শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিডি তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৫নং কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম আফজাল হোসেন হাবিলের বিরুদ্ধে ভিজিএফ (বিশেষ) ভাতার তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।
এ বিষয়ে ওই ইউনিয়নের ইউপি সদস্যরা বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের বিবরণে জানা যায়, করোনা, রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমগ্র দেশব্যাপী অসহায় ও কর্মহীনদের মাঝে আর্থিক প্রণোদনা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরই সূত্র ধরে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের ১ হাজার ২৪৫ টি পরিবার এই সহায়তার আওতায় আসবে।

আর এইসব পরিবারের তালিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপিসদস্যগন সম্মিলিতভাবে করার কথা। কিন্তু ইউপি চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল এসব নিয়ম নীতির তোয়াক্কা না করে, নিজ নির্বাচনী কর্মীদের ও ব্যাক্তিগত লোকজনের নাম তালিকাভুক্ত করেছে বলে ওই অভিযোগে উল্লেখ করা হয়।

এক প্রশ্নের জবাবে ইউপি সদস্য ইয়ারআলী, নজরুল ইসলামসহ কয়েকজন ইউপি সদস্য জানান, আমরা নির্বাচিত জনপ্রতিনিধি। কিন্তু ইউপি চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল আমাদের বিগত ৫ বছর যাবৎ অবমূল্যায়ন করে আসছে। যেমন-টিআর, কাবিখা, এলজিইডি, এলজিএসপি ও কর্মসৃজন প্রকল্পের যাবতীয় কার্যক্রমে তিনি স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতি করে আসছেন। এমনকি চলমান প্রধানমন্ত্রীর উপহারের তালিকা প্রণয়নে তিনি আমাদের বিন্দুমাত্র মূল্যায়ন করেননি। এছাড়া তিনি যত্রতত্র আমাদের সাথে অসৌজন্যমৃলক আচরণ করেন। উন্নয়ন মূলক কর্মকাণ্ড বাস্তবায়নের ক্ষেত্রে তিনি কখনোই আমাদের সাথে পরামর্শ সভা ও মতামত গ্রহণ করেন না।

এমনকি আমাদের না জানিয়ে তিনি প্রকল্প প্রণয়ন ও বিল উত্তোলন করেন। তিনি আমাদের স্বাক্ষর পর্যন্ত নকল করতে পিছপা হন না। ব্যাক্তিস্বার্থে মনগড়া ও অপ্রয়োজনীয় প্রকল্প নিয়ে মনগড়া কমিটি তৈরী করে করেন এবং আমাদের না জানিয়ে আমাদের নাম ও ব্যবহার করেন। এসব বিষয়ে আমরা জানতে চাইলে আমাদেরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও মারতে উদ্যত হন। আর তার এসব আচরণের জন্য তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় সর্বস্তরের জনসাধারণ।

ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগটি দেওয়া হয়েছে। এটা সঠিক না। তবে আমি ভিজিএফ’র জন্য প্রত্যেক ইউপি সদস্যকে ১০টি করে এবং আমি নিজে ১০টি রেখে বাকি গুলো স্থানীয় গন্যমান্য ও শিক্ষকদের সমন্বয়ে একটি তালিকা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু কয়েকজন মেম্বর এটা না মেনে আমার বিরুদ্ধে উপজেলা নিবার্হী অফিসার বরাবর একটি মিথ্যা লিখিত অভিযোগে দিয়েছে বলে আমি শুনেছি।

কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তবে এখন থেকে ভিজিডি তালিকা প্রণয়নে উপজেলার জয়নগর, জালালাবাদ, লাঙ্গলঝাড়া, কেঁড়াগাছি, চন্দনপুর, হেলাতলা, দেয়াড়া ও যুগিখালী ইউনিয়নের চেয়ারম্যানরা কোনো তালিকা করতে পারবেন না বলে নির্দেশ দেওয়া হয়েছে। এসব ইউনিয়নের তালিকা করার জন্য স্থানীয় ইউপি সচিবের দায়িত্ব দেয়া হয়েছে। এমনকি ইতোমধ্যে প্রত্যেক ইউনিয়নে এ বিষয়ে চিটি পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলায় পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

কলারোয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ আবুল কাশেমের ইন্তেকাল

আসাদুজ্জামান ফারুকী, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ পরিবহন মালিকবিস্তারিত পড়ুন

কলারোয়ার জয়নগর মদন মোহন মন্দিরে পহেলা বৈশাখ উদযাপন

দেবাশীষ চক্রবর্ত্তী বাবু: প্রাচীন ঐতিহ্যবাহী মদন মোহন মন্দিরে প্রতিবছরের ন্যায় এ বছরওবিস্তারিত পড়ুন

  • কলারোয়া সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠিত
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে নববর্ষ উদযাপন
  • কলারোয়ায় নিহত ঢাবি শিক্ষার্থীর পরিবারের পাশে সাতক্ষীরা বিসিএস অফিসার্স ফোরাম
  • কলারোয়া পৌর মেয়র মনিরুজ্জামান বুলবুলের মাতা সায়রা বানুর ইন্তেকাল, দাফন সম্পন্ন
  • কলারোয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতারি বিতরন
  • কলারোয়াতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেলাই মেশিন বিতরণ
  • প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন তালা-কলারোয়া সংসদ সদস্য স্বপন
  • সোনাবাড়ীয়া সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে নগদ অর্থ, ঈদবস্ত্র ও ইফতার বিতরণ
  • কলারোয়ায় নিম্ন ও মধ্যবিত্তদের ঈদের কেনাকাটা, ফুটপাত বাজার নির্ভর
  • বিদায়ের পথে রমজান; প্রাপ্তি ও প্রত্যাশা
  • কলারোয়ায় দু:স্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন এমপি স্বপন
  • সাতক্ষীরাসহ বিভিন্ন জেলায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস