পশ্চিমবঙ্গের চার পৌরসভায় মমতা ঝড়ে বিধ্বস্ত অন্যরা
শনিবার পশ্চিমবঙ্গের চার পৌরসভায় ভোট অনুষ্ঠিত হয়। সোমবার ফলপ্রকাশ হচ্ছে। আসানসোল, বিধাননগর, শিলিগুড়ি ও চন্দননগরের লড়াইয়ে অধিকাংশ ওয়ার্ডে জয়ের মুখে শাসকদল তৃণমূল।
শিলিগুড়ি ছাড়া বাকি তিন পৌরসভা ছিল তৃণমূলেরই দখলে। এবার শিলিগুড়ি পৌরও বামদের হাত থেকে ঘাসফুল শিবির ছিনিয়ে নেবে বলেই আশা শাসকদলের।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কড়া নিরাপত্তার মধ্যে সকাল ৮টা থেকে চলছে গণনা। প্রতিটি গণনাকেন্দ্রের বাইরে মোতায়েন বাড়তি পুলিশ।
সর্বশেষ খবর অনুযায়ী আসানসোলের ১০৬টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল ৯১টি, বিজেপি ৭টি, কংগ্রেস ৩টি ও অন্যান্যরা ৩টি ওয়ার্ডে জয়ী হয়েছে।
শিলিগুড়ির ৪৭টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল ৩৭টি, বিজেপি ৫টি, বামফ্রন্ট ৪টি ও কংগ্রেস ১টি আসনে জয়ী হয়েছে অথবা এগিয়ে রয়েছে।
বিধাননগর করপোরেশনের ৪১টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল ৩৯টি, কংগ্রেস ১টি ও অন্য দল ১টি ওয়ার্ডে জয়ী হয়েছে।
চন্দননগর পৌর করপোরেশনের ৩৩টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল ৩১টি ও বামফ্রন্ট ১টি ওয়ার্ডে জয়ী হয়েছে।
ভোটের ফলাফলের প্রাথমিক প্রতিক্রিয়ায় বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, ভোট হয়নি। ভোট লুট হয়েছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)