সোমবার, জুলাই ৭, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কোটায় সরকারি রাস্তা সংস্কারে চরম বিরোধিতা।।

কলারোয়ায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিক লাঞ্চিত, থানায় জিডি

সাতক্ষীরার কলারোয়ায় প্রধানমন্ত্রীর গ্রামীণ উন্নয়ন অবকাঠামোর আওতায় রাস্তা সংস্কার কাজে চরম বিরোধিতার সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে ধরে লাঞ্চিত করা হয়েছে।

এঘটনায় ওই সাংবাদিক কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

ঘটনাটি ঘটেছে-শুক্রবার বিকেলে উপজেলার কেরালকাতা ইউনিয়নের কোটা গ্রামে।

লাঞ্চিত ওই সাংবাদিক সরদার  জিল্লুর রহমান জানান-কিছু মানুষ সরকারি রাস্তা নিয়ে চরম বিরোধিতা করছেন এবং রাস্তা অবরোধ করে হট্টোগোল শুরু করে। তিনি এমন সময় ওই সংবাদ সংগ্রহ করতে এবং এলাকায় গিয়ে ছবি তুলতে গেলে রফিক নামের একব্যক্তি তেড়ে  এসে সাংবাদিক সরদার জিল্লুর রহমানকে ধরে হেনস্তা করে লাঞ্চিত করে। এঘটনায় কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে। যারনং-১৬১।

এবিষয়ে কেরালকাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সম মোরশেদ আলী (ভিপিমোরশেদ) বলেন-কোটা মোড়ের রফিক মাস্টারের ছেলে সেলিম রেজা তার ফেসবুকে ৮নং কেরালকাতা ইউনিয়নের পূর্ব কোটা গ্রামের সাধারণ মানুষের দাবিকে উপেক্ষা করে সরকারি প্রকল্পের অর্থ নয়ছয় করার উদ্দেশ্যে পিচের রাস্তা ভেঙ্গে ইটের রাস্তা নির্মান করার পায়তারা করছে স্থানীয় ইউপি চেয়ারম্যান। ঘৃনাভরে এই সিদ্ধান্ত প্রত্যাখান করছি এবং এর তীব্র নিন্দা করছি এবং এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।  প্রয়োজনে গ্রামের মানুষ জীবন দিবে তবুও এই রাস্তা হতে দেওয়া হবে না এমনভাবে পোস্ট দিয়েছে।

এবিষয়ে কলারোয়া থানায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদি হয়ে সেলিম রেজার নামে একটি সাধারণ ডায়েরি (যারনং-১৬২) করেছেন। তিনি আরো জানান-ওই এলাকার রফিক নামে এক ব্যক্তি দীর্ঘ দিন যাবত প্রধানমন্ত্রীর রুপকল্প গ্রামীণ উন্নয়ন অবকাঠামোর আওতায় ইউনিকব্লক দিয়ে টেকসই রাস্তা মেরামত প্রকল্পের কাজে বাঁধা সৃষ্টি করিয়া আসছেন। রাস্তায় নির্মান সামগ্রী পৌছালেও বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করার কারনে সেখানে সরকারি রাস্তা সংস্কার কাজ শুরু হয়নি কয়েক মাসেও।

তলে তলে স্থানীয় কোটা গ্রামের বিভিন্ন মানুষকে ভুল বুঝিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ওই আব্দুর রফিক।

গত ৩মার্চ বিকেলে ৫টার দিকে আব্দুর রফিক এর নেতৃত্বে ইউনিব্লক দিয়ে রাস্তা সংস্কার করতে না দেয়ার প্রতিবাদে একটি মানববন্ধন করছে এমন একটি খবরে সংবাদ সংগ্রহ করতে যান সাতক্ষীরার দৈনিক কালের চিত্র পত্রিকার কলারোয়া উপজেলা প্রতিনিধি ও বাংলাদেশ প্রেসক্লাব কলারোয়া উপজেলা শাখার সভাপতি সরদার জিল্লুর রহমান। সেখানে পৌছে মানববন্ধনের আয়োজক আব্দুর রফিক মাস্টারের বক্তব্য শেষে সাংবাদিক সরদার জিল্লুর রহমান উপস্থিত সকলের উদ্দেশ্যে সরকারি আদেশ নির্দেশ, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা ইঞ্জিনিয়ার এর করা মন্তব্য  বলার চেষ্টা করলে আব্দুর রফিক মাস্টার সাংবাদিককে কথা বলতে না দিয়ে ধাক্কা মারিতে থাকেন। এসময় আব্দুর রফিক মাস্টারের হুকুমে ও তার নির্দেশে কয়েকজন মিলে সাংবাদিককে বিভিন্ন প্রকার গালি গালাজ ও হুমকি ধামকি ও শারীরিক ভাবে নির্যাতন করে এবং সংবাদ সংগ্রহকাজে ব্যবহৃত মোবাইল টি ছিনিয়ে নেয় এবং ঘটনাস্থল থেকে বের করে দিয়ে লাঞ্চিত করেন।

এর আগে গত (১মার্চ) দুপুর  ২টার দিকে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস, উপজেলা ইঞ্জিনিয়ার সুদীপ্ত কর, স্থানীয় ইউপি চেয়ারম্যান ভিপি মোরশেদ রাস্তার কাজে বিরোধিতাকারীদের সাথে একটি আলোচনার বসেন। সেখানে কর্মকর্তাদের দেওয়া  আশ্বাসে রাস্তা সংস্কার কাজে বাঁধা দিবে না বলে জানায় তারা।

তারপরও রফিক মাস্টার স্থানীয় গ্রামের নারী-পুরুষকে ডেকে নিয়ে মানববন্ধনের আয়োজন করেন।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা জানান-কেরালকাতার কোটা মোড়ের সরকারি রাস্তা নিয়ে পৃথক ভাবে দুটি জিডি হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় গণসংযোগে বিএনপি নেতা আক্তারুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফাবিস্তারিত পড়ুন

কলারোয়ার ইক্বরা চাইল্ড ক্যাডেট একাডেমিতে হিফজ বিভাগের উদ্বোধন

কলারোয়ার ইক্বরা চাইল্ড ক্যাডেট একাডেমিতে নতুন ভাবে পথচলা শুরু করলো হিফজ বিভাগ।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে ১০ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় দশবিস্তারিত পড়ুন

  • মহররম ও আশুরার শিক্ষা-তাৎপর্য
  • মেডিকেলে চান্স পাওয়া কলারোয়ার সেই মেধাবী শিক্ষার্থীর পাশে দুদকের ড. খাঁন সেলিম
  • ‘সাদাকে সাদা আর কালোকে কালো বলুন’: সাংবাদিকদের প্রতি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় মারকাযুল ইলমী ওয়াদ-দাওয়াহ্ মাদ্রাসার অভিভাবক ও সুধী সমাবেশ
  • কলারোয়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে কৃষকের মৃ*ত্যু
  • কলারোয়ায় বিএনপির অঙ্গ সংগঠেনের তারুণ্যের সমাবেশের প্রস্তুতি সভা
  • কলারোয়া সরকারি কলেজে শিবিরের বৃক্ষরোপন কর্মসূচি
  • নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্য কলারোয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
  • কলারোয়ায় চক্ষু সেবা শিবির বাস্তবায়নে মতবিনিময় সভা
  • কলারোয়ায় ঔষুধ ফার্মেসীতে টাস্কফোর্স এর অভিযান : ৩০ হাজার টাকা জরিমানা
  • কলারোয়ায় শিম চাষে স্বাবলম্বী যুগিখালীর সাত্তার সানা
  • কলারোয়ায় আইসক্রিম ফ্যাক্টরিতে ট্যাক্সফোর্সের অভিযান