শনিবার, জুলাই ২৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যথাযোগ্য মর্যাদায়

কলারোয়ায় নানান আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

যথাযোগ্য মর্যাদায় কলারোয়ায় নানান আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২৪’ উৎযাপিত হয়েছে।

২৬ মার্চ মঙ্গলবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়।

সূর্যোদয়ের সাথে সাথে পতাকা উত্তোলন শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৭টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে সকাল সাড়ে ৭টায় কলারোয়ায় মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে পুষ্পমাল্য অর্পন করেন তালা-কলারোয়া সংসদীয় আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপনের পক্ষ থেকে এমপি’র সহধর্মিনী সহকারী অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রত্না, প্রবীণ আ’লীগ নেতা সাজেদুর রহমান খান চৌধুরী মজনু সহ দলীয় নেতৃবৃন্দ।

পরে উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কৃষ্ণা রায়, সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, কৃষি অফিসার শুভ্রাংশু শেখর দাস, উপজেলা প্রকৌশলী সুদীপ্ত কর দীপ্ত, শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, ফায়ার সার্ভিস স্টেশন লিডার হুমায়ুন কবিরসহ সকল কর্মকর্তাবৃন্দ, থানা প্রশাসনের পক্ষে ওসি রফিকুল ইসলাম, ওসি (তদন্ত) তাইজুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষে ইউএনও কৃষ্ণা রায়, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, পৌর সভার পক্ষে মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, প্যানেল মেয়র জাহাঙ্গীর হোসেন ও পৌর কাউন্সিলরবৃন্দ, উপজেলা আ’লীগের পক্ষে সাবেক সভাপতি সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, সাধারন সম্পাদক আলিমুর রহমান, যুগ্ম সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, যুগ্ম সম্পাদক ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান এমএ কালাম, আ’লীগ নেতা সহিদুল ইসলামসহ দলীয় নেতা-কর্মীবৃন্দ, মহিলা আ’লীগের পক্ষে সভানেত্রী সহকারী অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রত্না, সাধারণ সম্পাদিকা রহিমা বেগম কাজল, কলারোয়া সরকারি কলেজের পক্ষে সহকারী অধ্যাপক ফারুক হোসেনসহ শিক্ষকবৃন্দ, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের পক্ষে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সহকারী অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রত্না, ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম, হিতৈষী সদস্য শিক্ষক দীপক শেঠ, সহকারী অধ্যাপক আবুল খায়ের, সহকারী অধ্যা: রফিকুল ইসলাম, সহকারী অধ্যা: আনারুল ইসলাম, প্রেসক্লাবের পক্ষে সভাপতি এমএ কালাম, সাবেক সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাধারন সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাধারন সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, দপ্তর সম্পাদক সুজাউল হক সুজা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে আরএমও ডাক্তার শফিকুল ইসলাম, মেডিকেল অফিসার ডাক্তার বাপ্পি দাসসহ চিকিৎসকবৃন্দ, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের পক্ষে প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ, পাবলিক ইনস্টিটিউটের পক্ষে সাধারন সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজা, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, সাংবাদিক দীপক শেঠ, সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, নিয়াজ খান, যুবলীগের পক্ষে শেখ মাসুমুজ্জামান মাসুম, সহিদ আলী, আসিকুর রহমান মুন্না, প্রিমিযর ছাত্র সংঘের পক্ষে প্রধান উপদেষ্টা এসএম আলতাফ হোসেন লাল্টু, উপদেষ্টা এ্যাড: শেখ কামাল রেজা, উপদেষ্টা শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, উপদেষ্টা মাস্টার শেখ কামরুল ইসলাম, উপদেষ্ঠা মাস্টার মুজিবর রহমান, সংঘের সভাপতি আফজাল ফোয়াদ অভি, বেত্রবতী হাইস্কুলের পক্ষে প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, মডেল হাইস্কুলের পক্ষে প্রধান শিক্ষক রুহুল আমিন, শিক্ষক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, আলিয়া মাদ্রাসার পক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বজলুর রহমান, শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন, কলারোয়া রিপোর্টাস ক্লাবের পক্ষে সহ সভাপতি এসএম জাকির হোসেন, ক্লাবের হিতৈষী লেনিন, পূজা উৎযাপন পরিষদের পক্ষে সন্তোষ কুমার পাল, নিরঞ্জন ঘোষসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পুষ্পার্ঘ্য অর্পন অনুষ্ঠানটি পরিচালনা করেন উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা জিয়াউল হক জিয়া।

পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গণকবরে শহীদদের প্রতি পুষ্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা নিবেদন শেষে সরকারি পাইলট হাইস্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করে মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস, বিএনসিসি, স্কাউটস সদস্যদোর কুচকাওয়াজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ডিসপ্লে প্রদর্শন করা হয়েছে।

বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান শেষে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

সুবিধামত সময়ে হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন শেষে বিকালে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কৃত করা হয়।

এদিকে সুবিধামত সময়ে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজবদে মোনাজাত এবং মন্দির, গীর্জা ও অন্যান্য উপসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়েছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় কর্মহীন শ্রমজীবী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন স্বপন এমপি

দীপক শেঠ, কলারোয়া : দেশের চলমান পরিস্থিতিতে সাময়িক কর্মহীন পড়া শ্রমজীবী ইজিবাইকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রি বিতরন

সাতক্ষীরার-১ তালা-কলারোয়ার সংসদ সদস্য ফিরোজ আহম্মদ স্বপন প্রধানমন্ত্রি জননেত্রী শেখ হাসিনার নির্দেশেবিস্তারিত পড়ুন

কলারোয়ার খোরদো এতিমখানা লিল্লাহ বোর্ডিংর ছাদ ঢালাইয়ের উদ্ভোধন

কলারোয়ায় খোরদো আবুবকর সিদ্দিক (রা) হাফিজায়া কওমিয়া এতিমখানা লিল্লাহ বোর্ডিং মাদ্রাসার একাডেমিকবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার ঝিকরায়  আরসিসি ঢালাই রাস্তার উদ্বোধন
  • কলারোয়ায় ৪দলীয় পেশাজীবি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
  • কলারোয়ায় চার দলীয় খালি পায়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • কলারোয়ার কেঁড়াগাছিতে ওয়াজেদ সরদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন
  • মহররমের আশুরার দিনে যত ঘটনাবলী ও ফজিলত
  • দেশ ব্যাপি নৈরাজ্যের প্রতিবাদে কলারোয়ায় আ’লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  • কলারোয়া পৌর এলাকার দুটি আরসিসি ঢালাই রাস্তার উদ্বোধন করলেন পৌর মেয়র বুলবুল
  • কলারোয়ার সীমান্ত প্রেসক্লাবের কমিটি গঠন।। সভাপতি হাবিবুর, সম্পাদক কাজল
  • কলারোয়ায় এক গ্রামে ৫ বছরে ২০টি বাল্যবিয়ে!
  • কলারোয়া ইলেকট্রিশিয়ান ইউনিয়নের নির্বাচন ১৭ জুলাই
  • কলারোয়ার চান্দুড়িয়ায় দেড় শতাধিক রোগী পেলেন ফ্রি চক্ষু চিকিৎসা সেবা
  • কলারোয়ায় রথযাত্রা উৎসবের ৭ম দিনে ভাগবত আলোচনা, লীলা কীর্তন