বুধবার, আগস্ট ২৭, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া হাসপাতালে ডাক্তার মাত্র ৪ জন, দুর্ভোগে রোগীরা

মোস্তফা হোসেন বাবলু: কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে থাকার কারণে সেবা নিতে আসা রোগীরা সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে চরম দুর্ভোগ আর ভোগান্তিতে রোগী ও তাদের স্বজনরা। ৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিতে আসা উপজেলার বিভিন্ন এলাকা থেকে রোগীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে নিয়মিত। উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত কলারোয়া উপজেলা। এ উপজেলায় ওয়েব সাইট তথ্য অনুযায়ী প্রায় ২৩৭৯৯২ লক্ষ মানুষের চিকিৎসার একমাত্র স্থান এই হাসপাতাল।

হাসপাতাল সূত্রে জানা যায়- কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের মোট পোস্ট ২১টি। এরমধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ১জন, আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ১জন, মেডিকেল অফিসার ২জন, ডেন্টাল সার্জন ১জনসহ মোট ৫জন কর্মরত। এরমধ্যে ১জন ফাউন্ডেশন ট্রেনিং আছেন। এরমধ্যে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ঠিকমতো অফিসে থাকতে পারেন না, যেদিন থাকেন সেদিনও ঠিকমতো সাধারণ রোগীদের চিকিৎসাসেবাও দিতে পারেন না। ফলে বর্তমানে ৩জন চিকিৎসক দিয়ে চলছে জনবহুল এ উপজেলার হাসপাতালটি। কাগজেকলমে ৪জন থাকলেও বাস্তবে মাত্র ৩জন ডাক্তার দিয়ে চিকিৎসাসেবায় হিমশিম খেতে হচ্ছে। ফলে নার্সদের উপর পড়েছে অতিরিক্ত চাপ।

জানা গেছে- হাসপাতালে সিজারিয়ানের ব্যবস্থা থাকলেও বিশেযজ্ঞ গাইনি ডাক্তার না থাকায় সাধারণ গরীব গর্ভবতী মায়েদের বাইরের প্রাইভেট ক্লিনিকে সিজার করতে হচ্ছে। এতে তাদের অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে বলে মনে করেন ভোক্তভুগিরা।

সরেজমিনে দেখা গেছে- হাসপাতাটিতে সবসময় ধারণক্ষমতার বেশী রোগী ভর্তি আছেন। এতে তাদের চিকিৎসা দিতে ডাক্তার ও নার্সদের হিমশিম খেতে হচ্ছে। ফলে হাসপাতালে যথাযথ সেবা না পেয়ে অনেক রোগী চলে যান স্থানীয় বেসরকারি ক্লিনিকে। এর ফলে সাধারণ গরীব মানুষের জন্য কষ্টসাধ্য ব্যাপার বলেছেন ভোক্তভুগিরা।
হাসপাতালে ৪ জন পরিস্কার পরিচ্ছন্ন কর্মচারী থাকার কথা থাকলেও বর্তমানে আছেন ২জন। ইতোমধ্যে তাদের চাকরীর বয়সও শেষের দিকে, অর্থাৎ ২০২৫ সালের শেষে শেষ হয়ে যাবে বলে জানা গেছে।

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশিষজ্ঞ চিকিৎসক ও জনবল সংকট থাকার কারণে এ জনবহুল উপজেলার মানুষ সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে বলে সুশিলসমাজ ও রাজনৈতিক শিক্ষিত সমাজের ব্যক্তিবর্গ বলেন।

এ ব্যাপারে কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীতিশ চন্দ্র গোলদার বলেন- আমিসহ ৪ জন চিকিৎসক দিয়ে সঠিক সেবা দিতে আমাদের খুবই হিমশিম খেতে হচ্ছে। ডাক্তারের প্রয়োজন।
ডাক্তার সংকট এর সমাধান না হলে চিকিৎসা সেবার ব্যহত হবে বলে তিনি জানান।

উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম বলেন- বিষয়টি আমি জেলা মিটিং এ আলোচনা করেছি। দ্রুত সময়ে সমাধান হবে বলে আশা করি।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা. আব্দুস সালাম বলেন- সকল উপজেলায় ডাক্তার সংকটে আছে। আশা করি আগামি এক মাসের মধ্যে ডাক্তার সংকট কেটে যাবে।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যুবার্ষিকী পালনে প্রস্তুতিমূলক সভা

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় ভাষা সৈনিক ও শিক্ষক নেতা আলহাজ্ব শেখ আমানুল্লাহ’র ১২তমবিস্তারিত পড়ুন

মালয়েশিয়া থেকে কলারোয়ায় ফিরলেন সকালে, বিকেলে মৃ*ত্যু!

কেএম আনিছুর রহমান, কলারোয়া (সাতক্ষীরা): গোলাম আজম দফাদার দীর্ঘদিন ছিলেন মালেশিয়ায়। সোমবারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

গাজী হাবিব, সাতক্ষীরা : সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা
  • কলারোয়া সীমান্ত দিয়ে ভারতে গিয়ে গ্রেপ্তার বাংলাদেশি পুলিশ কর্মকর্তা
  • কলারোয়ার চন্দনপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন।। ফজলু সভাপতি, মন্টু সেক্রেটারি, মগু সাংগঠনিক
  • সাতক্ষীরা হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতার পাশে সাবেক এমপি হাবিব
  • কলারোয়ার কয়লা ও লাঙ্গলঝাড়া ইউনিয়ন বিএনপির সম্মেলন
  • কলারোয়ায় বেহাল দশার হাসপাতাল রোডের সংষ্কার কবে?
  • কলারোয়ার কেঁড়াগাছিতে রাস্তার কালভার্ট ভেঙ্গে মরন ফাঁদ!
  • সততা-নিষ্ঠা দিয়ে মানুষের মন জয় করতে হবে: জামায়াত নেতা ইজ্জত উল্লাহ
  • বৃষ্টির মাঝেও থেমে নেই কলারোয়া বাজারের পানি নিস্কাশন ব্যবস্থার সংস্কার কাজ
  • কলারোয়ায় সিন্ডিকেটের মাধ্যমে খাতা বিক্রয়সহ দুর্নীতির অভিযোগ
  • কলারোয়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে সভা ও র‌্যালি