বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উন্নয়ন সংস্থা লিডার্স এর বার্ষিক পশ্চাদানুসরণ-২০২৪ সম্পন্ন

বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স এর আয়োজনে“ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড” এর আর্থিক সহযোগিতায় বার্ষিক পশ্চাদানুসরণ- ২০২৪ সম্পন্ন হয়েছে। গত ২০ ফেব্র“য়ারি ২০২৪ থেকে ২২ ফেব্রুয়ারি ২০২৪ খ্রী. পর্যন্ত বার্ষিক পশ্চাদানুসরণ -২০২৪ অনুষ্ঠানটি কক্সবাজারে অনুষ্ঠিত হয়।

বার্ষিক পশ্চাদানুসরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লিডার্স এর সাধারন পরিষদের বর্তমান সদস্য এবং অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল ও লিডার্সের প্রাক্তন সভাপতি জনাব বিধুস্রবা মণ্ডল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাধারন পরিষদের সদস্য ও সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, কার্যনির্বাহী পরিষদের সদস্য, শিক্ষক ও সাংবাদিক রনজিৎ কুমার বর্মন, কোষাধ্যক্ষ সুজাতা রানী মিস্ত্রী, লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, লিডার্স এর সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং তাদের পরিবারবর্গ।

অনুষ্ঠানটি দুইটি ধাপে আয়োজন করা হয়। ১ম ধাপে ছিল লিডার্স এর বিভিন্ন প্রকল্পের বিস্তারিত আলোচনা, প্রকল্পের কার্যক্রম সম্পর্কে কুইজ প্রতিযোগিতা, আগার্মী অর্থ বছরের কর্ম-পরিকল্পনা প্রনয়ন, নাটক, র‌্যাফেল ড্র এবং ২য় ধাপে আলোচনা সভার শেষে ২০২৩ সালের সেরা কর্মীর হাতে ক্রেস্ট ও সনদ প্রদান, পুরস্কার বিতরন এবং নৈশ ভোজ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন লিডার্সের নির্বাহী পরিচালক জনাব মোহন কুমার মণ্ডল। তিনি রিট্রিট আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি বলেন লিডার্স সব সময় মানসম্মত কাজ করার চেষ্টা করে। উপক’লীয় এলাকার মানুষের অধিকার রক্ষায় লিডার্স সব সময় এলাকার মানুষের পাশে রয়েছে এবং থাকবে।

তিনি আরও বলেন যে এই অনুষ্ঠানের মুল লক্ষ্য হচ্ছে ফেলে আসা ১ বছরের কাজের বর্ননা এবং আমাদের অর্জন ও কোন ভুল ত্র“টি থাকলে তা থেকে শিক্ষা গ্রহন করে সামনের কাজগুলো আরও ভাল করার চেষ্টা করা।
জনাব মানবেন্দ্র দেবনাথ তার বক্তব্যে বলেন যে লিডার্সের ২০২৩ সালে সব থেকে বড় অর্জন হল জায়েদ সাস্টেইন্যাবিলিটি পুরস্কার পাওয়া যার মাধ্যমে লিডার্সের কাজের সুনাম আনতর্জাতিক মহলেও প্রশংসিত হয়েছে।

লিডার্স কাজের কোয়ালিটির দিক দিয়ে অন্য এন জি ওর থেকেও আরও ভালো করবে তিনি তার বক্তব্যে এই আশাবাদ ব্যক্ত করেন।জনাব রণজিৎ কুমার বর্মন বলেন লিডার্সের সুনাম আজ শুধু সাতক্ষীরার মধ্যে সীমাবদ্ধ নেই এর সুনাম জাতীয় থেকে আন্তর্জাতিক পর্যায়েও ছড়িয়ে পড়েছে। তিনি লিডার্সের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি লিডার্স এর সেরা কর্মী ২০২৩ মোঃ রায়হান কবিরকে পুরষ্কার এবং সনদ হাতে তুলে দেন। আর গত বছরের কাজের উপর কুইজ প্রতিযোগিতা হয় এবং কুইজ এ সেরা ৫ জনকে পুরষ্কার বিতরণ করা হয় । এছাড়া র‌্যাফেল ড্র এর ৮ জনকে পুরষ্কৃত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,“ আমি লিডার্স এর বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে খুবই আনন্দিত। লিডার্স সকল কাজে আমরা সম্পৃত্ত ছিলাম এবং ভবিষ্যতে ও থাকব। লিডার্স হতদরিদ্র মানুষের উন্নয়নে যে কাজ গুলি করছে সত্যিই তা প্রশংসার দাবিদার।

লিডার্স ভালো কাজের মাধ্যমে আরও এগিয়ে যাবে এই প্রত্যশা করি। এছাড়া ও কক্সবাজারে পরিবেশ সুন্দর রাখার অংশ হিসাবে বিচ ক্লিনিং ও তাপমাত্রা ১.৫ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে রাখার আহবান জানিয়ে একটি মানববন্ধনের আয়োজন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (কালব) এর ২য় বার্ষিক সাধারণ সভা

নিজস্ব প্রতিবেদক: বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল দশটায় কলারোয়া সরকারি প্রাইমারী স্কুলের অডিটোরিয়ামেবিস্তারিত পড়ুন

শার্শায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষ- আহত-২

বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শার গোগা ইউনিয়নের সীমান্তবর্তী অগ্রভূলট গ্রামে আধিপত্য বিস্তারকেবিস্তারিত পড়ুন

একদিন নাহিদ দেশের প্রধানমন্ত্রী হতে পারেন: শফিকুল আলম

অন্তর্বর্তী সরকারের পদ থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক,বিস্তারিত পড়ুন

  • ডিসেম্বরের মধ্যে নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা: সেনাপ্রধান
  • মানবিক কাজের স্বাক্ষর রাখলেন কলারোয়ার ইউএনও জহুরুল ইসলাম
  • পিরোজপুরে পৃথক অ*গ্নি*কা*ণ্ডে প্রায় ৪০টি দোকান ভস্মীভূত
  • চাকরিচ্যুত ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তা পুনর্বহালের নির্দেশ
  • সারাদেশে র‌্যাবের ২১৮ টহল দল মোতায়েন
  • বিএনপি নেতা সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান মা*রা গেছেন
  • একদিন ‘ম্যানেজ’ করলে ঈদের ছুটি ৯ দিন
  • আগামী ডিসেম্বর বা পরের বছরের মার্চে হবে নির্বাচন : প্রেস সচিব
  • টানা ৩৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
  • অগ্নিকাণ্ডের পর সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা
  • ক্ষমতায় থেকে দল করলে লোকে কিংস পার্টি বলবে: মির্জা ফখরুল
  • সাতক্ষীরায় জলবায়ু সচেতনতায় “গোল ফর ক্লাইমেট” ফুটবল টুর্নামেন্ট