শনিবার, মে ১০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও মানববন্ধন

সাতক্ষীরা সংবাদদাতা: ১০ ডিসেম্বর আর্ন্তজাতিক মানবাধিকার দিবস। জাতিসংঘের নির্দেশনায় বিশ্বের সকল দেশের মত যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশেও প্রতিবছর ১০ ডিসেম্বর পালিত হয়ে আসছে। ১৯৪৮ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ১০ ডিসেম্বরকে আর্ন্তজাতিক মানবাধিকার দিবস ঘোষনা করা হয়। এছাড়াও, সার্বজনীন মানব অধিকার সংক্রান্ত ঘোষনাকে বাস্তবায়নের লক্ষ্যে এ তারিখ নির্ধারণ করা হয়। সার্বজনীন মানব অধিকার ঘোষনা ছিল ২য় বিশ্বযুদ্ধ পরবর্তী নবরুপে সুষ্ট জাতিসংঘের অন্যতম বুহৎ অর্জন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মানবাধিকার সুরক্ষা ও উন্য়নের লক্ষ্যে ২০০৯ সালে জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা করেছে। একটি স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসাবে এ কমিশন মানবাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় “ Our Rights, Our Future, Right Now” “আমাদের অধিকার,আমাদের ভবিষ্যত, এখনই” এই প্রতিপাদ্যকে ধারন করে সঙ্গলবার সকাল ১০টায় সাতক্ষীরা পাবলিক লাইব্রেরীতে সাতক্ষীরার বিভিন্ন উন্নয়ন সংগঠনের অংশগ্রহনে মানবাধিকার সংগঠন স্বদেশ, এমএসএফ, উত্তরন, সুশিলন, সিডো,ক্রীসেন্ট,বাংলাদেশ মহিলা পরিষদ, ব্যেকিং দ্য সাইলেন্স,হেড এইচআরডি নেটওয়ার্ক সাতক্ষীরা, সুজন, আইনও সালিশ কেন্দ্র –আসক ঢাকা,জেন্ডার ইন এমারজেন্সি এলায়েন্স সাতক্ষীরা-এইচআরডিএফ, সিএসও মানবাধিকার বিষয়ক কোয়ালিশন সাতক্ষীরা’র আয়োজনে নারীর প্রতি সকল প্রকার সহিংসতার প্রতিবাদে এবং মানবধিকার পক্ষের সমাপনি দিনে বিশ^ মানবাধিকার দিবসে অনুষ্ঠিত সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক এবং এমএসএফ সাতক্ষীরা জেলা আহবায়ক এড.আবুল কালাম আজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মানবাধিকার কর্মী স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত। বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির আহবায়ক এড. আজাদ হোসেন বেলাল, হেড সংস্থার পরিচালক লুইস রানা গাইন,বাংলাদেশ মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক রুপা বসু, সুশিলন সহকারি পরিচালক জিএম মনিরুজ্জামান,,উত্তরন প্রতিনিধি এড, মনিরুদ্দিন, ক্রীসেন্ট পরিচালক আবুজাফর সিদ্দীকি, যুব নেতা বিপ্লব হোসেন, সালহউদ্দীন রানা, রুবেল হাসান, এড, দিলিপ দেব, গৌর পদ দাশ, মফিজুর রহমান, আব্দুস ছামাদ. এড. বদিউজ্জামান. প্রবীন শিক্ষক ফজলুল করিম, মোজাম্মেল হক, শিক্ষাবিদ্ আঃ হামিদ, আশেক ইলাহি ,মুনসুর রহমান, প্রফেসর ইদ্রিস আলী, আবুল কালাম প্রমুখ।বক্তারা বলেন দেশের মানুষ এখন পরিবর্তীত পরিস্থিতির মধে দিয়ে অতিবাহিত হচ্ছে। দেশে নারী প্রতি সহিংসতা বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে শিশু নির্যাতন। বক্তারা এ সকল নির্যাতনের দ্রুত বিচার দাবি করেন। বিজয়ের মাসে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের মানুষের বাক স্বাধীনতা, নিরাপদ চলাচল, জন নিরপত্তা, দুর্নিতী বন্ধ, বিচার বর্হিভুত হত্যা, গুম, ধর্ষন, বেনামি ও ভুয়া মামলা নিরসন সহ বঞ্চিত মানুষের অধিকার সুরক্ষা, বিশেষ করে সংখ্যা লঘু জনগনের জান-মালের নিরাপত্তার বিষয়টি প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল দফতরকে অনুরোধ জানিয়ে বলেন, সাতক্ষীরাসহ সারা দেশের অবহেলিত, নির্যাতিত, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগণের মৌলিক অধিকার যাতে ক্ষুন্ন না হয় সেদিকে লক্ষ্য রাখা প্রয়োজন। বক্তারা সকল মানবাধিকার সুরক্ষককে দৃঢ় ভাবে কাজ করা ও মানবধিকার সংস্কৃতি চর্চার আহবান জানান। মানববন্ধন অনুষ্ঠানে অংশগ্রহন করেন স্বদেশ, বরসা, হেড, উত্তরন, সুশিলন, সুনাম সাতক্ষীরা, মুক্তি ফাউন্ডেশন,ক্রীসেন্ট, নিউজ নেটওয়ার্ক সাতক্ষীরা, সাতক্ষীরা জেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি, সার্ক সার্বজনীন মানবাধিকার সংস্থা, উই ক্যান, সুপ্র, আইন ও সালিশ কেন্দ্র-ঢাকা আসক সহ বিভিন্ন উন্নয়য় সংগঠনের প্রতিনিধি।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মনিরামপুরে ভবদহ পাড়ের বোরোচাষীদের বোবা কান্না

হেলাল উদ্দিন, মনিরামপুর: যশোরের মনিরামপুরের অভিশপ্ত ভবদহ পাড়ের বোরোচাষীদের বোবা কান্না যেনবিস্তারিত পড়ুন

শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ: ৫ ব্যবসায়ীকে জরিমানা

এবিএম কাইয়ুম রাজ, শ্যামনগর (সাতক্ষীরা): সাতক্ষীরার শ্যামনগরে চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করেবিস্তারিত পড়ুন

নারীরা যোগ্যতা অনুযায়ী কাজে অংশগ্রহণের সুযোগ পাবে: জামায়াতের নায়েবে আমীর

মো. আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): “নারীদের ঘরে আবদ্ধ করে রাখার যেবিস্তারিত পড়ুন

  • ভাঙ্গা থেকে পটুয়াখালী পর্যন্ত মহাসড়ক হবে ছয় লেনের : উপদেষ্টা সাখাওয়াত
  • দেশের ১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না: ফখরুল
  • বিএনপির তারুণ্যের সমাবেশে যোগ দিলেন তামিম ইকবাল
  • আইসিটি অ্যাক্টে আ’লীগ নিষিদ্ধের প্রস্তাবনা নিয়ে বৈঠক ডাকা হয়েছে : প্রেস সচিব
  • সুন্দরবন দিয়ে বাংলাদেশে ৬২ জনকে পুশইন বিএসএফের
  • আইপিএল স্থগিত
  • কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আইভী
  • আইভী আটক, কারাগারে পাঠানোর আদেশ
  • আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়িবহরে হামলা
  • যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম
  • নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ
  • সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরো বাড়লো