কামরুল হাসান: মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় কলারোয়ার এক যুবকসহ ৩ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যুবিস্তারিত পড়ুন

কেশবপুরে ১০২ দলিত শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ

কেশবপুর (যশোর) প্রতিনিধি।। কেশবপুরে দলিতের বাস্তবায়নে ও ইসলামিক রিলিফ সুইডেনের আর্থিক সহযোগিতায়বিস্তারিত পড়ুন

কেশবপুরের কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জীর পিতার মৃত্যুতে গভীর শোক

সোহেল পারভেজ, কেশবপুর : যশোরের কেশবপুরের কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জীর পিতার মৃত্যুতে গভীরবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে জুলাই শহীদ দিবস পালিত
  • কেশবপুর হাসপাতালে ভ্যাকসিন নিয়ে হাজির মানবিক ইউএনও
  • মনিরামপুর মহাসড়কে পথচারীদের জন্য শ্যামল ছায়া পরিবেশ
  • মনিরামপুরে বাল্যবিবাহ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা
  • কেশবপুরে “শেকড়ের সন্ধানে” সংস্থা’র সাহিত্য আসর
  • কেশবপুরে দারিদ্র বিমোচনে ১৩ টি পরিবারের মাঝে গরু বিতরণ
  • কেশবপুরে ভূমি মেলা উদ্বোধন
  • কেশবপুরে ‘বৌদির আইসক্রিম’ ব্র্যান্ডের না হলেও বেশ জনপ্রিয়
  • কেশবপুরে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ধ*র্ষ*ণের চেষ্টা, মামলা দায়ের
  • কেশবপুরে শিশু সুরক্ষায় বাল্যবিবাহ যপ্রতিরোধে গোলটেবিল বৈঠক
  • কেশবপুরে দলিতের আয়োজনে এ্যাডভোকেসী সভা