মঙ্গলবার, জুলাই ১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার গয়ড়া বাজারে দোকানঘর ভেঙ্গে ফেলার টেনশনে ব্যবসায়ীর স্ট্রোকে মৃত্যু!

কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজারে দোকান ঘর ভেঙ্গে ফেলানোর ঘটনায় সিরাজুল ইসলাম (৬৫) নামে এক ব্যবসায়ী স্ট্রোক করে মারা গেছেন বলে পরিবারের পক্ষ থেকে দাবী করা হয়েছে।

সিরাজুল চন্দনপুর গ্রামের মৃত খোশলাল সরদারের পুত্র।

বুধবার সকালে মৃতের ভাই মিজানুর রহমান জানান- উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজারে বাপ-দাদার রেখে যাওয়া প্রায় শত বছরের জমিতে ছোট ছোট দোকান ঘর করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। সম্প্রতি আম্পানে তাদের দোকানঘর ক্ষতিগ্রস্ত হয়। দোকানে পানি পড়ে মালামাল নষ্ট হয়ে যাচ্ছিলো। দোকানঘরের জমির কিছু অংশ খাস জমিতে হওয়ায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলাপ আলোচনা করে সেই দোকান ঘর ঠিক করা হয়। কিন্তু কিছু অসাধু ব্যক্তির দেয়া অভিযোগের ভিত্তিতে গত ২৭ সেপ্টেম্বর বিকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভুমি) আকতার হোসেন, সার্ভেয়ার সজল হোসেন ও ইউনিয়ন ভুমি কর্মকর্তা মহাসিন হোসেন উপস্থিত হয়ে বিনা নোটিশে তাদের দু’ভাইয়ের দোকান ঘর ভেঙ্গে দেয়।

এঘটনায় দুশ্চিন্তায় তার বড় ভাই হার্টস্ট্রোক করেন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে তথা বুধবার নিজ বাড়ীতে মারা যান।

তিনি আরো বলেন- তাদের রেকর্ডীয় জমির সামনের অংশে সরকারি জমি আছে যা তার বাপ-দাদারা প্রায় শত বছর ধরে ভোগ দখল করে আসছেন। তাদের বাড়ীতে যাতায়াতের একমাত্র পথও ওই জমির সামনে দিয়ে।

মৃতের ছেলে রুহুল কুদ্দুস ও আলামিন জানান-চন্দনপুর ও গয়ড়া মৌজার অধীন গয়ড়া বাজারেই প্রায় ১ একর ৫৮ শতক খাস জমি রয়েছে। যা সরকারের ১খতিয়ানের জমি। সেসব জমিতে অন্যরাও বহু বছর ধরে দোকানপাট করে ভোগ দখল করে আসছেন। কিন্তু তাদের কোন সমস্য হচ্ছে না। হঠাৎ করে কোন কারণ ছাড়াই আমাদের জমি থেকে দোকান ঘর উচ্ছেদ করা হলো। কিন্তু খাস জমিতে থাকা অন্যদের দোকানঘর উচ্ছেদ করা হয় নি বা তেমন উদ্যোগ নেওয়া হয় নি। আমাদের দোকান ঘর বানানোর আগেও কেউ কোন অভিযোগ করেন নি। দোকান ঘর বানানোর পরে কেন এই দোকান ভাঙ্গা হলো সেটার কোন কারণ তারা বলতে পারছেন না।

মৃতের পরিবারের পক্ষ থেকে দাবী করছেন যে, ১শ বছর ধরে ওই জমিতে তারা বসবাস করে আসছেন। তাই সরকারের পক্ষ থেকে তাদের নামে বন্দোবস্ত বা ডিসিআর দেয়া হোক।

এবিষয়ে চন্দনপুর ইউনিয়নের ভুমি কর্মকর্তা মহাসিন হোসেন জানান, সরকারি জমি তাদের দখলে থাকায় উচ্ছেদ করা হয়েছে। পরবর্তীতে এই বাজারের অন্যান্য সরকারি জমি দখলমুক্ত করা হবে। গয়ড়া বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে বিষয়টি জানানো হয়েছে।

চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি জানান, দীর্ঘ বছর ধরে ওই জমিতে তারা দোকান ঘর নির্মান করে ব্যবসা করে আসছেন। কি কারণে দোকান ঘর উচ্ছেদ করা হলো তা তিনি বলতে পারেন না। তবে ওই বাজারে প্রায় ২শ’মত দোকান ঘর রয়েছে। যা সরকারি খাস জমিতে রয়েছে। তাদের কোন সমস্যা হচ্ছে না।

তিনি খাস জমিতে বসবাসকারী দোকান মালিকদের স্ব স্ব জমিতে ডিসিআর দেয়ার জন্য প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন।

এদিকে, বুধবার আসরবাদ নামাজে জানাজা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় শিম চাষে স্বাবলম্বী যুগিখালীর সাত্তার সানা

জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা): সাতক্ষীরার কলারোয়ায় মাটি ভাল থাকায় শিম চাষের জন্যবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আইসক্রিম ফ্যাক্টরিতে ট্যাক্সফোর্সের অভিযান

কলারোয়ায় টাস্কফোর্স এর অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক পদার্থ দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ার ধানদিয়ায় ৮ দলীয় ফুলবল টুর্নামেন্টে সরসকাটি চ্যাম্পিয়ন

কে এম আনিছুর রহমান, কলারোয়া (সাতক্ষীরা): সাতক্ষীরার কলারোয়ায় ধানদিয়া রয়েল যুব সংঘেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কলেজ শিক্ষক-কর্মচারী সমাবেশ ও মতবিনিময় সভা
  • কলারোয়ায় নব্বই দশকের ছাত্রনেতাদের মিলনমেলার প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার ধানদিয়া হাইস্কুল ফুটবল মাঠে ফাইনাল খেলায় সরসকাটি জয়ী
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিকদের সাথে ড্র আটুলিয়ার
  • কলারোয়ায় অনুষ্ঠিত হলো উৎসবমুখর রথযাত্রা উৎসব
  • কলারোয়ায় বিএনপি’র লিফলেট বিতরণ করলেন সাবেক মেয়র আক্তারুল
  • কলারোয়ায় শহর প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে প্রায় ১০ লক্ষ টাকার ভা*রতীয় মালামাল জব্দ
  • কলারোয়া পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা
  • কলারোয়া পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা
  • কলারোয়ার কাজিরহাটে গণসংযোগ ও লিফলেট বিতরণ বিএনপি নেতা গাজী আক্তারুলের
  • কলারোয়া সীমান্তে ভারতীয় ওষুধ উদ্ধার