বুধবার, সেপ্টেম্বর ১৭, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বামীর চুরি মামলায় ‘পরকীয়া প্রেমিকসহ’ স্ত্রী গ্রেফতার

স্বামীর করা চুরি মামলায় ‘পরকীয়া প্রেমিকসহ’ স্ত্রীকে গ্রেফতার করে পুলিশ। স্বামীকে রেখে ‘পরকীয়া প্রেমিকের’ সঙ্গে পালানো স্ত্রী রিয়া বেগম (২৪) ও তার প্রেমিক এনায়েত হোসেন ফাহাদের (২৪) বিরুদ্ধে চুরি মামলা করেন সিলেটের বিশ্বনাথের হাবিবুর রহমান নামের এক ব্যক্তি।

বুধবার (২৮ এপ্রিল) সকালে জকিগঞ্জ উপজেলা থেকে রিয়া বেগম ও তার পরকীয়া প্রেমিক এনায়েত হোসেন ফাহাদকে আটক করে পুলিশ। পরে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) স্বামী হাবিবুর হরমানের করা অভিযোগকে মামলা হিসেবে নথিভুক্ত করে রিয়া ও ফাহাদকে গ্রেফতার দেখানো হয়।

হাবিবুর রহমান উপজেলার রামপাশা ইউনিয়নের পুরানগাঁও (কোনাপাড়া) গ্রামের আবদুল বারিকের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী।

মামলার অভিযোগ থেকে জানা যায়, এক বছর ধরে হাবিবুর তার স্ত্রী রিয়র আচরণের মধ্যে অস্বাভাবিকতা লক্ষ করেন। তিনি ধারণা করতেন তার অবর্তমানে রিয়া অন্য কোনো পুরুষের সঙ্গে কথা বলে। গত মঙ্গলবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৮টায় তারাবিহ নামাজ পড়তে মামাতো ভাই ইসমাইল হোসেনের সঙ্গে পার্শ্ববর্তী মসজিদে যান হাবিব। এ সময় তাদের একমাত্র শিশুকন্যাটি দাদুর সঙ্গে অন্য বাড়িতে থাকায় ঘরে একাই ছিলেন রিয়া। হাবিব নামাজে থাকাবস্থায় তার বাড়ির সামনের খালের এক পাশে একটি সাদা রঙের প্রাইভেটকারকে এক থেকে দুই মিনিট দাঁড়িয়ে থাকতে দেখেন ইসলাম উদ্দিন নামের একই গ্রামের এক ব্যক্তি। যেটি পরে দ্রুত স্থান ত্যাগ করে চলে যায়। হাবিব নামাজ শেষে বাড়ি ফিরে দেখতে পান, তার স্ত্রী রিয়া ঘরে নেই। রিয়ার ব্যবহৃত ফোনটিও বন্ধ পান তিনি।

এ সময় তিনি খোঁজ নিতে গিয়ে দেখেন, তার ঘরের আলমারিতে রাখা নগদ এক লাখ ২০ হাজার টাকা, ৭ ভরি স্বর্ণালংকার, একটি স্মার্ট ফোনসেট, মূল্যবান জিনিসপত্র ও কাপড়চোপড় কিছুই নেই। হাবিবের ধারণা, তার স্ত্রী অপর আসামিদের সহযোগিতায় ওই টাকা ও মালামাল চুরি করে নিয়ে গেছে।

জানা গেছে, এক সন্তানের জননী রিয়া বেগমের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল এনায়েত হোসেন ফাহাদের। প্রেমের টানেই গত মঙ্গলবার রাতে কথিত প্রেমিক ফাহাদের হাত ধরে স্বামী ঘর ছাড়েন রিয়া।

মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) এমরুল জানান, গ্রেফতারের পর ফাহাদের কাছ থেকে ৫ হাজার টাকা ও একটি স্মার্ট ফোনসেট উদ্ধার করা হয়েছে।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা বলেন, চুরির মামলায় গ্রেফতার দুই আসামিকে বৃহস্পতিবার দুপুরে সিলেটের আদালতে প্রেরণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ডাঃ মাহমুদুল হাসান (পলাশ) ব্যাংককে স্পাইন রিজিওনাল কনফারেন্সে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করবেন

শেখ মাহমুদুল হাসান, কলারোয়া (সাতক্ষীরা): আন্তর্জাতিক মঞ্চে পদচারণা খুলনা মেডিকেল কলেজের সহকারীবিস্তারিত পড়ুন

কলারোয়ার আসাননগর মানব কল্যাণের” উদ্যোগে হতদরিদ্র পরিবারকে ইট প্রদান

হাবিবুল্লাহ বাহার, কলরোয়া: সাতক্ষীরার কলারোয়া উপজেলা জয়নগর ইউনিয়নের ধানদিয়া গ্রামের নওশের আলীরবিস্তারিত পড়ুন

পদ্মা সেতুতে গাড়ি থামানো ছাড়াই স্বয়ংক্রিয় টোল আদায়

পদ্মা সেতুতে লাইভ পাইলটিং আকারে চালু হয়েছে আধুনিক ননস্টপ ইলেকট্রনিক টোল কালেকশনবিস্তারিত পড়ুন

  • ৭ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার
  • নতুন বেতন কাঠামোতে যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে
  • শেখ হাসিনা বিরোধীপক্ষকে হিটলারের মতো দমন করতেন- মাহমুদুর রহমানের
  • ১২ জেলায় বন্যার সতর্কবার্তা
  • ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এলো
  • জামায়াতের পর এবার খেলাফত মজলিসের কর্মসূচি ঘোষণা
  • পিআর ইস্যুতে জামায়াতের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি, কর্মসূচি ঘোষণা
  • কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা
  • ধানের পর কলারোয়ায় এবার পাট দিয়ে তৈরি হলো দুর্গা প্রতিমা
  • সাতক্ষীরা আদালতে কারা মহাপরিদর্শকের বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানি মামলা
  • ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে ‘মহোৎসবের নির্বাচন’: প্রধান উপদেষ্টা
  • ১২ অক্টোবর থেকে দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন