সাতক্ষীরায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে স্মরণকালের বর্ণাঢ্য র্যালি


মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে স্মরণকালের সবচেয়ে বড় ও বর্ণাঢ্য র্যালি।
রবিবার(১ সেপ্টেম্বর) বিকেলে শহরের গণপূর্ত বিভাগের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেট মোড়ে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের একটি শক্তিশালী সংগঠন। বিএনপি’র মার্কা ধানের শীষ। তারেক রহমানের মার্কা ধানের শীষ। আগামী নির্বাচনে নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দিন। উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী,যুগ্ম আহ্বায়ক সাবেক মেয়র তাসকিন আহমেদ চিসতি,যুগ্ম আহ্বায়ক ড মনিরুজ্জামান, জেলা বিএনপির সদস্য হাবিবুর রহমান হাবি, সাবেক কাউন্সিলর শেখ মাসুম বিল্লাহ শাহীন, প্রভাষক আতাউর রহমান প্রমুখ। এসময় জেলা বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বিএনপি জন্মলগ্ন থেকেই গণতন্ত্র, জনগণের ভোটাধিকার ও অধিকার রক্ষায় আন্দোলন করে আসছে। আজকের এই র্যালি প্রমাণ করে জনগণ এখনো বিএনপিকে বিশ্বাস করে এবং পরিবর্তনের জন্য অপেক্ষা করছে। তারা আরও বলেন, সরকারের স্বেচ্ছাচারী আচরণ, গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ড এবং দমননীতির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির আন্দোলন আরও বেগবান হবে বলে নেতারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
র্যালিতে অংশগ্রহণকারী নেতা-কর্মীরা জানান, সাতক্ষীরায় এর আগে এত বড় সমাবেশ বা শৃঙ্খলাবদ্ধ র্যালি দেখা যায়নি। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন তাদেরকে নতুনভাবে উজ্জীবিত করেছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া জয়নগরের কৃতি সন্তান নাট্যকার মানস পাল
দেবাশীষ চক্রবর্ত্তী বাবু: নাটক বিনোদন ও জ্ঞানের উৎস, মনের খোরাক মেটায়। আরবিস্তারিত পড়ুন

ছাত্রশিবিরের ফুলেল শুভেচ্ছায় সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার নবনিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের বরণ
মো. হাফিজুল ইসলাম, সাতক্ষীরা: সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার নবনিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ফুলেল শুভেচ্ছাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার নবাগত এসিল্যান্ডের সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলা ভূমি অফিসে নবাগত সহকারী কমিশনার (ভূমি) ওবিস্তারিত পড়ুন