সোমবার, জুলাই ১৪, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অতি বর্ষণে সাতক্ষীরায় বেড়েছে সবজির দাম, নাভিশ্বাস ক্রেতাদের

গাজী হাবিব, সাতক্ষীরা: অতি বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় সাতক্ষীরায় বর্ষাকালীন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। যার প্রভাব পড়েছে বাজারে। তবে সরবরাহ কিছুটা থাকলেও কয়েকদিনের ব্যবধানে প্রতিটি সবজির দাম কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেড়েছে। এর মধ্যে কাঁচা মরিচের দাম বেড়েছে দ্বিগুণ।

সরেজমিনে রবিবার (১৩ জুলাই) সকালে সাতক্ষীরার কদমতলা বাজার ও সুলতানপুর বড়বাজার ঘুরে দেখা গেছে, খুচরা বাজারে প্রকারভেদে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকা থেকে ২৩০ টাকা কেজি। এক সপ্তাহ আগে যার দাম ছিল ৭০ থেকে ৮০ টাকা কেজি। এছাড়া বেগুন ৮০ টাকা, টমেটো ১৫০ টাকা, আলু ২৫ টাকা, দেশী ওল ১৩০ টাকা, দেশী মাদ্রাজ ওল ১০০ টাকা, পটল ৫০ টাকা, পেঁপে ৪০ থেকে ৪৫ টাকা, কাঁচা কলা ৫৫ টাকা, গাজর ১৫০ টাকা, বরবটি ৮০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৪৫ থেকে ৫৫ টাকা, কাকরোল ৮০ টাকা, কচুরমুখি ৬০ থেকে ৬৫ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, ঝিঙ্গে ৬০ টাকা, পল্লা ৩০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, লাউ প্রতি পিচ ৫০ টাকা, কেওড়া ৪০ টাকা এবং উচ্ছে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়া লেবু একপিস ৩ টাকা, পুইশাক এক আটি ২৫ টাকা, লাল শাক এক আটি ২০ টাকা, এবং ৪০/৪৫ টাকা দামের খিরাই বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি। এক সপ্তাহ আগে এসব সবজি কেজিতে ১০ থেকে ২০ টাকা কমে বিক্রি হয়েছে।

তবে স্থিতিশীল রয়েছে পেঁয়াজ, রসুন ও আদার দাম। খুচরা বাজারে দেশি পেঁয়াজ ৫০ টাকা, রসুন প্রকারভেদে ৮০ টাকা থেকে ১১০ টাকা এবং আদা বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজিতে।

এছাড়া আগের দামেই বিক্রি হচ্ছে অন্যান্য মশলা জাতীয় পণ্য। ফলে মসলায় স্বস্তি থাকলে ক্রেতাদের নাভিশ্বাস উঠছে সবজির দাম। বাজারে হঠাৎ করে সবজির দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন নিন্ম আয়ের সাধারণ ক্রেতারা।

সুলতানপুর বড়বাজারে সবজি কিনতে আসা মধুমোল্লারডাঙ্গী এলাকার মনিরুজ্জামান জানান, মাত্র এক সপ্তাহের ব্যবধানে বাজারে প্রতিটি সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। হঠাৎ করে দাম বাড়ায় বিপাকে পড়েছেন আমাদের মত সাধারণ ক্রেতারা। বৃষ্টির অজুহাতে সরবরাহ কমিয়ে পরিকল্পিতভাবে বাজারে সবজির দাম বৃদ্ধি করা হয়েছে কিনা তা মনিটরিং করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

কদমতলা বাজারে সবজি কিনতে আসা কাশেমপুর গ্রামের দবির উদ্দীন সরদার, লাবসার ফরিদা বেগম জানান, আগের সরকারের আমলে সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করা হতো। হঠাৎ করে বাজারে সবজির দাম বেড়েছে প্রায় দ্বিগুন। সিন্ডিকেট করে দাম বাড়ানো হচ্ছে কিনা কর্তৃপক্ষের তদারকি করা ভালো।

সবজির আড়ৎদার মিয়ারাজ হোসেন জানান, প্রায় ১৫ দিন ধরে টানা বৃষ্টিপাতের কারণে জেলার বহু অঞ্চলের সবজির ক্ষেত পানিতে তলিয়ে গেছে। যে কারণে বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম আগের চেয়ে কেজিতে ১০/১৫ টাকা বেড়েছে।

কদমতলা বাজারের খুচরা সবজি ব্যবসায়ি ইলিয়াস হোসেন জানান, এতো বর্ষা হলে বাজারে সবজি আসবে কোথা থেকে। সবজি না থাকলে দাম তো বাড়বেই। পাইকারি বাজার থেকে যে দামে কিনতে পারছি তেমন বিক্রি করছি।

পাইকারি সবজি বিক্রেতা আইয়ুব আলী জানান, টানা বৃষ্টির কারণে আমাদের নগরঘাটা, ধানদিয়া, লাবসা, থানাঘাটা, আগরদাড়ী এলাকার অধিকাংশ সবজির ক্ষেত পানিতে তলিয়ে গেছে। যে কারণে কৃষকরা ক্ষেতের সবজি উঠাতে পারছে না। আবার অনেকের ক্ষেতের সবজি পানিতে পচে নষ্ট হয়ে যাচ্ছে। ফলে নতুন সবজি না উঠা পর্যন্ত বাজারে দাম বাড়তেই থাকবে।

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম জানান, চলতি বর্ষা মৌসুমে সাতক্ষীরায় প্রায় ৩ হাজার হেক্টর জমিতে বর্ষাকালিন সবজির চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতো মধ্যে ১৭৮৫ হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। গত কয়েকদিনের টানা বর্ষায় ২ হাজার হেক্টর জমির আউস ধান, বীজতলা ও সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা

আব্দুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও অপরাধ নিয়ন্ত্রণে করণীয় ঠিকবিস্তারিত পড়ুন

ভোমরা স্থলবন্দরের ২ শ্রমিক ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের দুই শ্রমিক (১১৫৫ ও ১১৫৯) ইউনিয়নেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় এনসিপি’র কর্মসূচির নিউজ কাভার করতে গিয়ে তীব্র গরমে ১০ সাংবাদিক অসু*স্থ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত জুলাইবিস্তারিত পড়ুন

  • আসনের লোভ দেখিয়ে জুলাই বিপ্লবীদের কেনার সাধ্য কারো নেই : নাহিদ ইসলাম
  • রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ীকে হ*ত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ
  • কলারোয়ায় যুবদল থেকে পদত্যাগ করলেন সালাউদ্দিন পারভেজ, থাকছেন বিএনপিতে
  • কলারোয়ায় বিএনপির সদস্য নবায়ন ফরম বিতরণ উদ্বোধন
  • সাতক্ষীরায় জুলাই গণঅভ্যুত্থান ক্যালেন্ডারের উদ্বোধন
  • সাতক্ষীরায় কর্তব্যরত অবস্থায় এসআই সাইদুজ্জামানের মৃত্যু
  • সাতক্ষীরায় জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ট্রাক ও চিংড়ী রেনুসহ আটক-২
  • জিপিএ-৫ প্রাপ্তদের সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সংবর্ধনা
  • সাতক্ষীরায় এনসিপি’র কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন
  • জলাবদ্ধতা থেকে মুক্তির দাবীতে সাতক্ষীরার লাবসায় স্থানীয়দের বিক্ষোভ