স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দলীয় পদ হারালেন কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী দলীয় পদ হারালেন।
বিগত উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক নৌকার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তিনি এ দলীয় পদ হারালেন।
শনিবার (৫ অক্টোবর) গঠিত নতুন আহ্বায়ক কমিটিতে তার স্থান মেলেনি।
এমনকি কমিটিতে স্থান মেলেনি সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মরহুম শেখ ওহেদুজ্জামানের ছেলে শেখ মেহেদী হাসান সুমনেরও।
উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান শেখ ওহেদুজ্জামান। এতদিন ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছিলেন আলহাজ নরিম আলী।
শনিবার তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হক ছোটকে আহ্বায়ক, শেখ রিয়াজ উদ্দিন ও ডিএম সিরাজুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক ও সজল মুখার্জীকে সদস্য সচিব করে ২৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। তাদের আগামী ১৫ নভেম্বরের মধ্যে উপজেলা সম্মেলন করার নির্দেশনা দেয়া হয়েছে। জেলা আওয়ামী লীগ সভাপতি মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ নজরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- অ্যাড. শেখ মোজাহার হোসেন কান্টু, নরিম আলী মাস্টার, শেখ নাজমুল ইসলাম (ভাইস চেয়ারম্যান), প্রশান্ত কুমার সরকার, নুরুজ্জামান জামু, কাজী নওশাদ দেলওয়ার রাজু, শামসুল হক মাস্টার, অমল মাস্টার, আবুল কাশেম, আহম্মদ আলী, মোজাম্মেল হক, আনিসুজ্জামান নলতা, আব্দুল গফুর, কাওফিল আরা সজল, গোবিন্দ কুমার, নুরুল হক, মোস্তফা কবিরুজ্জামান, দুলাল ঘোষ, মোকলেছুর রহমান মুকুল, আশরাফুল ইসলাম খোকন ও নাজমুল শাহাদাত রাজা।
জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন- কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। তাদের আগামী ১৫ নভেম্বরের মধ্যে সম্মেলন করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় শিক্ষার্থী সোনিয়ার চোখের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান
কলারোয়ায় এক মেধাবী শিক্ষার্থীর চোখের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করেছেবিস্তারিত পড়ুন

রাস্তার পাশের গাছে পেরেক ঠুকে বিলবোর্ড ॥ গাছ সুরক্ষার দাবি
রাস্তার পাশে গাছে গাছে ঝুলতে দেখা যায় হরেক রকমের বিলবোর্ড।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা আ.লীগের সভাপতি-সম্পাদককে শুভেচ্ছা কালিগঞ্জ আ.লীগের
বাংলাদেশ আওয়ামীলীগ সাতক্ষীরা জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রবীন রাজনীতিক,বিস্তারিত পড়ুন