বুধবার, এপ্রিল ২৩, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন সুন্দর পরিবেশে অতিবাহিত

কলারোয়ায় এইচএসসি সহ সমমান পরীক্ষার প্রথম দিন সুন্দর পরিবেশে অতিবাহিত হয়েছে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) পৌর সদরের ৫টি কেন্দ্রে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিজ্ঞান শাখার পদার্থ বিজ্ঞান (প্রথম পত্র) বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তথ্য মতে জানা যায়, কলারোয়ায় বঙ্গবন্ধু মহিলা কলেজ কেন্দ্রে এ বছর(২০২১) বিজ্ঞান শাখার ১ম দিনে পদার্থ বিজ্ঞান পরীক্ষায় ১৪২ জন পরীক্ষার্থীর মধ্যে ২ ছাত্র (পরীক্ষার্থী) অনুপস্থিত থাকায় ১৪০ জন পরীক্ষায় অংশগ্রহন করেন। এর মধ্যে ছাত্র-৯২ ও ছাত্রী-৪৮ জন।
কলারোয়া সরকারী কলেজ কেন্দ্রে ৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২ জন ছাত্রী অনুপস্থিত থাকায় ৭৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় উপস্থিত ছিলেন। এর মধ্যে ছাত্র-৪৭ জন ও ছাত্রী ২৮ জন।
কলারোয়া শেখ আমানুল্যাহ ডিগ্রী কলেজ কেন্দ্রে বিজ্ঞান বিভাগে ২০ জন পরীক্ষার্থীর মধ্যে ২ জন ছাত্র অনুপস্থিত। উপস্থিত ১৮ জনের মধ্যে ৭ জন ছাত্র ও ১১ জন ছাত্রী।

এদিকে কলারোয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রে আলিম পরীক্ষায় প্রথম দিনে কুরআন মজিদ বিষয়ে ১৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

অনুরুপভাবে শেখ আমানুল্যাহ ডিগ্রী কলেজে এইচএসসি বিএম শাখার পরীক্ষায় হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ-১ বিষয়ে ৬৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৩১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পৃথকভাবে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমীন হোসেন।

পরিদর্শন শেষে পরীক্ষা কেন্দ্রে সুন্দর পরিবেশ বজায় থাকায় সন্তোষ প্রকাশ করেন।

উল্লেখ্য, কলারোয়ায় বঙ্গবন্ধু মহিলা কলেজ কেন্দ্রে সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহবুবর রহমান, সরকারী কর্মকর্তা হিসাবে দায়িতে আছেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নুরে আলম নাহিদ, পরিসংখ্যন কর্মকর্তা তাহের মাহমুদ সোহাগ ও মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন নাহার আক্তার,হল সুপারের দায়িত্বে আছেন অধ্যাপক অসীম কুমার ঘোষ, পরীক্ষা কমিটির সদস্য অধ্যাপক শান্ত কুমার পাল।
কলারোয়া সরকারি কলেজ কেন্দ্রের সচিবের দায়িত্বে রয়েছেন অধ্যক্ষ প্রফেসর এসএম আনোয়ারুজ্জামান,পরীক্ষা কমিটির আহবায়ক হিসাবে দায়িত্বে আছেন প্রভাষক হুসাইন মাহমুদ, সরকারী কর্মকর্তা হিসাবে দায়িত্বে আছেন (ট্যাগ অফিসার) উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা শেখ ইমরান হোসেন।
শেখ আমানুল্যাহ ডিগ্রী কলেজ কেন্দ্র সচিবের দায়িত্বে আছেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক তুতিয়া খাতুন, হল সুপারের দায়িত্বে আছেন অধ্যাপক আবুল খায়ের, ট্যাগ অফিসার মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস ও রিসোর্স অফিসার মহিতোষ কুমার কর্মকার।
কলারোয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রে সচিবের দায়িত্ব পালন করছেন কেন্দ্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বজলুর রহমান, সরকারী কর্মকর্তা (ট্যাগ অফিসার) হিসাবে দায়িত্বে আছেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এ,এস,এম সোহেল।

এছাড়া কক্ষ পরিদর্শক শিক্ষকবৃন্দ নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।

পরীক্ষা কেন্দ্রের বাইরে সুন্দর পরিবেশ বজায় রাখেতে পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও সদস্যগণের দায়িত পালন করতে দেখা গেছে।

এদিকে উপজেলার ১১টি কলেজ থেকে আগত পরীক্ষার্থীরা কোভিড- ১৯ (করোনা ভাইরাস) প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরনে মাস্ক পরিধান করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেখা যায়।

একই রকম সংবাদ সমূহ

এনএসআই-এ চাকরির দেয়ার নামে প্রতারণার অভিযোগে কলারোয়ায় যুবক আটক

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ‘এনএসআই’ এর নিয়োগ পরীক্ষায় প্রতারণার সম্পৃক্ততায় সাতক্ষীরার কলারোয়ায়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের গণসংযোগ পক্ষের ১১তম দিনে যুব সমাবেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত গণসংযোগ পক্ষের ১১ম দিনে সাতক্ষীরার কলারোয়ায় যুববিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদকসহ ১৫ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরায় পৃথক চোরাচালান বিরোধী অভিযানে সদর ও কলারোয়া সীমান্ত থেকে ৫’শ পিসবিস্তারিত পড়ুন

  • শান্তিরক্ষা মিশনে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার
  • কলারোয়ায় চার দলীয় দিবারাত্রির ফুটবল টুর্নামেন্টের শিরোপা খুলনা ভেটেরান্সের
  • সাতক্ষীরার ঝাউডাঙ্গা প্রেসক্লাবের কমিটি গঠন
  • কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে মহাত্মা হ্যানিম্যানের জন্মবার্ষিকী পালিত
  • কলারোয়ায় শনিবার দিনব্যাপী চার দলীয় দিবারাত্রির ফুটবল টুর্নামেন্ট
  • কলারোয়ায় ই ল্যাব ডায়াগনস্টিকের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প
  • কলারোয়ায় মহিলাদের ঝগড়া থামাতে গিয়ে বৃদ্ধের মৃত্যু!
  • কলারোয়ায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক
  • কলারোয়ার সোনাবাড়িয়া এসএসসি কেন্দ্রে দুই শিক্ষক ও এক পরীক্ষার্থী বহিষ্কার
  • কলারোয়ায় সাংবাদিক আনোয়ার হোসেনের সুস্থতা কামনায় দোয়ানুষ্ঠান
  • পিতার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন বিএনপি নেতা শেখ আব্দুল কাদের বাচ্চু
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে ২০ লক্ষ টাকার ভারতীয় পন্য জব্দ