সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নার্গিসকে নোবেল দেওয়ায় যে প্রতিক্রিয়া জানাল ইরান

এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইরানি নারী নার্গিস মোহাম্মদি। নরওয়ের নোবেল কমিটি গতকাল শুক্রবার ২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য ৫১ বছর বয়সি এই মানবাধিকারকর্মীর নাম ঘোষণা করে। তবে নোবেল কমিটির এমন সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। এ ছাড়া দেশটির গণমাধ্যমগুলোতেও এর সমালোচনা করা হয়েছে।

তেহরানের পক্ষ থেকে নার্গিসকে ফৌজদারি অপরাধে দণ্ডিত ব্যক্তি হিসেবে উল্লেখ করে তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার তীব্র নিন্দা জানানো হয়েছে। নোবেল কমিটির এ সিদ্ধান্তকে ‘বিদ্বেষপূর্ণ ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, নোবেল কমিটি দাবি করেছে, ইরানে নারীদের ওপর কথিত নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে। অথচ বাস্তবতা হচ্ছে, ইরানের আদালতে বেশ কয়েকটি ফৌজদারি অপরাধ প্রমাণিত হওয়ায় নার্গিস মোহাম্মাদিকে মোট ৩১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি এখন জেলখানায় দণ্ড ভোগ করছেন।

বিবৃতিতে তিনি বলেন, কিছু ইউরোপীয় দেশ যে ‘ইরানবিদ্বেষী ও হস্তক্ষেপমূলক নীতি’ মেনে চলে, তারই অংশ হিসেবে নোবেল কমিটি এই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্ত নিয়েছে।

নাসের কানয়ানি আরও বলেন, ইরানের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো চাপ প্রয়োগের যে কৌশল গ্রহণ করেছে, তারই ধারাবাকিতায় নোবেল কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এ সিদ্ধান্ত তাদের কোনো উপকারে আসবে না বরং স্বাধীনচেতা জাতি হিসেবে বেঁচে থাকার ক্ষেত্রে ইরানি জাতিকে আরও বেশি সংকল্পবদ্ধ করবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মাদিকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্তকে ‘এই পুরস্কারের প্রাথমিক উদ্দেশ্য থেকে হতাশাজনক বিচ্যুতি’ বলে মন্তব্য করেছেন।

এদিকে নোবেল কমিটির সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইরানের বেশ কিছু গণমাধ্যম।

বার্তা সংস্থা এএফপি সূত্রে জানা যায়, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা, তাসনিম নিউজ এজেন্সি ও মেহের নিউজ বিষয়টি নিয়ে প্রতিবেদন ও সম্পাদকীয় প্রকাশ করেছে। যেখানে নার্গিসকে ইরানবিরোধীদের সহযোগী হিসেবে উল্লেখ করার পাশাপাশি নোবেল কমিটির সমালোচনা করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে দক্ষিণ-পশ্চিম উপকূলের প্রতিনিধিত্ব করছে লিডার্স

জলবায়ুতে মানুষের সৃষ্ট ক্ষতিকর প্রভাব মোকাবেলায় ১৫৪ টি দেশ ১৯৯২ সালে জলবায়ুবিস্তারিত পড়ুন

ফিলিস্তিনি জনগণের প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ জাতিসংঘ: ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমিরআবদুল্লাহিয়ান বলেছেন, ফিলিস্তিনি জনগণের প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেবিস্তারিত পড়ুন

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আরও বেড়েছে। সদ্য সমাপ্ত নভেম্বরে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি হ্রাসবিস্তারিত পড়ুন

  • আন্তর্জাতিক মুদ্রাবাজারে মার্কিন ডলারের দরপতন
  • মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনধসে নিহত ৩, সব শ্রমিক ছিলেন বাংলাদেশি
  • নিলামে উঠছে প্রিন্সেস ডায়ানার বাগদানে পরা বিখ্যাত গোলাপি টপ
  • পিটার হাসকে নিয়ে মুখোমুখি রাশিয়া-আমেরিকা
  • ছয় দেশকে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ দিচ্ছে চীন
  • যুদ্ধবিরতির পর ফের গাজায় হামলা শুরু হবে: ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী
  • ইমরান খানের বিচার প্রকাশ্যে করার নির্দেশ আদালতের
  • ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে ৫০ দেশকে ইরানের চিঠি
  • বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন চায় যুক্তরাষ্ট্র : মিলার
  • মার্কিন কংগ্রেস সদস্যদের দেশের সাফল্যের কথা শোনালেন বাংলাদেশি রাষ্ট্রদূত
  • ৭ জানুয়ারির নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কী?
  • আল-শিফার পর এবার আরেক হাসপাতাল খালি করার নির্দেশ ইসরাইলের
  • error: Content is protected !!