সোমবার, জুন ২৩, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আকাশেই খুলে পড়ে বিমানের চাকা, নিরাপদে অবতরণে প্রশংসায় ক্যাপ্টেন

কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের পেছনের ল্যান্ডিং গিয়ারের একটি চাকা আকাশেই খুলে পড়ে যায়। এমন পরিস্থিতিতে অভিজ্ঞ পাইলটের সাহস, দক্ষতা ও বিচক্ষণতায় ফ্লাইটটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়। এতে প্রাণে বেঁচেছেন বিমানে থাকা ৭১ জন যাত্রী।

ঘটনার কারণ খুঁজে বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ বিমানের চিফ অব সেইফটি ক্যাপ্টেন এনাম তালুকদারকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেছে।

শুক্রবার (১৬ মে) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে এ বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪৩৬ ফ্লাইটটি। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানের পেছনের ল্যান্ডিং গিয়ারের বাম পাশের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। ঘটনার তাৎক্ষণিকতা বুঝে পাইলট-ইন-কমান্ড ক্যাপ্টেন জামিল বিল্লাহ ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুরোধ জানান।

বিষয়টি আমলে নিয়ে দ্রুতই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে। রানওয়ের পাশে প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীদের। পাশাপাশি বিমানের ইঞ্জিনিয়ারিং টিমও প্রস্তুত রাখা হয় সম্ভাব্য যান্ত্রিক জটিলতা মোকাবিলায়।

তবে সব ধরনের চাপ সামলে এবং প্রযুক্তিগত ঝুঁকির পরও ক্যাপ্টেন জামিল বিল্লাহ বিমানের নিয়ন্ত্রণ দক্ষভাবে বজায় রেখে দুপুর ২টা ২২ মিনিটে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করান। এসময় বিমানে এক শিশুসহ মোট ৭১ জন যাত্রী ছিলেন। অবতরণের পর সবাই অক্ষত অবস্থায় বিমান থেকে নামেন।

এমন ঘটনায় বিমানের এই সাহসী ও দক্ষ অভিযানে যাত্রীরা পাইলট ও কেবিন ক্রুদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

এ ঘটনার পরপরই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর বলেন, পাইলট প্রথম চেষ্টাতেই সফলভাবে অবতরণ করতে সক্ষম হয়েছেন। সব যাত্রী সুস্থ ও নিরাপদ আছেন।

অন্যদিকে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাটির সময় অন্য বিমান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি এবং বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক ছিল।

ক্যাপ্টেন জামিল বিল্লাহের অসামান্য দক্ষতায় প্রাণ বাচলো ৭১ বিমান যাত্রীর

শুক্রবার দুপুরে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৪৩৬ এক ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে। ৭১ জন যাত্রী নিয়ে আকাশে ওঠার পর উড়োজাহাজটির বাম পাশের একটি ল্যান্ডিং গিয়ার চাকা খুলে নিচে পড়ে যায়। এরপর একটানা প্রায় এক ঘণ্টার উৎকণ্ঠার মধ্যে দিয়ে পাইলট ক্যাপ্টেন জামিল বিল্লাহর অসামান্য দক্ষতায় বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সফলভাবে জরুরি অবতরণ করে।

বিজি ৪৩৬ ফ্লাইটটি কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ১টা ১৭ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করে। কিছুক্ষণ পরই কক্সবাজার বিমানবন্দরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, উড়োজাহাজটির বাম পাশের একটি চাকা খুলে নিচে পড়ে গেছে। বিষয়টি তখনো বিমানের সেন্সরে ধরা পড়েনি। পরবর্তীতে ঢাকার আকাশে আসার পর ফ্লাইটটি লো-ফ্লাই করে এবং কন্ট্রোল টাওয়ার নিশ্চিত করে—একটি চাকা নেই।

ঘটনাটি জানার পরপরই ক্যাপ্টেন জামিল বিল্লাহ দ্রুততার সঙ্গে ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জরুরি অবতরণের বার্তা পাঠান। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা প্রস্তুত হয় যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায়। দুপুর ২টা ২২ মিনিটে ফ্লাইটটি দক্ষতার সঙ্গে এক পাশের চাকার ভারে কাত হয়ে নিরাপদে অবতরণ করে।

কক্সবাজার থেকে উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকাকক্সবাজার থেকে উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা
যাত্রীরা সবাই অক্ষত ও নিরাপদ আছেন বলে জানান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর। তিনি বলেন,ক্যাপ্টেন জামিল বিল্লাহ ও তার সহকারী পাইলট জায়েদ এবং কেবিন ক্রুরা দারুণ দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে যাত্রীদের নিরাপদে অবতরণ করিয়েছেন।
এদিকে অবতরণের পর যাত্রীরা বিমানের পাইলট এবং কেবিন ক্রুদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং জরুরি ব্যবস্থাপনার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষের প্রশংসা করেন।

ঢাকায় নিরাপদে অবতরণ করেছে চাকা খুলে পড়া বিমানটিঢাকায় নিরাপদে অবতরণ করেছে চাকা খুলে পড়া বিমানটি
নেক্সট এয়ার একাডেমীর চিফ ফ্লাইট ইন্সট্রাকটর ক্যাপ্টেন রাজীব উদ্দিন বলেন, বৈমানিকেরা অসাধারণ দক্ষতা দেখিয়েছেন। ট্রেনিংয়ে শেখানো হলেও বাস্তব পরিস্থিতিতে ঠাণ্ডা মাথায় এমন সিদ্ধান্ত নিতে পারা প্রশংসার যোগ্য।

প্রসঙ্গত, ক্যাপ্টেন জামিল বিল্লাহ এর আগে বোয়িং ৭৩৭ ও ৭৮৭ ড্রিম-লাইনার ফ্লাইটে ফার্স্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার রয়েছে আট হাজার ঘণ্টার উড্ডয়ন অভিজ্ঞতা।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনার পর অন্যান্য ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। তবে বিজি ৪৩৬ ফ্লাইটটির বিষয়ে একটি তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি

স্বীকৃতিপ্রাপ্ত সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন শিক্ষকরা।বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনায় প্রধানমন্ত্রীর মেয়াদ সংক্রান্ত প্রস্তাবনা প্রশ্নেবিস্তারিত পড়ুন

উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেট অনুমোদন

আগামী অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেটের অনুমোদনবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনা ও সাবেক তিন সিইসিসহ ২৪ জনের বিরুদ্ধে বিএনপির মামলা
  • করোনায় ৫ জনের মৃত্যু
  • শাপলা প্রতীক চায় এনসিপি
  • আগামী প্রস্তাবিত ৪০০ আসনের মধ্যে ৩০০ আসন পাবে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী
  • নির্বাচনের তারিখ যথাসময়ে জানানো হবে: সিইসি
  • দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি ননএমপিও শিক্ষকদের
  • সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : সিইসি
  • ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ
  • জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত
  • ইশরাক ইস্যুতে সরকারের বার্তা বিএনপি স্পষ্ট করবে : আব্দুস সালাম
  • জাতীয় নির্বাচনে দল ও প্রার্থীরা যা করতে পারবে, যা পারবে না
  • দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ও দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিষয়ে অধিকাংশ দল একমত: আলী রীয়াজ