শনিবার, মে ৪, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চারদিকে সাজ সাজ রব

ঈদের নামাজ আদায়ে কলারোয়ায় প্রস্তুত মসজিদ ও মসজিদ সংলগ্ন ঈদগাঁহ

শুক্রবার (১৪ মে) পবিত্র ঈদুল ফিতর। ঈদের নামাজ আদায়ে প্রস্তুত কলারোয়া উপজেলার সকল মসজিদ ও মসজিদ সংলগ্ন ঈদগাঁহগুলো। ইতোমধ্যে চারদিকে সাজ সাজ রব আর বাহারী আলোক সজ্জায় সেজেছে মসজিদের বাইরের অংশ। অস্থায়ী কাপড়ের গেটও নির্মাণ করা হয়েছে অনেক স্থানে।

সরেজমিনে এ দৃশ্য দেখা গেছে।

জানা গেছে, ‘করোনার ভয়াবহতার প্রেক্ষিতে এবারো ঈদগাঁহে ঈদের নামাজের জামাত অনুষ্ঠানের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। বলা হয়েছে মসজিদে মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় করতে। তাই সরকারি নির্দেশনা অনুযায়ী উপজেলার বেশিরভাগ ঈদগাঁহে এবারো ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে না। পাড়া-মহল্লার প্রতিটি মসজিদে ঈদের নামাজ আদায় করা হবে।’

তবে ‘মসজিদ সংলগ্ন তথা মসজিদের গা ঘেষে মাঠ বা চত্বরে ঈদের নামাজের আয়োজন করা হচ্ছে’ বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘উপজেলার বিভিন্ন এলাকায় মসজিদ ও মসজিদ সংলগ্ন ঈদগাঁহে সকাল ৭টা থেকে ঈদের নামাজ শুরু হবে। ইতোমধ্যে মসজিদ কমিটি ও ঈদগাঁহ কমিটির পক্ষ থেকে নামাজের জামাতের সময় উল্লেখ করে মাইকিং করা হয়েছে।’

‘ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি’। ঈদের খুশি ভাগ করে নিতে যতই লকডাউন থাকুক, দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকুক যেভাবেই হোক নারির টানে ঘরে ফেরার টান থাকে প্রায় সকলের। তেমনি অনেকে ফিরেছেন দেশের বিভিন্ন এলাকায় কর্মসূত্রে কিংবা বিভিন্ন কারণে থাকা কলারোয়ার সন্তানেরা। প্রাণচাঞ্চল্যতায় ভরে উঠেছে গোটা কলারোয়ার বিভিন্ন এলাকা।

বৃহস্পতিবার বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, মসজিদের বাইরে কিংবা মসজিদ সংলগ্ন ঈদগাঁহে ঢোকার মুখে ডেকোরেটর কর্মী ও ঈদগাঁহ কমিটির সদস্যরা ব্যস্ত সময় পার করছেন। সাজসজ্জার ব্যবস্থাপনা শেষ পর্যায়ে। এখন শুধু পবিত্র ঈদের নামাজের প্রস্তুতি।

পৌরসদরের তুলসীডাঙ্গা পূর্বপাড়া ঈদগাঁহ কমিটির সদস্য ফারুক হোসেন জানান, ‘করোনার কারণে সামজিক দূরত্ব বজায় রেখে এবার মসজিদ ও মসজিদ সংলগ্ন অনেক ঈদগাঁহ ময়দানে শুক্রবার ঈদ-উল ফিতরের ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।’

উপজেলার সবচেয়ে বৃহৎ ঈদগাঁহ হলো চন্দনপুর ইউনিয়নের গয়ড়া-রামভদ্রপুর-কায়বা সম্মিলিত ঈদগাঁহ। সেখানে করোনার আগপর্যন্ত বছরে প্রতি ঈদে ৪ থেকে ৫হাজার মুসল্লি একসাথে ঈদের নামাজ আদায় করে থাকেন। গেলো বছরে সেখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। এবারো হচ্ছে না। তবে ওই ঈদগাঁহের আওতাধীন গয়ড়া, রামভদ্রপুর ও কায়বার আংশিক এলাকার ১১টি মসজিদে স্ব-স্ব মসজিদ কমিটির উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন গয়ড়া-রামভদ্রপুর-কায়বা সম্মিলিত ঈদগাঁহ কমিটির সভাপতি ও কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্তা অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর মো. আবু নসর।

তিঁনি আরো জানান, ‘স্বাস্থ্যবিধি মেনে ও মুখে মাস্ক পরিধান করে মসজিদে মসজিদে ঈদের নামাজ আদায়ে মুসল্লিদের প্রতি আহবান জানানো হয়েছে।’

এদিকে, ঈদ-উল ফিতর উপলক্ষে কলারোয়াবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কলারোয়া নিউজ ডটকম’ পরিবার।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার অপরূপ পুরাকীর্তি শ্যামসুন্দর মঠ-মন্দির, সংরক্ষণে নেই কার্যকরী উদ্যোগ

শেখ জিল্লু : প্রকৃতির সাথে পুরাকীর্তি যাদের সমানভাবে আকর্ষণ করে তাদের আসতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় তৃষ্ণার্তদের মাঝে শরবত ও পানি বিতরণ করলো ‘মানবতার কল্যাণে আমরা ফাউন্ডেশন’

কলারোয়ায় প্রচন্ড তাপদাহে তৃষ্ণার্ত সাধারণ মানুষের মাঝে ঠান্ডা শরবত ও পানি বিতরণবিস্তারিত পড়ুন

কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে ৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা

দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে ৯ প্রার্থী মনোনয়নপত্র জমাবিস্তারিত পড়ুন

  • হিট ষ্ট্রোকে আতঙ্কে আছেন কলারোয়ার পোল্ট্রি খামারীরা
  • কলারোয়ায় ক্লাইমেট- স্মার্ট প্রযুক্তির মাধ্যমে কৃষিতে পরিকল্পনা প্রনয়ণ ও মূল্যায়ন কর্মশালা
  • ৮ মাস বন্ধ কলারোয়ার বেত্রবতী সেতু নির্মাণ কাজ, ভাঙা সেতু দিয়ে ঝুঁকিতে পারাপার
  • একই দিনে কলারোয়ার দেয়াড়া হাইস্কুলে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের যোগদান
  • কলারোয়ায় কৃষির জলবায়ু পরিবর্তন প্রকল্পের কর্মশালা
  • কলারোয়ায় আস্থা প্রকল্পের যুব ফোরামের ত্রৈমাসিক সভা
  • ‘কলারোয়ায় শুদ্ধাচার ও ভদ্র রাজনীতির সূচনা করতে চাই’: স্বপন এমপি
  • কলারোয়ায় ইলেকট্রিশিয়ান ও ভ্যান শ্রমিক ইউনিয়নের মে দিবস উদযাপন
  • কলারোয়ায় তৃষ্ণার্ত পথচারীদের পানি ও স্যালাইন দিলেন স্বপন এমপি
  • কলারোয়ার পালপাড়া গণহত্যা দিবসে গভীর শ্রদ্ধায় শহীদদের স্মরণ
  • কলারোয়ায় ঔষধ ব্যববসায়ীদেরকে নিয়ে জনসচেতনামূলক সভা
  • ২১ বছরর মধ্যে সাতক্ষীরায় সর্বোচ্চ ৪২.২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড