মঙ্গলবার, সেপ্টেম্বর ১৬, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আফগানিস্তান থেকে পালাতে বিমানে হুমড়ি খেয়ে উঠার ছবি ভাইরাল

আফগানিস্তানের রাজধানী কাবুল তালেবানদের নিয়ন্ত্রণে আসে রোববার (১৫ আগস্ট)। এরপরে সোমবার (১৬ আগস্ট) ভোর থেকে আফগান নাগরিকদের ঢল নামে কাবুল বিমানবন্দরে। প্রাণ বাঁচাতে হুমড়ি খেয়ে পড়েন কাবুল বিমানবন্দরে। কে কার আগে বিমানে উঠবে শুরু হয় প্রাণপন সেই প্রতিযোগিতা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি পার্ক করা একটি বিমানে ‍উঠতে মানুষের লড়াইয়ের ছবি প্রকাশ করে। ওই প্রতিবেদনে বলা হয়, কাবুল বিমানবন্দরে একটি পার্ক করা বিমানের চারপাশে মানুষ ঘিরে রয়েছে। তারা সবাই কেবিনের ভেতরে প্রবেশ করতে চেষ্টা করেন। কেউ কেউ আবার অন্য বিমান খুঁজে বের কোর চেষ্টা করেন। তারা সবাই আফগান ছেড়ে যাওয়ার চেষ্টা করেন।

এদিকে কাবুল থেকে চলে যাওয়া একটি বিমানের ভেতরের ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ডিফেন্স ওয়ানের বরাত দিয়ে পাওয়া ওই ছবির শিরোনাম ডেইলি মেইল দিয়েছে ‘দি লাকি ওয়ানস।’ ডেইলি মেইল জানায়, মার্কিন নাগরিকদের আফগানিস্তান থেকে সরিয়ে নিতে দেশটির বিমান বাহিনীর পরিবহন বিমান নেমেছিল কাবুল বিমানবন্দরে। কিন্তু তাতে ৬৪০ আফগান চড়ে বসে।

প্রতিবেদনটিতে বলা হয়, মার্কিন পরিবহন বিমানে বোঝাই হওয়া শত শত আতঙ্কগ্রস্ত আফগান উদ্বাস্তুর প্রথম ছবিগুলো আসতে শুরু করেছে। যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত কাবুল থেকে অন্তত দুটি সি-১৭ পরিবহন বিমান উড়াতে পেরেছে। সোমবার রাত ও চলতি সপ্তাহের বাকি সময়ে আরও বিমান লোকজনকে পরিবহন করবে।

ডেইলি মেইল জানায়, রোববার প্রথম মার্কিন বিমান বাহিনীর একটি সি-১৭ কাবুল থেকে যাত্রী নিয়ে কাতার যায়। বিমানটির নম্বর ছিল আরসিএইচ ৮৭১। বিমানটি উড্ডয়নের প্রস্তুতি নেওয়ার সময় আতঙ্কগ্রস্ত শত শত আফগান নাগরিক দৌড়ে যায় বিমানের দিকে। তারপর তারা র‌্যাম্পে ওঠে বিমানের ভেতরে প্রবেশ করে।

ডেইলি মেইল জানায়, উড্ডনের শুরুতে এয়ার ট্রাফিক কন্ট্রোলার অডিওতে জানান, বিমানে ৮০০ আরোহী আছেন। কিন্তু পরে দেখা যায়, তাদের সংখ্যা ৬৪০।

এদের মধ্যে রয়েছেন অনেক উদ্বাস্তু। যাদের বেশিরভাগই নারী ও শিশু। দৌড়ে তারা অর্ধেক খোলা র‌্যাম্পে ঢুকে পড়ে। এরপরে বিমানের ভেতরে প্রবেশ করে। তাদের নামানো অসম্ভব দেখে বিমানের ক্রু রওনা দেওয়ার সিদ্ধান্ত নেন।

এদিকে কাবুল বিমানবন্দরে অবস্থানকারী আফগান নাগরিকদের বাড়ি ফিরে যেতে বলে তালেবান গোষ্ঠী। তালবানদের মুখপাত্র সুহিল শাহিনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

আল জাজিরা জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইট বার্তায় এ আহ্বান জানিয়েছেন সুহিল শাহিন। তিনি লিখেছেন, আপনারা বাড়ি ফিরে যান। কোনো সাধারণ নাগরিককে ক্ষতি করা হবে না।

তিনি আরও লিখেছেন, তালেবান যোদ্ধাদের নির্দেশ দেওয়া হয়েছে অনুমতি ছাড়া কারও বাড়িতে ঢুকতে পারবে না। তিনি লিখেছেন, জীবন, সম্পত্তি ও সম্মান কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে হবে না। বরং মুজাহিদিনরা এগুলো রক্ষা করবে।

একই রকম সংবাদ সমূহ

প্রবাসীরা পোস্টাল ব্যালটে কীভাবে ভোট দেবেন, জানালেন ইসি

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। পোস্টালবিস্তারিত পড়ুন

নেপালে ফের বিক্ষোভ, নতুন প্রধানমন্ত্রীকেও চায় না জেন-জি

নেপালে আবারও রাজপথে নেমেছে জেন-জি বিক্ষোভকারীরা। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগ দাবিবিস্তারিত পড়ুন

সহিংসতার অভিযোগে ৫ বাংলাদেশি শিক্ষার্থীকে ফেরত পাঠাচ্ছে ভারত

ভারতের আসামের শিলচরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইটি) থেকে পাঁচ বাংলাদেশি শিক্ষার্থীকেবিস্তারিত পড়ুন

  • বিশ্বের সবচেয়ে স্মার্ট শহর কোনগুলো, জেনে নিন
  • নেপালে জেন-জি বিক্ষোভে নিহতের সংখ্যা ৭২ জনে দাঁড়িয়েছে
  • বাংলাদেশে জামায়াতের উত্থানে শঙ্কিত হর্ষবর্ধন শ্রিংলা
  • আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবে : সিইসি
  • পাকিস্তানের প্রধানমন্ত্রীকে চিঠি পাঠালেন প্রধান উপদেষ্টা
  • বাংলাদেশ-পা‌কিস্তানের সম্পর্ক আরও শক্তিশালী হওয়া উচিত : শেহবাজ শরিফ
  • ভারত বিরোধিতার কারণে প্রধানমন্ত্রিত্ব হারিয়েছি : নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী
  • পরিবর্তন চাইছে এশিয়ার ক্ষুব্ধ জেন-জি
  • বিক্ষোভের সময় লুট হওয়া অস্ত্র সমর্পণের আহ্বান নেপালের সেনাবাহিনীর
  • নেপালে জেন জি বিক্ষোভ: সাবেক প্রধানমন্ত্রী-পররাষ্ট্রমন্ত্রীকে পেটালো ক্ষুব্ধ জনতা
  • এবার নেপালের প্রেসিডেন্টের পদত্যাগ
  • আগামী নির্বাচনে ভোট দেবেন প্রবাসীরা, সর্বাত্মক প্রচেষ্টা আছে: ইসি সচিব