কলারোয়া পাবলিক ইন্সটিটিউট ফুটবল টুর্নামেন্টের সেমিতে শ্যামনগর


হাবিবুর রহমান রনি: কলারোয়া পাবলিক ইন্সটিটিউট ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে ইয়ামিন স্পোটিং ক্লাব খাজুরা যশোরকে হারিয়ে সেমিতে উঠলো শ্যামনগর ফুটবল একাডেমি।
বুধবার (৮ অক্টোবর) বিকালে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে কলারোয়া পাবলিক ইন্সটিটিউট আয়োজিত ক.পা.ই ৮দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের ৩য় খেলায় অংশ গ্রহন করে শ্যামনগর ফুটবল একাডেমি, সাতক্ষীরা বনাম ইয়ামিন স্পোটিং ক্লাব খাজুরা, যশোর।
খেলার প্রথমার্ধের শেষ মুহুর্তে শ্যামনগর ফুটবল একাডেমির ১০নম্বর জার্সিধারী খেলোয়ার হৃদয় গোল করে দলকে এগিয়ে নিয়ে মধ্য বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধে আক্রমন পাল্টা আক্রমনের মধ্য আর কোন গোল না হওয়ায় ওই এক গোলেই যশোরকে হারিয়ে শ্যামনগর জয়লাভ করে।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন শ্যামনগর ফুটবল একাডেমির ৯নম্বর জার্সিধারী খেলোয়ার লিপু।
খেলাটি পরিচালনা করেন মোশারাফ হোসেন। তাকে সহযোগিতা করেন মিয়া ফারুক হোসেন স্বপন ও সাজেদুল করিম তপু। ৪র্থ রেফারি ছিলেন মাসউদ পারভেজ মিলন।
ধারাবিবরণীতে ছিলেন শেখ শাহজাহান আলী শাহিন ও ইকবাল হোসেন।
মাঠের চারপাশে বিপুল সংখ্যাক দর্শক খেলাটি উপভোগ করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহুরুল ইসলাম, সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, এনআরবিসি ব্যাংকের ম্যানেজার জাহিদুজ্জামান, ফায়ার সার্ভিসের হুমায়ুন কবির, কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের সভাপতি এডভোকেট মিজানুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক আখলাকুর রহমান শেলি, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব তাহের মোল্যা, মমতাজুল ইসলাম চন্দন, আব্দুর রহিম, জাহিদুর রহমান, রমজান আহমেদ, রেজাউল করিম লাভলু, আলতাফ হোসেন, আরিফুজ্জামান কাকন, শাহাদাত হোসেন, বদিউজ্জামান বদরু, মাসুদুর রহমান প্রমুখ।
আগামি ১৩ অক্টোবর সোমবার বিকালে একই মাঠে টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলায় খুলনা এসবি একাডেমি ও কসমস ফুটবল একাদশ, কালিগঞ্জ, সাতক্ষীরার মধ্যে অনুষ্ঠিত হবে আয়োজকরা জানান।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন
কলারোয়া প্রতিনিধি: কলারোয়া প্রেস ক্লাবে মঙ্গলবার স্বরুপজান বিবি নামের এক বৃদ্ধা সংবাদবিস্তারিত পড়ুন

ইসলামী বাংকের অবৈধ বিনিয়োগ ও নিয়োগ বাতিলের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
সাতক্ষীরা সংবাদদাতাঃ দেশের ব্যাংক লুটের লক্ষ্যে ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ইসলামীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় কপাই ফুটবল টুর্নামেন্টে ধুলিহর সেমিফাইনালে উন্নীত
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় কপাই ফুটবল টুর্নামেন্টে ধুলিহর সুপারস্টার যুব সংঘ সেমিফাইনালে উন্নীতবিস্তারিত পড়ুন