বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মুজিববর্ষ ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টে কলারোয়াকে হারিয়ে সেমিতে দেবহাটা

সাতক্ষীরায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘মুজিববর্ষ ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টে-২০২১’ এর প্রথম রাউন্ডের শেষ খেলায় দেবহাটা উপজেলা ২-০ গোলে কলারোয়া উপজেলাকে হারিয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। ফলে টুর্নামেন্টের শেষ দল হিসাবে সেমিফাইনালে উন্নিত হয়েছে দেবহাটা উপজেলা দল।

রবিবার বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় ‘মুজিববর্ষ ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের দেবহাটা উপজেলা ও কলারোয়া উপজেলার মধ্যে ১ম রাউন্ডের শেষ খেলা অনুষ্ঠিত হয়।

প্রথমার্ধের শুরুতে উভয় দলের খেলোয়াড়দের আক্রমণ পাল্টা আক্রমণে চলতে থাকে খেলা। দু’দলই আক্রমাত্মকভাবে খেলতে থাকে। নিজেদের জানান দিতে দু’দলের খেলোয়াড়রা একাধিক বার গোল বারে শর্ট করে। কিন্তু প্রতিটা শর্টই লক্ষ্যভষ্টে। তবে প্রথমার্ধের ৭ মিনিট বাকি থাকতে দেবহাটা উপজেলার ১২ নাম্বার জার্সিধারি খেলোয়াড় শরিফ গোল করে দলকে এগিয়ে নিয়ে মধ্য বিরতিতে যায়।

দেবহাটা উপজেলা দল ১-০ গোলের স্কোর নিয়ে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে। খেলার ৫ মিনিটের মাথায় কলারোয়া উপজেলার ১৮ নাম্বার জার্সিধারি হাসিবুল বল নিয়ে ডি-বক্সের ভিতরে ঢুকে একটা দারুণ সুযোগ তৈরী করে গোলের। কিন্তু দেবহাটা উপজেলার ডিফেন্স তোতনের প্রচেষ্টায় সেটা ভঙ্গ হয়ে যায়। উল্টু দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মাথায় দেবহাটা উপজেলার গোলরক্ষকের লম্বা শর্টে ৯ নাম্বার জার্সিধারি সাব্বির মাঝ মাঠ থেকে বল পেয়ে একক প্রচেষ্টায় গোল করেন। ফলে দেবহাটা উপজেলা ২-০ গোলের ব্যবধানে এগিয়ে থাকে। দেবহাটা উপজেলা দল এগিয়ে থেকে খেলায় আবারও আক্রমণ পাল্টা আক্রমণে চলতে থাকে। একদিকে কলারোয়া উপজেলা গোল পরিশোধে মরিয়া অন্যদিকে দেবহাটা উপজেলা গোলের স্কোর বেশি করতে ব্যস্ত। এভাবে চলতে থাকে দ্বিতীয়ার্ধের খেলা। খেলায় আর কোন গোল না হওয়ায় দেবহাটা উপজেলা দল ২-০ গোলে কলারোয়া উপজেলা দলকে হারিয়ে সরাসরি সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।

প্রথম রাউন্ডের শেষ খেলায় রেফারির দ্বায়িত্ব পালন করেন এস এম আব্দুল গফফার তার সহযোগী হিসেবে একে আজাদ কানন ও আবু অহিদ বাবলু। চতুর্থ রেফারি ছিলেন রাহুল সরকার। ম্যাচ কমিশনার ছিলেন রফিক উল ইসলাম খান।

রবিবারের খেলায় মাঠে বসে উপভোগ করেন, সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মো. বদরুল ইসলাম খান বদু, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি শেখ নাসেরুল হক, ক্রীড়া সংগঠক বীরমুক্তিযোদ্ধা হাসনে জাহিদ জজ, সাজেক্রীস অতিরিক্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, সাজেক্রীস সদস্য আ. ম আক্তারুজ্জামান মুকুল, ইকবাল কবির খান বাপ্পি, ডিএফএর সদস্য আতিকুর রহমান ছট্টু, বাবর আলী, রুহল আমিন, জাহিদুর রহমান খান চৌধুরী, মাসুুুদ আলী, সাজেক্রীস সচিব শেখ মোস্তাক আহমেদ বাবলু প্রমুখ।

সোমবার (২২ মার্চ) বিকালে সাড়ে তিনটায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টে প্রথম সেমিফাইনাল খেলায় মুখোমুখি হবে শক্তিশালী সদর উপজেলা দল বনাম তালা উপজেলা দল।

মঙ্গলবার ২য় সেমিতে মুখোমুখি হবে শক্তিশালী দেবহাটা উপজেলা দল বনাম শ্যামনগর উপজেলা দল।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার ইউএনও’র সাথে ইউএনডিপি প্রতিনিধি দলের সাক্ষাত

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শন করেছেন জাতিসংঘ উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়া সীমান্তে ভারতীয় ইমিটেশন গহনাসহ বিভিন্ন পণ্য উদ্ধার

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেরালকাতা ইউনিয়ন পরিষদের সমস্যা ও উন্নয়ন বিষয়ে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ার কেরালকাতা ইউনিয়ন পরিষদের সমস্যা ও উন্নয়নের বিষয়ে নিয়ে একবিস্তারিত পড়ুন

  • কলারোয়া সীমান্তে ৭ লক্ষ টাকার ভারতীয় ওষুধসহ বিভিন্ন পণ্য উদ্ধার
  • কলারোয়ার কেরালকাতায় মানব পাচার প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়া সীমান্তে ৭ লক্ষ টাকার ভারতীয় ওষুধসহ পণ্য উদ্ধার
  • কলারোয়া সীমান্তে ভারতীয় ওষুধ ও শাড়ি উদ্ধার
  • সীমান্ত অপরাধরোধে সাতক্ষীরায় বিজিবির সচেতনতা মূলক সভা
  • ‘সাতক্ষীরা জেলায় কোন ঘুষ চলবে না’ : ডিসি মোস্তাক আহমেদ
  • মালয়েশিয়ায় তালা-কলারোয়ার প্রবাসীদের সাথে মতবিনিময় সভায় সাবেক এমপি হাবিব
  • কলারোয়ায় প্রাইমারি স্কুল শিক্ষক সমিতির কমিটি।। সভাপতি কাঁকন, সম্পাদক মামুন
  • কলারোয়া সীমান্তে ৭ লক্ষাধিক টাকার ভারতীয় ওষুধ ও শাড়ি উদ্ধার
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মদসহ প্রায় ১২ লক্ষ টাকার মালামাল জব্দ
  • কলারোয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন
  • কলারোয়া সীমান্তে ভারতীয় ওষুধ ও শাড়ি উদ্ধার