ক্যাঙারু মাঠে ঢুকে দখলে নিল ফুটবল ম্যাচ! (ভিডিও)
বিভিন্ন প্রাণীর মজাদার কীর্তির ভিডিও প্রায়ই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। খেলা চলাকালীন মাঠে কুকুর বা গরু ঢুকে পড়ার দৃশ্যও হামেশাই দেখতে পাওয়া যায়। সে রকমই দু’টি ক্যাঙারু মাঠে ঢুকে দখল নিল ফুটবল ম্যাচের।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের একটি স্টেডিয়ামে চলছিল অস্ট্রেলিয়ান ফুটবল লিগের ম্যাচ।
সেই ম্যাচের খেলা চলতে চলতেই মাঠে ঢুকে পড়ে দু’টি ক্যাঙারু।
ঢুকেই মাঠের মধ্যে দৌড় শুরু করে তারা। যার জেরে দাঁড়িয়ে পড়েন খেলোয়াড়রা। তারা ক্যাঙারু দু’টিকে বের করার চেষ্টা করেন।
কিন্তু তাদের বাধাকে পাত্তা না দিয়েই নিজেদের মতো দৌড়তে থাকে অস্ট্রেলিয়ার জাতীয় প্রাণীরা।
সেই ঘটনার ভিডিও ক্যামেরা বন্দি করেছিলেন শারি ক্যাসেলারি। শনিবার অস্ট্রেলিয়ান ফুটবল লিগ (এএফএল)-এর অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে তা পোস্ট করতেই ভাইরাল হয়েছে।
ভিডিও দেখতে ক্লিক করুন
"Put him in the ruck!"
Community footy is back in New South Wales and the locals are…jumping…for joy 🦘 #AFL
🎥: Sharri Castellari pic.twitter.com/dNA0VMMZC4
— AFL (@AFL) July 18, 2020
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)