সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঘোড়া প্রতীক

যশোরের কেশবপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মফিজের পক্ষে গণজোয়ার

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৮মে কেশবপুর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

৮মে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ৯৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ঘোড়া প্রতীকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজের পক্ষে উপজেলা ব্যাপী গণজোয়ার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ১টি পৌর সভা ও ১১টি ইউনিয়ন নিয়ে কেশবপুর উপজেলা পরিষদ গঠিত। এ উপজেলায় মোট ভোটারের সংখ্যা হলো ২ লাখ ২০ হাজার ৯৫৭। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ১১ ৭ শত ৬৫ এবং মহিলা ভোটার ১লাখ ৯ হাজার ১শত ৬৫। ভোট কেন্দ্র হলো ৯৫ টি। ভোট কক্ষের সংখ্য ৬৩৫ টি। যার মধ্যে স্থায়ী কক্ষ ৫৮০টি এবং অস্থায়ী কক্ষ ৫৫টি।

কেশবপুর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ (ঘোড়া), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা (শালিক পাখি), সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ নূর আল আহসান বাচ্চু (দোয়াত কলম), উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক কাজী মুজাহিদুল ইসলাম পান্না (হেলিকপ্টার), ঔষধ ব্যবসায়ী ইমদাদুল হক রিপন (আনারস), আওয়ামী লীগনেতা ওবায়দুর রহমান (জোড়া ফুল) ও আওয়ামী লীগনেতা এস এম মাহাবুবুর রহমান উজ্জল (মোটরসাইকেল)।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে বর্তমান ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক (মার্কা উড়োজাহাজ), সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা (মাইক), আব্দুল্লাহ আল মামুন মার্কা (তালা), গাজী মনিরুজ্জামান (টিউবওয়েল) ও সুমন সাহা (চশমা)।

ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইকবাল (ফুটবল) ও যশোর জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য সাবেক পৌর কাউন্সিলর মনিরা খানম (কলস)।

তৃণমূল আওয়ামী লীগ, কৃষক, শ্রমিক ও অসহায় দরিদ্র ভোটারদের বন্ধু উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজকে ঐক্যবদ্ধভাবে ঘোড়া প্রতীকে ভোট দেবেন বলে এলাকাবাসি জানিয়েছেন।

এ ব্যাপারে কেশবপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার খান জানান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজের পক্ষে উপজেলা ব্যাপী গণজোয়ার সৃষ্টি হয়েছে। তাঁর বিজয় অনেকটা সুনিশ্চিত।
উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ স্বপন কুমার মুখার্জী জানান, ঘোড়া প্রতীকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী মফিজুর রহমানের পক্ষে তৃণমূল আওয়ামী লীগ জেগে উঠেছে। তিনিও তার বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।

উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটারনিং অফিসার মোঃ রবিউল ইসলাম জানান, কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

যশোরের পুলিশ সুপর প্রলয় কুমার জোয়াদ্দার জানান, নির্বাচনে কেশবপুর উপজেলা নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে। কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেই নেওয়া হবে কঠোর আইনানুগ ব্যবস্থা।

একই রকম সংবাদ সমূহ

কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রৈমাসিক সভা

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে : কেশবপুরে বেসরকারি মানবাধিকার উন্নয়ন সংগঠনবিস্তারিত পড়ুন

কেশবপুরে হেফজ খানা ও এতিম খানার ১৩ নতুন হাফেজ কে পাগড়ি প্রদান

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি: যশোরের কেশবপুরে বাহারুল উলুম কামিল মাদ্রাসার হিফজখানা ওবিস্তারিত পড়ুন

কেশবপুরে শেকড়ের সন্ধানের সাহিত্য আসর ও আলোচনা সভা

সোহেল পারভেজ, কেশবপুর: যা কিছু মানুষের কল্যাণে-তারই সাথে,”শেকড়ের সন্ধানে” আর্তমানবতার কল্যাণে নিবেদিতবিস্তারিত পড়ুন

  • কেশবপরে প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন (পিটিএফ)এর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প
  • কেশবপরে সাগরদাঁড়ী ৮দলীয় ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন
  • কেশবপুরে জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
  • কেশবপুরে ৪ আগস্ট নৈরাজ্য সৃষ্টিকারী নেতাকে গণধোলাই
  • কেশবপুর মঙ্গলকোট মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের বাৎসরিক ফলাফল ঘোষণা
  • কেশবপুরে জমিতে গাছ কর্তন, আদালতে মামলা
  • কেশবপুরে প্রাইমারি শিক্ষক সমিতির নির্বাচনী তফশীল স্থগিতাদেশ
  • কেশবপুরে ইসলামী যুবসমাজের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল
  • কেশবপুরে ৪টি ইউপিতে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ
  • খেলাঘর আসর কেশবপুরের আয়োজনে পালিত হল মহান বিজয় দিবস
  • কেশবপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা
  • কেশবপুরে ন্যাশনাল প্রেস সোসাইটি’র নানা আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস পালিত