বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের নির্বাচনের প্রচারণা তুঙ্গে

৫ নভেম্বর শুক্রবার সাতক্ষীরা ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সম্মিলিতভাবে বা ব্যক্তিগতভাবে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। আবার কেউ কেউ ভোটারদের আকৃষ্ট করতে ডিজিটাল প্লাটফর্ম সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রার্থীরা প্রচার-প্রচারণা চালাচ্ছে।

নির্বাচনে ১২টি পদের বিপরীতে দুটি প্যানেল ভুক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৩ জন প্রার্থী।

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ভবনে অবস্থিত নির্বাচন কমিশনারের কার্যালয় সূত্রে জানা যায়, ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বীতা করছেন।
একদিকে আছে সাবেক ক্রিকেটার, ক্রিকেট মাঠের পরীক্ষীত আম্পায়ার নবীন-তারুণ সমন্বয়ে গঠিত সম্মিলিত আম্পায়ার ঐক্য পরিষদ।
অপরদিকে সাবেক ক্রিকেটার, ক্রিকেট মাঠের অভিজ্ঞ আম্পায়ারদের সমন্বয়ে গঠিত শফি-মুকুল-হিরন পরিষদ।

দুটি প্যানেল থেকে সহ-সভাপতি পদে শফিকুল ইসলাম শফি মনোনয়নপত্র সংগ্রহ করায় সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন।
সেক্ষেত্রে দুটি প্যানেলে ১১টি পদে নির্বাচন হবে।

সম্মিলিত আম্পায়ার ঐক্য পরিষদের সহ-সভাপতি শফিকুল ইসলাম শফি (বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী), সাধারণ সম্পাদক পদে সদ্য বিদায়ী সহকারী সাধারণ সম্পাদক, টাউন স্পোর্টিং ক্লাবের সাবেক ক্রিকেটার, ক্রিকেট মাঠের নিয়মিত মুখ, সাজেক্রীস সদস্য মো. ইদ্রিস আলী বাবু, সহকারী সাধারণ সম্পাদক পদে সুলতান পুর ক্লাবের সাবেক ক্রিকেটার খন্দকার কবির হাসান দিপু, কোষাধ্যক্ষ পদে সাবেক কৃতক্রিকেটার টাউন স্পোর্টিং ক্লাবের উইকেটরক্ষক সাজেক্রীস যুগ্ম-সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, দপ্তর সম্পাদক পদে সুলতান পুর ক্লাবের শেখ আখেরুজ্জামান ও কার্যনির্বাহী সদস্য পদে একসময়ে জেলাসহ দেশের বিভিন্ন ক্রিকেট ক্লাবের হয়ে খেলা আল আমিন কবির চৌধুরী ডেভিড, সাইফ উদ্দীন আহমেদ মুকুল, মো. লুৎফর রহমান সৈকত, মো. আশরাফুল হুদা, মো. অহিদুজ্জামান শামীম, শেখ দারুজ্জামান রুবেল ও মনজুরুল হাসান আকাশ ত্রি-বার্ষিক নির্বাচনে জোর প্রতিদ্ব›দ্বীতা করছেন।

অপরদিকে, শফি-মুকুল-হিরন পরিষদের সহ-সভাপতি পদে শফিকুল ইসলাম শফি (বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী), সাধারণ সম্পাদক পদে সদ্য বিদায়ী সা. সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন খুলনা বিভাগীয় সভাপতি, পিকে ইউনিয়ন ক্লাবের সাবেক ক্রিকেটার, সাজেক্রীস সদস্য আ ম আক্তারুজ্জামান মুকুল, সহকারী সাধারণ সম্পাদক পদে শেখ আসিফ কবির হিরন, কোষাধ্যক্ষ পদে মো. আব্দুস সামাদ, দপ্তর সম্পাদক পদে কাজী মো. ফরহাদ ও কার্যনির্বাহী সদস্য পদে শেখ রফিকুর রহমান লাল্টু, মো. সাইফুল হুদা খান তুহিন, মো. জেহাদ হোসেন, মো. মহসীন আলী, মো. ফরহাদ হোসেন, শেখ মোস্তফা আজাদ নয়ন ও মো. আসাদুজ্জামান প্রতিদ্বন্দ্বীতা করছেন।

এর আগে ঘোষিত তফশীল অনুযায়ী ১৯ অক্টোবর থেকে মনোনয়ন পত্র বিতরণ করা হয়। সেদিন ১২টি পদের বিপরীতে ২৫ মনোনয়ন পত্র সংগ্রহ করে প্রার্থীরা এবং মনোনয়ন পত্র জমাদেন ২৩ অক্টোবর। এছাড়া নির্বাচনে প্রতিদ্ব›দ্বীকারী বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয় ২৫ অক্টোবর এবং মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ছিল ২৮ অক্টোবর। নির্বাচনে ২টি প্যানেলে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয় ২৯ অক্টোবর।

আগামী ৫ নভেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৩টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ভবনে অবস্থিত নির্বাচন কমিশনারের কার্যালয়ে।
একই দিন ভোট গ্রহণ শেষে গননা ও ফলাফল ঘোষণা করা হবে বলে জানান নির্বাচন কমিশনার মো.আশরাফুজ্জামান আশু।

নির্বাচনে ৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করবে।

আগামী তিন বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন, সাতক্ষীরা জেলা শাখা নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করবে।
সৌজন্যে: পত্রদূত।

একই রকম সংবাদ সমূহ

ঝাউডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

ঝাউডাঙ্গা (সাতক্ষীরা সদর) প্রতিনিধি : ঝাউডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ঋত্বিকা(৬) নামে এক শিশুর মৃত্যুবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

কলারোয়ার জয়নগরে যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

দেবাশীষ চক্রবর্ত্তী বাবু: কলারোয়ার জয়নগর ইউনিয়নের খোর্দ্দবাটরা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়নবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাইয়ের মূল হোতা গ্রেপ্তার
  • ধুলিহরে শীতার্তদের মাঝে তাকদীর আহসান রুবেলের কম্বল বিতরন
  • সাতক্ষীরার রসুলপুর মাদ্রাসা ও এতিমখানার ছাদ ঢালাই উদ্বোধন
  • সাতক্ষীরায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আইনজীবী ফোরামের দোয়া মাহফিল
  • সাতক্ষীরায় যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
  • ঝাউডাঙ্গায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
  • সাতক্ষীরায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলার উদ্বোধন
  • অসুস্থ সাংবাদিক হাফিজকে দেখতে গেলেন সাতক্ষীরা সাংবাদিক কল্যান পরিষদের নেতৃবৃন্দ
  • সাতক্ষীরার নয়া জেলা ও দায়রা জজকে ফুলেল শুভেচ্ছা আইনজীবী সহকারী সমিতির
  • শহীদ জিয়া দেশের মানুষের জন্য বাতিঘর : সাবেক এমপি হাবিব
  • শহীদ জিয়ার জন্মদিনে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়ানুষ্ঠান